পরীক্ষা উচ্চতর গণিত প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
উচ্চতর গণিত - 126

১। x³ + 2x² + 2x + a -এর একটি উৎপাদক (x + 1) হলে a এর মান কত?

- 5

- 1

1

5

২। x⁶ + 3x⁵ – 2x⁴ - 5 বহুপদীর মুখ্য সহগ কোনটি?

- 5

1

3

6

৩। p(x, y) = x² + y² - 2xy হলে p(1, -2) এর মান কত?

9

1

- 1

- 9

৪। নিচের কোন রাশিটি স্ব-স্ব চলকের জন্য প্রতিসম?

2a² - 5ab + c²

xy + yz + zx

x² – y² + z²

a + b + c

৫। 2x³ + x² + ax + 18 বহুপদীর একটি উৎপাদক (x + 2) হলে, a এর মান কত?

- 15

- 3

3

15

৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. হলে তার মধ্যমার দৈর্ঘ্য কত?

2.50 সে.মি.

4.33 সে.মি.

5 সে.মি.

8.66 সে.মি.

৭। কোনো অনুক্রমের n তম পদ ¹/(2n-1) হলে এর 12 তম পদ কোনটি?

23

12

¹/12

¹/23

৮। 2 - 2 + 2 - 2 + ‥‥‥‥ ধারাটির
(i) সাধারণ পদ = 2(-1)ⁿ⁻¹
(ii) 15 তম পদের মান = 2
(iii) প্রথম 50 পদের সমষ্টি = 0

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৯। sin 120° এর মান কত ?

√3/2

½

¹/√2

- ½

১০। -240° কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করে?

প্রথম

দ্বিতীয়

তৃতীয়

চতুর্থ

১১। দুইটি কোণের সমষ্টি π/3 রেডিয়ান এবং অন্তর π/6 রেডিয়ান। বৃহত্তর কোণটির বৃত্তীয় মান কত?

π/2

π/3

π/4

π/6

১২। সকাল 6.00 টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত রেডিয়ান?

π/3

π/2

π

১৩। log√₂ 16√2 = কত?

2√2

4

8

9

১৪। ³√[³√{³√(729)}] এর মান কত?

3¹/⁹

3²/⁹

3¹/³

3

১৫। xx√x = (x√x)ˣ হলে x এর মান কত?

√3/√2

³/2

⁹/2

⁹/4

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


(x - y)⁶ একটি দ্বিপদী।

১৬। দ্বিপদীটির বিস্তৃতিতে মোট কতটি পদ পাওয়া যাবে?

3

6

7

12

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


(x - y)⁶ একটি দ্বিপদী।

১৭। y = ¹/x হলে ধ্রুব পদটি কত হবে?

- 20

1

4

20

১৮। দুইটি বিন্দুর স্থানাঙ্ক (4, 2) এবং (7, 5); বিন্দুদ্বয়ের সংযোজক রেখাটি x-অক্ষের সাথে কত ডিগ্রী কোণে আনত?

90°

60°

45°

১৯। একটি ছক্কা নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কোনটি?

½

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো।

২০। কোনো H না পাওয়ার সম্ভাবনা কত?

¾

¼

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো।

২১। কমপক্ষে 1টি H পাওয়ার সম্ভাবনা কত?

¾

½

¼