পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
জীববিজ্ঞান - 138

শিক্ষা বোর্ডঃ ময়মনসিংহ বোর্ড

১। ফানজাই রাজ্যের জীব কোনটি?

মাশরুম

অ্যামিবা

প্যারামেসিয়াম

নীলাভ সবুজ শৈবাল

২। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি?

১৬

১০

৩। ভিটামিন D এর অভাবে নিচের কোন রোগটি হয়?

রক্তশূন্যতা

রিকেটস

রাতকানা

গয়টার

৪। ‘O’ রক্ত গ্রুপে কোন এন্টিবডি উপস্থিত?

a

b

A, B

a, b

৫। কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন?

রক্তকোষ

ত্বকীয় কোষ

পেশীকোষ

স্নায়ুকোষ

৬। বৃক্কে পাথর অপসারণের পদ্ধতি হচ্ছে-
(i) আলট্রাসনিক লিথট্রিপসি
(ii) ডায়ালাইসিস
(iii) অস্ত্রোপাচার

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আদনানের বাবা একজন শিক্ষক। তিনি তাদের বাড়িতে সদ্য ফোটা শিমুল ফুল দেখিয়ে পরাগায়ন সম্পর্কে ব্যাখ্যা করলেন।

৭। উদ্দীপকের ফুলের পরাগায়নের মাধ্যম কোনটি?

বায়ু

পাখি

পতঙ্গ

পিঁপড়া

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আদনানের বাবা একজন শিক্ষক। তিনি তাদের বাড়িতে সদ্য ফোটা শিমুল ফুল দেখিয়ে পরাগায়ন সম্পর্কে ব্যাখ্যা করলেন।

৮। উদ্দীপকের ফুলে পরাগায়নের ক্ষেত্রে-
(i) বাহকের উপর নির্ভর করতে হয়
(ii) প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়।
(iii) পরাগরেণু কম লাগে

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৯। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন?

ক্যারোলাস লিনিয়াস

ল্যামার্ক

স্ট্রাসবার্জার

ডারউইন