পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2021

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2021
জীববিজ্ঞান - 138

১। মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি?

কোষকে রক্ষা

শক্তি উৎপাদন

বংশবৃদ্ধি

খাদ্য তৈরি

২। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?

গ্রানা

স্ট্রোমা

ম্যাট্রিক্স

ল্যামেলাম

৩। জ্যান্থোফিল থাকলে উদ্ভিদ কী বর্ণ ধারণ করে?

লাল

নীল

হলুদ

কমলা

৪। লাইসোজোমের কাজ কোনটি?

আমিষ সংশ্লেষণ

খাদ্য সঞ্চয়

প্রবাহ পথের নির্দেশনা

জীবাণু ধ্বংস

৫। নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত?

নিটাম

পাইনাস

সুপারি

ঢেঁকি শাক

৬। নিচের কোন প্রাণীতে ট্রানজিশনাল টিস্যু অনুপস্থিত?

কেঁচো

ব্যাঙ

কুমির

উটপাখি

৭। নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান?

তাল

কলা

বাঁশ

সাইকাস

৮। প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো-

সেন্ট্রোসোম ও ক্রোমোজোম

নিউক্লিওলাস ও লাইসোজোম

রাইবোজোম ও এন্ড্রোপ্লাজমিক জালিকা

লাইসোজোম এবং রাইবোজোম

৯। প্রতিমোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালরি শক্তি জমা থাকতে পারে?

7.1 kCal

7.3 kCal

7.6 kCal

7.9 kCal

১০। ব্ল্যাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটি পর্যায়ে ভাগ করেন?

১৯০৫

১৯১৫

১৯২০

১৯২৫

১১। জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কারণ-
(i) পানিতে CO₂ এর পরিমাণ 0.3%
(ii) সকল অঙ্গ CO₂ শোষণ করতে পারে
(iii) CO₂ ও O₂ এর পরিমাণ সমান

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

১২। কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক?

অক্সিজেন

শর্করা

পটাশিয়াম

এনজাইম

১৩। ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে বলা হয়-

ফসলাইসিস

অক্সিডেটিভ ফসফোরাইলেশন

ফটোফসফোরাইলেশন

ফার্মেন্টেশন

১৪। পরাগধানী ও পুংদণ্ডের সংযোগকারী অংশকে কী বলা হয়?

পোলেন টিউব

যোজনী

পরাগরেণু

পরাগথলি

১৫। গর্ভকেশর কোথায় অবস্থান করে?

পাপড়ির বাইরে

ফুলের কেন্দ্রে

বৃতির নিচে

পুংকেশরের পার্শ্বে

১৬। স্ব-পরাগায়নের গুরুত্ব কোনটি?

বৈচিত্র্যের আবির্ভাব ঘটে

অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়

বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়

বীজের চরিত্রগত শুদ্ধতা রক্ষা করা হয়

১৭। পতঙ্গ পরাগী ফুল কোনটি?

ধান

কচু

সরিষা

আখ

১৮। বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত?

১ : ২ : ১

১ : ১ : ১ : ১

১ : ৩

২ : ১ : ১

১৯। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে?

লোকাস

কায়াজমা

ক্রসিংওভার

স্পাইক

২০। মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটিতে?

জমির আগাছা নিরসনে

উন্নত জাতের শস্য উৎপাদনে

পোকা-মাকড় নিয়ন্ত্রণে

মলিকুলার ফার্মিং - এ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


৫ বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিন কন্যা সন্তান হয়েছে। এজন্য তার স্বামী ও শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে।

২১। সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটি সঠিক?

22 + XX

22 + XY

44 + XX

44 + XY

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


৫ বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিন কন্যা সন্তান হয়েছে। এজন্য তার স্বামী ও শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে।

২২। সুমির পুত্র সন্তান হবে যদি-
(i) স্বামী থেকে Y বহনকারী শুক্রাণু আসে
(ii) স্বামী থেকে X বহনকারী শুক্রাণু আসে
(iii) নিষিক্ত জাইগোট XY হয়

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii