পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র SSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2020

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2020
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

১। নবি রাসুলগন সারা জীবন মানুষকে কিসের দাওয়াত দিয়েছেন ?

আল কুরআনের

আল হাদিসের

ইলম শিক্ষার

তাওহিদের

২। পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে?

কবরে

মিযানে

হাশরের মাঠে

পুলসিরাতে

৩। মুমিনদের সহজে পুলসিরাত পার হওয়া কীসের উপর নির্ভর করবে?

ইলম

ক্ষমতা

সুনাম

নেক আমল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'ক' মুসলিম হয়েও সালাত আদায় করেন না। আবার ধনী হয়েও যাকাত দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। মুসলিম নারীদের পর্দা প্রথাকে তিনি কটাক্ষ করেন।

৪। জনাব "ক" এর মনোভাবকে বলা যায়-

শিরক

কুফর

নিফাক

গুনাহের কবিরা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব 'ক' মুসলিম হয়েও সালাত আদায় করেন না। আবার ধনী হয়েও যাকাত দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। মুসলিম নারীদের পর্দা প্রথাকে তিনি কটাক্ষ করেন।

৫। ঐ মনোভাবের কারণে জনাব "ক" এর কার্যক্রমে-
(i) অধৈর্য লক্ষ করা যেতে পারে
(ii) আল্লাহর সাথে শিরকের ঘটনা ঘটতে পারে
(iii) পাপ ও অনৈতিকতার উপস্থিতি থাকতে পারে।

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৬। মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তারা-

মিথ্যাবাদী

আমানতের খিয়ানতকারী

গায়ে পড়ে ঝগড়াকারী

তাওহিদে অবিশ্বাসী

৭। "মুজতাহিদ" শব্দের আভিধানিক অর্থ কী?

পন্ডিত

গবেষণা

গবেষক

জ্ঞানী

৮। খুলাফায়ে রাশেদিনের আমলে ইজমা প্রতিষ্ঠিত হওয়ার দালিলিক প্রমাণ হলো-
(i) পবিত্র কোরআন সংকলন
(ii) জামাআতে তারাবি এর সালাত আদায়।
(iii) মহিলাদের মসজিদে জামাতে নামায আদায়

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। হালাল দ্রব্য ভক্ষণ করলে কীসের প্রতি একাগ্রতা সৃষ্টি হয়?

ইবাদতে

আমানতে

আকিদায়

আখলাকে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব তাঈম সাহেব যোহরের ফরযের পূর্বে চার রাকাত ও মাগরিবের ফরযের পর দুই রাকাত নামায প্রায়ই অবহেলা করে আদায় করেন না।

১০। জনাব তাঈম সাহেব শরিয়তের কোন বিধানটি ছেড়ে দিচ্ছেন?

ফরজে আইন

ওয়াজিব

সুন্নতে মুয়াক্কাদাহ

সুন্নতে যায়িদাহ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব তাঈম সাহেব যোহরের ফরযের পূর্বে চার রাকাত ও মাগরিবের ফরযের পর দুই রাকাত নামায প্রায়ই অবহেলা করে আদায় করেন না।

১১। উক্ত বিধান শরিয়তের দৃষ্টিতে-
(i) ওয়াজিবের কাছাকাছি
(ii) ফরজে কিফায়া এর নিকটবর্তী
(iii) মুস্তাহাব এর চেয়ে গুরুত্বপূর্ণ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১২। نار (নার)-এর শাব্দিক অর্থ কী?

কাটাঁ

বরফ

আগুন

আলো

১৩। আল কুরআন হেফাজতের দায়িত্ব কার?

হাফেজে কোরআন এর

আল্লাহ পাকের

মহানবি (স.) এর

ফেরেশতাদের

১৪। মানুষের উৎপাদিত ফসল ও লাগানো গাছ থেকে প্রাণীরা কিছু খেলে তা কী হিসেবে গণ্য হবে?

সদকা

যাকাত

রিযক

উশর

১৫। রমযান মাসে মুসলিমরা একে অপরকে সেহেরি ও ইফতার করায় কেন?

শরিয়তের বিধান পালনের জন্য

পারস্পরিক মহব্বত সৃষ্টির আশায়

অধিক সওয়াব পাওয়ার আশায়

রোজার পরিপূর্ণতার জন্য

১৬। ইসলামের সেতু বন্ধন হলো-

ইমাম

সালাত

সাওম

যাকাত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব পিন্টু সাহেব এ বছর হজ পালনের উদ্দেশ্যে আল্লাহর ঘর জিয়ারত করতে যান। হজের বিধি-বিধান পালনকালে তিনি মিনায় নির্ধারিত স্থানের মধ্যে দুইটি জায়গায় ৬টি কংকর নিক্ষেপ করেন।

১৭। জনাব পিন্টু সাহেবের কর্মকাণ্ডে হজের কোন আহকামটি পালনে ভুল হয়েছে?

ফরজ

ওয়াজিব

সুন্নাত

মুস্তাহাব

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব পিন্টু সাহেব এ বছর হজ পালনের উদ্দেশ্যে আল্লাহর ঘর জিয়ারত করতে যান। হজের বিধি-বিধান পালনকালে তিনি মিনায় নির্ধারিত স্থানের মধ্যে দুইটি জায়গায় ৬টি কংকর নিক্ষেপ করেন।

১৮। জনাব পিন্টু সাহেবকে হজ শুদ্ধ করার জন্য কী করতে হবে?

সাহু সেজদা দিতে হবে

আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে

পুনরায় হজ পালন করতে হবে

একটি অতিরিক্ত কোরবানি দিতে হবে

১৯। কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বোঝাকে কী বলে?

ইলম

সিলম

তাযকিয়া

হিকমাহ

২০। ইসলামে সব রকমের হক বা অধিকার কয় ভাগে বিভক্ত?

আট

ছয়

পাঁচ

দুই

২১। রাসুল (স.) এর বাণী অনুসারে যে কোনো জিনিসকে (আচরণকে) সৌন্দর্যমণ্ডিত করে কোন গুণটি?

আমানতদারিতা

প্রতিশ্রুতি পালন

লজ্জাশীলতা

সত্যবাদিতা

২২। সাকিব শাহ মাখদুম কলেজের ছাত্র। ইসলামি আমানতের দাবি অনুসারে তার কর্তব্য হলো-
(i) শিক্ষকদের সম্মান করা
(ii) ভালোভাবে পড়ালেখা করা
(iii) কলেজের আসবাবপত্র সংরক্ষণ করা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাবেয়া নিজ দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করে। তার উপর অর্পিত দায়িত্ব পালনে কখনো উদাসীনতা বা অবহেলা দেখায় না।

২৩। রাবেয়ার অভ্যাসটিকে বলা যায় -

স্বদেশ প্রেম

কর্তব্যপরায়ণতা

মানবসেবা

ওয়াদা পালন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রাবেয়া নিজ দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করে। তার উপর অর্পিত দায়িত্ব পালনে কখনো উদাসীনতা বা অবহেলা দেখায় না।

২৪। উক্ত অভ্যাসটির জন্য রাবেয়া-
(i) সকলের ভালোবাসা পাবে
(ii) সবার আস্থা ও বিশ্বাস অর্জন করবে
(iii) জীবনে সফলতা লাভ করতে পারবে

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৫। বেশির ভাগ কবর আযাবের কারণ কী?

শরীরের ময়লা ও দুর্গন্ধ

প্রস্রাবের পর উত্তমরূপে পরিচ্ছন্ন না হওয়া

সালাতের আগে ঠিকমতো মিসওয়াক না করা

নখ, চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা

২৬। হযরত দাউদ (আ.) এর পেশা কী ছিল?

কামার

কৃষি

ব্যবসা

পশু চরানো

২৭। পবিত্র কাবা শরিফে "হাজরে আসওয়াদ" স্থাপন নিয়ে জটিলতা নিরসনে নবি (স.) পরিচয় দেন-
(i) সত্যবাদিতার
(ii) বিচক্ষণতার
(iii) নিরপেক্ষতার

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৮। মক্কা বিজয়ের দিন মহানবি (স.) এর আচরণ থেকে আমরা প্রধানত যে শিক্ষা পায় তা হলো -

বিরোধীদের সাথে কঠোর ব্যবহার

সুবিধামতো সময়ের প্রতিশোধ নেওয়া

চরম শত্রুকেও ক্ষমা করা

দিক নির্দেশনামূলক ভাষণ দেন

২৯। ইমাম আযম বা বড় ইমাম বলা হয় কাকে?

ইমাম আবু হানিফা (র.)

ইমাম গাযালি (র.)

ইমাম ইসমাইল বুখারি (র.)

ইমাম জাবির আত-তাবারি (র.)

৩০। পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কে অংকন করেন?

ওমর খৈয়াম

আত-তাবারি

আল মাসুদি

ইবনে খালদুন