পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2021

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2021
জীববিজ্ঞান - 138

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। কোনটি প্রোটিন সংশ্লেষণ করে?

ক্রোমোপ্লাস্ট

রাইবোজোম

সেন্ট্রোজোম

গলজি বস্তু

২। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কয় প্রকার?

৩। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কী বলে?

এনজাইম

প্লাজমা

লসিকা

হরমোন

৪। ট্রাকিয়াতে পাওয়া যায়-
(i) সিউডো-স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু
(ii) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
(iii) কিউবয়ডাল আবরণী টিস্যু

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?

২০° সে. - ২৫° সে.

২০° সে. - ৩৫° সে.

২০°সে. - ৪০° সে.

২০° সে. - ৪৫° সে.

৬। সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি?

পানি

ক্লোরোফিল

পটাশিয়াম

এনজাইম

৭। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক এসিড সৃষ্টি হয়?

৮। নিচের কোন প্রাণীতে অন্তঃনিষেক ঘটে?

তেলাপিয়া

ব্যাঙ

ইলিশ

হাঙ্গর

৯। কীসের সাহায্যে ভ্রূণ জরায়ুর সাথে সংস্থাপিত হয়?

অ্যামনিয়ন

রক্তনালী

আম্বিলিকাল কর্ড

অমরা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


স্ত্রী-গ্যামেটোফাইট উৎপত্তির ক্ষেত্রে একটি স্ত্রী জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। উপরের তিনটি কোষ বিনষ্ট হয় এবং নিচের কোষটি বিভাজিত হতে থাকে।

১০। উদ্দীপকে উল্লিখিত চারটি কোষ উৎপাদনে কোন প্রক্রিয়া সংঘটিত হয়?

মাইটোসিস

মিয়োসিস

অ্যামাইটোসিস

দ্বি-বিভাজন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


স্ত্রী-গ্যামেটোফাইট উৎপত্তির ক্ষেত্রে একটি স্ত্রী জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। উপরের তিনটি কোষ বিনষ্ট হয় এবং নিচের কোষটি বিভাজিত হতে থাকে।

১১। উদ্দীপকের গ্যামেটোফাইট উৎপত্তির সময়-
(i) প্রতিপাদ কোষ গঠন করে
(ii) গৌণ কেন্দ্রিকা গঠন করে
(iii) গর্ভযন্ত্র গঠন করে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১২। কোনটিতে একগুচ্ছ পরাগদণ্ড রয়েছে?

জবা

মটর

শিমুল

ধুতুরা

১৩। বংশগতিবিদ্যার জনক কে?

লিনিয়াস

ডারউইন

ওয়াটসন

মেন্ডেল

১৪। কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে?

রাইবোসম

সেন্ট্রিওল

ক্রোমোসোম

নিউক্লিওলাস

১৫। ইউরাসিল কোথায় পাওয়া যায়?

জিন

ডি এন এ

আর এন এ

লোকাস

১৬। কত সালে Watson & Crick DNA অণুর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন?

১৯৪৯

১৯৫১

১৯৫২

১৯৫৩