পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র SSC পরীক্ষা যশোর বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2016
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

১। আশ-শিফা (الشفاء) শব্দের অর্থ কী?

উপদেশ

নিরাময়

অনুগ্রহ

সম্মানিত

২। আখিরাতের জীবনের প্রথম স্তর হলো-

হাশর

কবর

কিয়ামত

মৃত্যু

৩। কুফর বর্জনীয়। কারণ এর মাধ্যমে-
(i) অনৈতিকতার প্রসার ঘটে।
(ii) সাময়িক শান্তি পাওয়া যায়
(iii) হতাশার প্রসার ঘটে

i

i ও iii

ii ও iii

i, ii ও iii

৪। কাদের পুরস্কার অফুরন্ত ?

সৎকর্মশীল

চরিত্রবান

জ্ঞানী

বুদ্ধিমান

৫। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় কোনটি ?

শিরক

নিফাক

কুফর

ফিসক

৬। হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয় ?

সনদ

রাবি

রেওয়ায়েত

মতন

৭। ইয়ামামার যুদ্ধে ৭০ জন কুরআনের হাফিজ শাহাদত বরণ করেন। এতে হযরত উমর (রাঃ) উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণ-

অনেক সাহাবির শাহাদত বরণ

ইসলাম পরাজয়ের সম্মুখীন

কাফিরদের জয়োল্লাস

কুরআন বিলুপ্তির আশঙ্কা

৮। হিজরি কোন শতক হাদিস সংকলনের স্বর্ণযুগ?

প্রথম

দ্বিতীয়

তৃতীয়

চতুর্থ

৯। "বরং এটি সম্মানিত কুরআন যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে"—আয়াতটি কোন সূরার অন্তর্গত?

বাকারা

আল ইমরান

আল বুরূজ

আন-নিসা

১০। রাসুলুল্লাহ (স.) এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ। ছিল। কারণ -
(i) তখন আল-কুরআন নাযিল হচ্ছিল
(ii) হাদিস ও কুরআনের সংমিশ্রণের আশংকা ছিল
(iii) আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১১। فارجاب(ফারগাব) শব্দের অর্থ কী?

আমি উচ্চ করেছি

আমি প্রশস্ত করেছি

অতঃপর পরিশ্রম করুন

অনন্তর মনোনিবেশ করুন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কুরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস "খ" দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি উহা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।

১২। উক্ত গোশত খাওয়ার ব্যাপারে ইসলামের বিধান কী?

হারাম

হালাল

মাকরূহ

মুবাহ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কুরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস "খ" দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি উহা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।

১৩। মিসেস “খ”এর উক্ত কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে-

হালাল-হারাম বিষয়ক জ্ঞানের যথার্থতা

হালাল-হারাম বিষয়ক জ্ঞানের অজ্ঞতা

হালাল-হারাম বিষয়ে উদাসীনতা

গোশত খাওয়া চরম আকাঙ্ক্ষা

১৪। "কাতিবে ওহি" কত জন?

২৫

৪০

৪২

৪৫

১৫। যারা আল-কুরআনকে চিন্তা গবেষণা করে পড়ে না তাদের অন্তরকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

শূন্য ঘর

তালাবদ্ধ অন্তর

বিরান বাড়ী

পুরাতন দেয়াল

১৬। "আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। আয়াতটি দ্বারা ইসলামি শরিয়তের কোন - উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

কুরআন

হাদিস

ইজমা

কিয়াস

১৭। ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করতে হবে। এটি কোন সুরার শিক্ষা?

আস-শামস

আল-ইনশিরাহ

আদ-দুহা

আত-তীন

১৮। পৃথিবীতে সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা -
(i) শিক্ষকতা
(ii) প্রকৌশলী
(iii) ব্যবসা বাণিজ্য

i

i ও ii

ii ও iii

i, ii ও iii

১৯। কাদের বিরুদ্ধে জিহাদকে জিহাদে বাতিনী বলা হয়?
(i) কাফিরদের
(ii) শয়তানের
(iii) কুপ্রবৃত্তির

i

i ও ii

ii ও iii

i, ii ও iii

২০। "রোযা" কোন ভাষার শব্দ?

আরবি

উর্দু

হিন্দি

ফারসি

২১। ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার?

তিন

পাঁচ

সাত

দশ

২২। রফিক একজন আদর্শ শিক্ষার্থী। তার বৈশিষ্ট্য হলো-
(i) না বুঝে সবকিছু মুখস্থ করা
(ii) সুশৃঙ্খল জীবন-যাপনে অভ্যস্ত হওয়া।
(iii) জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৩। মানুষের প্রতি মানুষের অধিকারকে কত ভাগে ভাগ করা হয়?

পাঁচ

ছয়

সাত

আট

২৪। যায়েদ এমন একটি ইবাদত পালন করে যার মাধ্যমে সে গরিব-দুঃখী মানুষের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। উক্ত ইবাদতটি হলো-

সালাত

সাওম

যাকাত

হজ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব "ম" হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাঈ (দৌড়ানো) করতে পারেননি।

২৫। জনাব "ম" হজের কোন বিধানটি পালন করেননি?

ফরজ

ওয়াজিব

সুন্নত

মুস্তাহাব

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব "ম" হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে সাঈ (দৌড়ানো) করতে পারেননি।

২৬। জনাব "ম" কীভাবে তাঁর কাফফারা দিবেন?

মাথা কামিয়ে

বিদায়ী তাওয়াফ করে

গরিবদের দান কয়রাত করে

দম দিয়ে

২৭। যে ইবাদত দ্বারা গরীবের ক্ষুধা অনুভব করা যায় তা হল -

সালাত

সাওম

যাকাত

হজ

২৮। যারা দেশকে ভালবাসে না তারা -
(i) দেশদ্রোহী
(ii) অকৃতজ্ঞ
(iii) অধার্মিক

i

i ও ii

ii ও iii

i, ii ও iii

২৯। আত্মশুদ্ধির আরবি প্রতিশব্দ হলো -

তাসমিয়াহ

তাযরিয়াহ

তালবিয়াহ

তাযকিয়াহ

৩০। মিজান খোদাভীরু হতে চায়। সেজন্য সর্বাগ্রে তাকে চর্চা করতে হবে -

সত্যবাদিতার

তাকওয়ার

মানবসেবার

শালীনতার

৩১। “ সুন্দর চরিত্রই পূণ্য- কে বলেছেন?

আল্লাহ তা"য়ালা

আরবি প্রবাদ

মহানবি (সা.)

মুসলিম মনীষী

৩২। "হুজ্জাতুল ইসলাম" নামে প্রসিদ্ধ ছিলেন কোন মনীষী?

ইমাম গাযালি (র.)

ইবনে জারির তাবারি (র.)

ইবনে তাইমিয়াহ (র.)

খাজা মঈনুদ্দীন চিশতী (র.)

৩৩। জাহেলিয়া যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে?

সামাজিক ব্যবস্থা

অর্থনৈতিক ব্যবস্থা

সংস্কৃতিক চর্চা

ধর্মীয় ব্যবস্থা

৩৪। "আদর্শ" কে আরবিতে কী বলে ?

(إيداع) (আমানত)

(النجفط) (নাজাফাত)

(فتنة) (ফিতনা))

(نشأ) (উছওয়া)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বন্দর জামে মসজিদের খতিব সাহেব উপস্থিত মুসুল্লিদের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে জনাব "ক" তাঁর সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেন।

৩৫। জনাব "ক" কার্যক্রমের সাথে "খোলাফায়ে রাশেদুনের" কোন খলিফার কার্যক্রম সাদৃশ্যপূর্ণ?

হযরত আবু বকর (রা)

হযরত উমর (রা)

হযরত উসমান (রা)

হযরত আলি (রা)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বন্দর জামে মসজিদের খতিব সাহেব উপস্থিত মুসুল্লিদের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে জনাব "ক" তাঁর সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেন।

৩৬। উল্লিখিত খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য হলো-
(i) বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন
(ii) কঠোরহস্তে ভণ্ড নবিদের দমন করেন
(iii) আল-কুরআনকে গ্রন্থাকারে প্রকাশ করেন

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৩৭। "কিতাবুল মানাযির" গ্রন্থখানি কোন বিষয়ের উপর রচিত?

রসায়ন

গণিত

চিকিৎসা বিজ্ঞান

দৃষ্টিবিজ্ঞান

৩৮। কোন খলিফার শাসন সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়?

হযরত আবু বকর (রা)

হযরত উমর (রা)

হযরত উসমান (রা)

হযরত আলি (রা)