পরীক্ষা গণিত প্রশ্নপত্র SSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2019
গণিত - 109

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। A = {x ∈ N : 3 ≤ x ≤ 7 হলে-
(i) A সেটে মৌলিক সংখ্যা 3 টি
(ii) P(A) এর উপাদান সংখ্যা 16
(iii) A সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2 টি

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২। যদি A = {a, b, c}, B = {b, c, d} হয় তবে A\B নিচের কোনটি?

{ a }

{ b }

{ a, b, c, d}

{ b, c}

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


a² + 4a - 1 = 0

৩। a + ¹/a এর মান কত? [যখন a > 0]

2√3

√14

3√2

2√5

৪। (√5)ˣ⁺¹ = (³√5)²ˣ⁻¹ হলে, x এর মান কত?

¹/7

⁵/7

1

5

৫। কোন শর্তে a⁰ = 1?

a ≠ 0

a > 0

a < 0

a = 0

৬। A = 15° হলে-
(i) tan 3A = √2 sin 3A
(ii) cot 4A = ¹/√3
(iii) sin 4A = cos 2A

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৭। 5 + 7 + 9 + 11 + ‥‥‥ ধারাটির 12 তম পদ কত?

27

29

192

194

৮। p + q + r + s + ‥‥‥ গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক?

q - p = s - r

p/q = s/r

q/p = s/r

p - q = r - s

৯। একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 12 সে.মি. ও 15 সে.মি.। এর ক্ষেত্রফল কত?

45 বর্গ সে.মি.

90 বর্গ সে.মি.

180 বর্গ সে.মি.

360 বর্গ সে.মি.

১০। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৪০ মিটার। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়লে-
(i) প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে ৪৪ মিটার
(ii) এর ক্ষেত্রফল বাড়বে 21%
(iii) এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে 10√2 মিটার

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১১। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত?

4.89 মিটার

14.69 মিটার

19.59 মিটার

72.00 মিটার

১২। একটি সিলিন্ডারের উচ্চতা ৪ সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 4 সে.মি. হলে-
(i) এর সমগ্রতলের ক্ষেত্রফল 301.59 বর্গ সে.মি.
(ii) এর বক্রতলের ক্ষেত্রফল 201.53 বর্গ সে.মি.
(iii) এর আয়তন 100.53 ঘন সে.মি.

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii