পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2017

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2017
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

১। "আল-বুরহান" শব্দের অর্থ কী?

সত্য

জ্যোতি

পথ নির্দেশ

সুস্পষ্ট প্রমাণ

২। আল্লাহ তায়ালার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন?

মানুষ

জ্বীন

ফেরেশতা

উদ্ভিদ

৩। সকল সৃষ্টির মধ্যে কারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী ?

মানবকুল

ফেরেশতাগণ

জ্বীন শ্রেণি

নবি-রাসুলগণ

৪। আল্লাহ তায়ালা বলেন, “আর আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব।" এখানে কিয়ামতের দিন বলতে বুঝানো হয়েছে -

প্রলয় দিবসকে

পরকালকে

বিচার দিবসকে

পুনরুত্থান দিবসকে

৫। নিম্নে কাদের জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়?

পাপী মোমিনদের

দুর্বল মুসলিমদের

কাফিরদের

মুশরিকদের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মতলেব সাহেব মনে করেন আল্লাহ তায়ালা ফেরেশতাদের সহযোগিতা নিয়ে এ মহা বিশ্বজগৎ পরিচালনা করছেন।

৬। মতলেব সাহেবের এ ধরনের বিশ্বাসের ফলে, তাকে বলা যায়

কাফির

মুশরিক

মুনাফিক

ফাসিক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মতলেব সাহেব মনে করেন আল্লাহ তায়ালা ফেরেশতাদের সহযোগিতা নিয়ে এ মহা বিশ্বজগৎ পরিচালনা করছেন।

৭। এমতাবস্থায় মতলেব সাহেবের করণীয়-
(i) পুনরায় ইমান গ্রহণ করা
(ii) খাঁটি অন্তরে তাওবা করা
(iii) আর কখনও অনুরূপ ধারণা না করার সিদ্ধান্ত নেয়া

i

ii

ii ও iii

i, ii ও iii

৮। শরীয়তের উৎস কয়টি ?

৯। জামিল মিয়া ছাড়া অফিসের সকলে মৃত হামেদ মিয়ার জানাযায় অংশগ্রহণ করে। জামিল মিয়া-

ফরজ লঙ্ঘন হয়েছে

ওয়াজির লঙ্ঘন হয়েছে

সুন্নত লঙ্ঘন হয়েছে

কোনো বিধান লঙ্ঘন হয়নি।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আজমত সাহেব নিজের নামে একটি বকরী কুরবানি করেন। সম্পূর্ণ গোশত নিজেরা খাবেন বলে সিদ্ধান্ত নেন। পাশের বাড়ির পিতামাতা হারা অসহায় রেবেকা একটু গোশত ভিক্ষা চাইলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন।

১০। আজমত সাহেবের কুরবানি করার কাজটি-
(i) পূর্ণরূপে শরিয়ত মোতাবেক হয়েছে
(ii) শরিয়তের আংশিক নিয়ম মেনে করা হয়েছে
(iii) শিরক পদ্ধতিতে করা হয়েছে

i

ii

iii

i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আজমত সাহেব নিজের নামে একটি বকরী কুরবানি করেন। সম্পূর্ণ গোশত নিজেরা খাবেন বলে সিদ্ধান্ত নেন। পাশের বাড়ির পিতামাতা হারা অসহায় রেবেকা একটু গোশত ভিক্ষা চাইলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন।

১১। রেবেকার সাথে দুর্ব্যবহারের মাধ্যমে আজমত সাহেব কোন সূরার শিক্ষা লঙ্ঘন করেছেন?

সূরা আশ-শামস

সূরা আদ্-দুহা

সূরা আত্‌-তীন

সূরা আল-ইনশিরাহ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আজমত সাহেব নিজের নামে একটি বকরী কুরবানি করেন। সম্পূর্ণ গোশত নিজেরা খাবেন বলে সিদ্ধান্ত নেন। পাশের বাড়ির পিতামাতা হারা অসহায় রেবেকা একটু গোশত ভিক্ষা চাইলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন।

১২। আজমত সাহেবের কুরবানির কাজের মাধ্যমে তাকে কী বলা যায় ?

মুশরিক

মুনাফিক

কাফির

ফাসিক

১৩। হযরত যায়দ (রা.) কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন?

দুইটি

তিনটি

চারটি

পাঁচটি

১৪। শরীয়ত বলতে বোঝায় -

ইসলামিক কার্যনীতি

ইসলামের জ্ঞান-বিজ্ঞান

ইসলামের নৈতিকতা

ইসলামের আকিদা-বিশ্বাস

১৫। আল্লাহ তায়ালা বলেন, “আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ।”- এ আয়াত দ্বারা বুঝা যায় আল-কুরআন -

শরীয়তের প্রধান উৎস

সর্বশেষ আসমানী গ্রন্থ

সকল প্রকার সন্দেহমুক্ত

একটি ব্যাখ্যা গ্রন্থ

১৬। কোন ইবাদত মুমিনকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে ?

হজ

সাওম

যাকাত

সালাত

১৭। "হজ" শব্দের আভিধানিক অর্থ হলো-

জিয়ারত করা

প্রার্থনা করা

একত্রিত হওয়া

ইচ্ছা করা

১৮। নাজির সাহেব বুঝতে পেরেছেন যে, তিনি অধিকাংশ সময়ে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কু-প্রবৃত্তির তাড়নায় মন্দ ও পাপের কাজে লিপ্ত হচ্ছেন। তিনি এ অবস্থা থেকে মুক্ত হতে চান। তাকে এখন -

বেশি-বেশি দান-সদাকা করতে হবে

বেশি-বেশি সাওম পালন করতে হবে

ভালো মানুষের সাথে মিশতে হবে

কোনো জ্ঞানী ব্যক্তি থেকে উপদেশ নিতে হবে

১৯। "নামায" কোন ভাষার শব্দ?

আরবি

উর্দু

ফারসি

হিন্দি

২০। "ইবাদত" বলতে বুঝায় -

সালাত আদায় করা

ধ্যানমগ্ন থাকা

আত্মসমর্পণ করা

ইসলামের বিধান মেনে চলো

২১। সুদের আরবি প্রতিশব্দ কী?

হাসাদ

রিবা

রিশওয়াত

ফিতনা

২২। "তাক্ওয়া" বলতে বুঝায়
(i) পাপাচার থেকে নিজেকে রক্ষা করা
(ii) আল্লাহর সামনে জবাবদিহির ভয় করা
(iii) কু-প্রবৃত্তি থেকে বেঁচে থাকা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২৩। “মায়ের পদতলে সন্তানের বেহেশত"। এ হাদিস থেকে বুঝা যায়, জান্নাত পাওয়া যাবে কীসের দ্বারা-

মায়ের পায়ের নিচে

মায়ের সেবার মাধ্যমে

মায়ের পা জড়িয়ে

মায়ের অনুমতিক্রমে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মারিয়া শ্রেণিতে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় তার বান্ধবী শাকিলা সহ্য করতে না পেরে মারিয়ার সাথে কথা বন্ধ করে দিয়েছে। এমনকি সে মারিয়ার দোষ-ত্রুটির কথা অন্যের কাছে বলে বেড়াচ্ছে।

২৪। মারিয়ার ভাল ফলাফল সহ্য করতে না পারায় শাকিলার মধ্যে প্রকাশ পেয়েছে-

হিংসা

প্রতারণা

ফিতনা-ফাসাদ

গিবত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মারিয়া শ্রেণিতে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় তার বান্ধবী শাকিলা সহ্য করতে না পেরে মারিয়ার সাথে কথা বন্ধ করে দিয়েছে। এমনকি সে মারিয়ার দোষ-ত্রুটির কথা অন্যের কাছে বলে বেড়াচ্ছে।

২৫। মারিয়ার দোষ-ত্রুটি অন্যের কাছে বলার কারণে তাকে বলা যায়-

ফাসাদ সৃষ্টিকারী

চোগলখোর

গিবতকারী

খেয়ানতকরী

২৬। যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার কী নেই?

দীন

ইমান

চরিত্র

আমানত

২৭। হাসান ইবনে হায়সাম নিচের কোন গ্রন্থের লেখক?

মু"জাযুল বুলদান

আল-জামি

কুল্লিয়াত

কিতাবুল মানাযির

২৮। “আল-বিরুনি" কত খ্রিষ্টাব্দে ইন্তিকাল করেন?

১১১১ খ্রি.

১০৪৮খ্রি.

৯২৫ খ্রি.

৮১৫ খ্রি.

২৯। রাসুল (স.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন?

৬২২ খ্রি.

৬২৩খ্রি.

৬৩২ খ্রি.

৬৩৩খ্রি.

৩০। "উছওয়াতুন হাসানাহ" বলতে বুঝায়-

সুন্দর বৈশিষ্ট্য

অনুকরণীয় রীতি-নীতি

উদার নীতি

সুন্দর আদর্শ