পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
জীববিজ্ঞান - 138

১। কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি?

Artocarpus heterophyllus

Nymphaea nouchali

Copsychus Saularis

Homo sapiens

২। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?

হিস্টোলজি

ভ্রূণবিদ্যা

বংশগতিবিদ্যা

সমুদ্রবিজ্ঞান

৩। Protista রাজ্যের বৈশিষ্ট্য হলো-
(i) সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট
(ii) কনজুগেশন এর মাধ্যমে যৌনজনন ঘটে
(iii) কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪। রাইবোজোম-
(i) প্রাণী ও উদ্ভিদ উভয় প্রকার কোষে পাওয়া যায়
(ii) জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে
(iii) আমিষ সংশ্লেষণে সাহায্য করে।

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। স্ট্রোমা নিজের কোনটির অংশ?

কোষপ্রাচীর

ক্লোরোপ্লাস্ট

মাইট্রোকন্ড্রিয়া

রাইবোজোম

৬। নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না?

হৃদপেশি

এ্যারেনকাইমা

সীভকোষ

সঙ্গীকোষ

৭। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?

২০° সে. - ২৫° সে.

২০° সে. - ৩৫° সে.

২০°সে. - ৪০° সে.

২০° সে. - ৪৫° সে.

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্ভিদে 'X' উপাদানের অভাবে ফুল ও ফল ঝরে পড়ে, 'Y' উপাদানের অভাবে পার্শ্ব মুকুল মরে যায় এবং উভয়ের অভাবে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়।

৮। উদ্দীপকের "X" উপাদানটি গঠন করে-
(i) নিউক্লিক এসিড
(ii) NADP
(iii) লিপিড

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


উদ্ভিদে 'X' উপাদানের অভাবে ফুল ও ফল ঝরে পড়ে, 'Y' উপাদানের অভাবে পার্শ্ব মুকুল মরে যায় এবং উভয়ের অভাবে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়।

৯। "Y" এর সমস্যা সমাধানে ব্যবহার করতে হবে-
(i) ট্রিপল সুপার ফসফেট (P)
(ii) মিউরেট অব পটাশ (K)
(iii) ইউরিয়া (N)

i

ii

i ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লাবিবের ওজন ৬৭.৫ কেজি, তার উচ্চতা ১৫০ সে.মি.।

১০। লাবিবের BMI এর মান কত?

২৫

৩০

৩২

৩৫

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


লাবিবের ওজন ৬৭.৫ কেজি, তার উচ্চতা ১৫০ সে.মি.।

১১। লাবিবের কি করা উচিত?

ওজন বাড়াতে হবে

ওজন বজায় রাখতে হবে

বেছে খাদ্যগ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন

চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে

১২। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে?

স্ট্রোক

অ্যানজিনা

অ্যানিমিয়া

অ্যাথারোস্ক্লোরোসিস

১৩। রক্তের ‘A’ গ্রুপ শুধুমাত্র নিচের কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে?

B এবং O

শুধু A

A এবং O

A এবং B

১৪। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?

ইউরিয়া

ইউরিক এসিড

ক্রিয়েটিনিন

ইউরোক্রোম

১৫। নিচের কোনটিতে পর-পরাগায়ন ঘটে?

সরিষা

কুমড়া

শিমুল

ধুতুরা

১৬। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন?

ক্যারোলাস লিনিয়াস

ল্যামার্ক

স্ট্রাসবার্জার

ডারউইন

১৭। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে?

ডারউইন

লিনিয়াস

স্টার্স বার্জার

মেন্ডেল