পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
জীববিজ্ঞান - 138

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় কোনটি?

ঈস্ট

ডায়াটম

ব্যাকটেরিয়া

প্যারামেসিয়াম

২। অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি?

যৌন এবং অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে

এরা আর্কিগোনিয়েট

ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়

দেহে সরল টিস্যুতন্ত্র বিদ্যমান

৩। কোনটির প্রাচীর ঘেষে প্রোটোপ্লাজম থাকে?

ট্রাকিড

ভেসেল

সঙ্গীকোষ

সীভনল

৪। সালোকসংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত?

22° - 35°C

27° - 40°C

32° - 45°C

37° - 50°C

৫। অধিকাংশ সময় আবদ্ধ স্থানে অবস্থান করলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি হতে পারে?

B

D

E

K

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


৩৫ বছর বয়সী জাকির এর উচ্চতা ১৫০ সে.মি. এবং ওজন ৭০ কেজি।

৬। জাকির এর বিএমআই কত?

২০.৫

৩১.১

৪৬ .৬

৫০

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


৩৫ বছর বয়সী জাকির এর উচ্চতা ১৫০ সে.মি. এবং ওজন ৭০ কেজি।

৭। এ অবস্থায় জাকির -
(i) দেহের ওজন ঠিক রাখবে
(ii) বেছে খাদ্য গ্রহণ করবে
(iii) নিয়মিত শারীরিক পরিশ্রম করবে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৮। উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি?

ক্যালসিয়াম

পটাশিয়াম

ফসফরাস

আয়রন

৯। কোন খাবারে ক্যালরি মান বেশি হবে?

ভাত

আলু

রুটি

খিচুড়ি

১০। সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া?

ভৌত

জৈব

জৈব রাসায়নিক

রাসায়নিক

১১। মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?

ইউরিয়া

ইউরিক এসিড

ক্রিয়েটিনিন

ইউরোক্রোম

১২। গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে?

৩৬ - ৩৮

৩৮ - ৪০

৪০ -৪২

৪২ - ৪৪

১৩। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়?

গর্ভাশয়ে

গর্ভদণ্ডে

গর্ভপত্রে

গর্তমুণ্ডে