পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র SSC পরীক্ষা ঢাকা বোর্ড 2015

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

SSC পরীক্ষা - 2015
ইসলাম ও নৈতিক শিক্ষা - 111

১। "নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।"- পবিত্র কুরআনের এ আয়াতখানা কোন সূরার অন্তর্গত ?

সূরা আল-বাকারাহ

সূরা আলে ইমরান

সূরা আন-নিসা

সূরা আল-মাদিয়া

২। পবিত্র কোরআনে কয়টি সূরা আছে ?

১১২

১১৩

১১৪

১১৫

৩। কোন সূরায় মহান আল্লাহর একত্ববাদের বর্ণনা রয়েছে?

সূরা আদদোহা

সূরা আত্‌-তীন

সূরা আল-মাউন

সূরা আল-ইখলাস

৪। মি. শরীফ সাহেব পবিত্র কুরআনের বাণী নিয়ে উপহাস করেন। তার এ কর্মকাণ্ড কীসের অন্তর্ভুক্ত?

কুফর

ফিসক

নিফাক

শিরক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আওকাত সাহেব মহানবি হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেন এবং তার সমালোচনা করেন।

৫। এরূপ কাজ কার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ?

কাফির

যালিম

মুরতাদ

মুশরিক

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আওকাত সাহেব মহানবি হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেন এবং তার সমালোচনা করেন।

৬। এমতাবস্থায় আওকাত সাহেবের করণীয়-
(i) পুনরায় ইমান আনা
(ii) খাঁটি মনে তাওবা করা
(iii) অনুশোচনায় দগ্ধ হওয়া

i

ii

ii ও iii

i, ii ও iii

৭। মুনকার ও নাকির ফেরেশতাদ্বয় কবরে কাদেরকে তিনটি প্রশ্ন করবেন?

সকল মানুষ

ইমানদারগণ

মুত্তাকিগণ

পাপীগণ

৮। "আল-মাজিদ" শব্দের অর্থ কী?

নিরাময়

সদুপদেশ

সম্মানিত

উপদেশ

৯। ফাহাদ সাহেবের ধারণা নবুওয়্যাতের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ফাহাদ সাহেবের এরূপ ধারণা কোন বিশ্বাসের বিপরীত?
(i) ইমান ও ইসলামের
(ii) খতমে নবুওয়্যাতের
(iii) ইমান ও রিসালাতের

i

ii

i ও ii

i, ii ও iii

১০। শারীরিক সামর্থ্য থাকার পরও হাসান সাহেব রমযানের রোযা পালন করতে অস্বীকার করেন। তার কাজটি কীরূপ?

শিরক

কুফর

নিফাক

যুলুম

১১। মুসলিম মনীষীগণ শরিয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন?

সাতটি

পাঁচটি

চারটি

তিনটি

১২। “অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।” -এ আয়াতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

কুরআন

সুন্নাহ

ইজমা

কিয়াস

১৩। মাদানি সূরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত হয়েছে-

তাওহিদ ও রিসালাত

আখিরাত ও কিয়ামত

শিরক ও কুফর

হালাল ও হারাম

১৪। রমযান মাসে তারাবির নামায বিশ রাকাত হওয়ার তথ্যসূত্র কোনটি?

কুরআন

সুন্নাহ

ইজমা

কিয়াস

১৫। القمر (আল-কামারু) শব্দের অর্থ কী?

সূর্য

চন্দ্র

জ্যোতি

নক্ষত্র

১৬। যে হাদিসের ভাষা রাসুলুল্লাহ (স.) এর এবং ভাব আল্লাহ তায়ালার সেটি কোন ধরনের হাদিস?

মারফু

কুদসি

মাওকুফ

মাকতু

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফাহিম সালাত আদায় করতে গিয়ে রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়।

১৭। ফাহিম শরিয়তের কোন বিধানটি পরিত্যাগ করেছে?

সুন্নাত

মোস্তাহাব

ওয়াজিব

ফরয

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ফাহিম সালাত আদায় করতে গিয়ে রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়।

১৮। ফাহিম যে বিধান লঙ্ঘন করেছে তার অনুরূপ বিধান-
(i) দুই ঈদের সালাত আদায় করা
(ii) বিতরের সালাত আদায় করা
(iii) আযান ও ইকামত

i

i ও ii

iii

i, ii ও iii

১৯। "মকবুল মিয়া রাগের মাথায় তার ছাগলটিকে গলা টিপে হত্যা করে এবং পরে জবাই করে উহার গোশত খায়।” মকবুল মিয়ার কাজটি-

হালাল

হারাম

মুবাহ

মাকরূহ

২০। বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন?

শহিদ

হাফিজ

আলিম

মুমিন

২১। "জ্বিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। "-আয়াতখানা পবিত্র কুরআনের কোন সূরা থেকে নেওয়া হয়েছে?

আয-যারিয়াত

আল-হাশর

আল-জুমুআহ

আল-বায়্যিনাহ

২২। আল্লামা ওয়াকি (রহ.) এর মতে একজন ভালো ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি?

বুঝে শুনে মুখস্থ করা

লজ্জাশীল ও বিনীত হওয়া

সকল পাপ কাজ বর্জন করা

পাঠ তৈরি করে শ্রেণিতে যাওয়া

২৩। হজের ফরয কয়টি?

তিন

চার

পাঁচ

ছয়

২৪। নৈতিকতা বলতে বোঝায়-
(i) সততা ও ন্যায়-অন্যায়বোধ
(ii) সৌজন্যমূলক ও সুন্দর স্বভাব
(iii) সুমধুর বচন ও উন্নত চরিত্র

i

i ও ii

ii ও iii

i, ii ও iii

২৫। হযরত দাউদ (আ.) এর পেশা কী ছিল?

কামার

কৃষি

ব্যবসা

পশু চরানো

২৬। ‘তাযকিয়াতুন নাফস" অর্জন করার মাধ্যম-
(i) তাওবা ও ইসতিগফার
(ii) তাওয়াক্কুল ও যুহদ
(iii) শোকর ও সালাত

i

ii

iii

i, ii ও iii

২৭। জীবিকা অর্জন না করে বসে থাকা ইসলামের কোন বিধানের লঙ্ঘন ?

ফরজ

ওয়াজিব

সুন্নত

নফল

২৮। "হিংসা" শব্দের আরবি প্রতিশব্দ কোনটি?

(الفتنة) (আল-ফিতনাতু)

(الغس) (আল-গাসসু)

(الحسادو) (আল-হাসাদু)

(الربا) (আল-রিবা)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আসলাম ও তার সঙ্গীরা তাদের পাড়ায় একটি সমিতি গড়ে তোলে। সেখান থেকে মানুষকে টাকা ঋণ দিয়ে কিছু টাকা বেশি নেয়। সেই সমিতিতে মাওলানা দৌলতপুরী হিসাবরক্ষক পদে চাকরি করেন।

২৯। আসলামদের এরূপ উদ্যোগ কিসের অন্তর্ভুক্ত?

ব্যবসায়ের

সুদের

সহযোগিতা

ঘুষের

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আসলাম ও তার সঙ্গীরা তাদের পাড়ায় একটি সমিতি গড়ে তোলে। সেখান থেকে মানুষকে টাকা ঋণ দিয়ে কিছু টাকা বেশি নেয়। সেই সমিতিতে মাওলানা দৌলতপুরী হিসাবরক্ষক পদে চাকরি করেন।

৩০। মাওলানা দৌলতপুরীর ইবাদত আল্লাহর নিকট-
(i) গৃহীত
(ii) বর্জনীয়
(iii) প্রশংসনীয়

i

ii

i ও ii

i, ii ও iii

৩১। "নিশ্চয়ই আপনি (নবি সা.) সুমহান চরিত্রের ধারক। "আয়াতখানা কোন সূরা থেকে নেওয়া হয়েছে?

আত-তাওবাহ

আল-কালাম

আল-বুরুজ

আল-কাদর

৩২। ‘নাহি আনিল মুনকার" প্রতিষ্ঠা করার জন্য কোনগুলোর প্রয়োজনীয়তা সর্বাধিক?

সম্মান, ক্ষমতা ও ক্ষমা

অর্থ, খ্যাতি ও উদারতা

হাত, মুখ ও অন্তর

আকিদা, ইলম ও ফযিলত

৩৩। ‘কাওয়ায়েদুল হান্দাসা" কোন বিষয়ের ওপর লিখিত গ্রন্থ?

ভূগোল

গণিত

রসায়ন

পদার্থ

৩৪। "আস সাবউল মুয়াল্লাকাহ" অর্থ কী?

সাতটি ঝুলন্ত গীতি কবিতা

মুখরোচক কাহিনি

প্রবাদ-প্রবচন

আরবদের জীবনলেখ্য

৩৫। আল-জামি গ্রন্থে কোনগুলো আলোচিত হয়েছে?

পদার্থ, রসায়ন ও চিকিৎসা

গণিত, ভূগোল ও জ্যোতির্বিদ্যা

জ্যোতির্বিদ্যা, দর্শন ও চিকিৎসা

তাফসির, হাদিস ও ফিকহ

৩৬। কোনটির পার্শ্বে "জাবালে রহমত" অবস্থিত?

মক্কা শরীফ

মদিনা শরিফ

বদর প্রান্তর

আরাফাতের ময়দান

৩৭। আল-কিন্দি কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?

৮৬৪

৮৭৪

৮৮৪

৮৯৪

৩৮। ইমাম আবু হানিফা (র.) কে ইমাম আজম বা বড় ইমাম বলার কারণ হচ্ছে-

জীবনে ৫৫ বার হজ করা

একাধারে ৩০ বছর রোজা রাখা

ফিক্-হ শাস্ত্রে সর্বাধিক অবদান রাখা

সর্বাধিক সময় ইবাদতে মগ্ন থাকা