পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2017

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2017
জীববিজ্ঞান - 138

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?

De Planties

Species Plantarum

Systema Nature

Phylogenic Taxonomy

২। প্রাটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো-
(i) কনজুগেশন
(ii) মাইটোসিস
(iii) মিয়োসিস

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৩। কোষরস আরোহণ কীসের মাধ্যমে ঘটে?

ভেসেল

ট্রাকিড

সিভনল

ফ্লোয়েম ফাইবার

৪। ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি?

Zn

Fe

Na

Mg

৫। সাধারণত পাকস্থলিতে পরিপাক হয় না—
(i) শর্করা জাতীয় খাদ্যের
(ii) আমিষ জাতীয় খাদ্যের
(iii) স্নেহ জাতীয় খাদ্যের

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৬। খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো-
(i) সোডিয়াম বাই সালফেট
(ii) ডিডিটি
(iii) ক্যালসিয়াম এপারনেট

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৭। রেনাল পিরামিডের অগ্রভাগগুলো প্রসারিত হয়ে গঠন করে কোনটি?

গ্লোমেরুলাস

ক্যাপসুল

সংগ্রহক নালিকা

প্যাপিলা

৮। বৃক্কের পাথর অপসারণের আধুনিক পদ্ধতি—
(i) ইউরেটেরোস্কোপিক পদ্ধতি
(ii) আল্ট্রাসনিক লিথট্রিপসি পদ্ধতি
(iii) অস্ত্রোপচার

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। কোন রঙের বর্ণান্ধতাকে সর্বজনীন বর্ণান্ধতা বলে?

লাল-সবুজ

লাল-নীল

লাল-আসমানী

লাল -বেগুনি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শেলীর ৬ বছর পূর্বে বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিনটি কন্যা সন্তান হয়েছে। এ নিয়ে স্বামী ও শাশুড়ী সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে। অতঃপর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদের সঠিক কারণ ব্যাখ্যা করেন।

১০। উদ্দীপকের সমস্যাটির জন্য প্রকৃতপক্ষে দায়ী কে?

শেলী নিজে

শেলীর স্বামী

তার শাশুড়ী

নিয়তি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শেলীর ৬ বছর পূর্বে বিয়ে হয়েছে। পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিনটি কন্যা সন্তান হয়েছে। এ নিয়ে স্বামী ও শাশুড়ী সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে। অতঃপর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদের সঠিক কারণ ব্যাখ্যা করেন।

১১। শেলীর পুত্র সন্তান হবে যদি-
(i) নিষিক্ত জাইগোটটি (44 + XY) হয়
(ii) শেলীর স্বামীর "X" বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করলে
(iii) শেলীর স্বামীর "Y" বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করলে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii