পরীক্ষা জীববিজ্ঞান প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
জীববিজ্ঞান - 138

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান?

বন্যপ্রাণী

বাস্তু

কৃষি

কীটতত্ত্ব

২। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি?

ICZN

IMVN

IMCB

ICBN

৩। নীলাভ সবুজ শৈবালের কোষে-
(i) সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত
(ii) মাইটোকন্ড্রিয়া থাকে না
(iii) DNA অথবা RNA থাকে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?

জাইলেম ফাইবার

সিভনল

উড-প্যারেনকাইমা

সঙ্গীকোষ

৫। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?

২০° সে. - ২৫° সে.

২০° সে. - ৩৫° সে.

২০°সে. - ৪০° সে.

২০° সে. - ৪৫° সে.

৬। কোন শক্তিটি সালোকসংশ্লেষণের সময় ADP গ্রহণ করে?

সৌর

বিদ্যুৎ

আলোক

তাপ

৭। গ্লাইকোলাইসিস ধাপে কত অণু ATP অবশিষ্ট থাকে?

৮। কোন উপাদানটির অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যায়?

লৌহ

ফসফরাস

ম্যাগনেসিয়াম

ক্যালসিয়াম

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জসিমের বয়স ৩ বছর। তার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না। সে ঠিকমত হাঁটা ও চলাফেরা করতে পারছে না। তার হাত ও পায়ের হাড়গুলো সামান্য বাঁকা দেখা যায়।

৯। জসিম কী রোগে ভুগছে?

কোয়ারশিয়রকর

কিটোসিস

রিকেটস

ম্যারাসমাস

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জসিমের বয়স ৩ বছর। তার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না। সে ঠিকমত হাঁটা ও চলাফেরা করতে পারছে না। তার হাত ও পায়ের হাড়গুলো সামান্য বাঁকা দেখা যায়।

১০। যে সব খাদ্যের অভাবে জসিমের এ রোগ হয়েছে তা হলো-
(i) ডিম, দুধ
(ii) কডলিভার তেল, হাঙ্গরের তেল
(iii) মাছ, মাংস

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১১। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?

কিউটিকল

বর্ষবলয়

লেন্টিসেল

কাইটিন

১২। বৃক্কের পাথর অপসারণের আধুনিক পদ্ধতি—
(i) ইউরেটেরোস্কোপিক পদ্ধতি
(ii) আল্ট্রাসনিক লিথট্রিপসি পদ্ধতি
(iii) অস্ত্রোপচার

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৩। বৃক্কের মালপিজিয়ান অঙ্গ কোন কোন অংশ দ্বারা গঠিত?

গ্লোমেরুলাস ও রেনাল টিউব্যুল

বোমেন্স ক্যাপসুল ও রেনাল টিউব্যুল

রেনাল টিউব্যুল ও রেনাল করপাসল

বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস

১৪। স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়?

১৫। জননকোষ সৃষ্টির সময়-
(i) জনন মাতৃকোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়
(ii) ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়
(iii) ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের দ্বিগুণ হয়

ii ও iii

i ও ii

i ও iii

i, ii ও iii

১৬। ডারউইন ১৮৫৮ সালের কোন তারিখে তাঁর Natural Selection তত্ত্বটি পেশ করেন?

১ জুলাই

১ আগস্ট

১ অক্টোবর

২ জুন

১৭। জীবের বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হয় কোনটির মাধ্যমে?

খাদ্য

রক্ত

জিন

শ্বাস-প্রশ্বাস