পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা সিলেট বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ২য় পত্র - 102

১। "এ"- এই ধ্বনির সঠিক উচ্চারণস্থান কোনটি?

তালু

জিহ্বা মূল

কণ্ঠ ও তালু

মূর্ধা

২। "রবীন্দ্র"-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

রবী + ইন্দ্র

রবি + ঈন্দ্র

রবি + ইন্দ্র

রবী + ঈন্দ্র

৩। কেবল পুরুষবাচক শব্দ কোনটি?

বাঙালি

মানুষ

অকৃতদার

সন্তান

৪। যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে কী বলে?

প্রযোজক ক্রিয়া

অকর্মক ক্রিয়া

অসমাপিকা ক্রিয়া

সকর্মক ক্রিয়া

৫। বিদেশাগত ধাতু কোনটি?

দৃশ্

পড়্

যা

জম্/টান্

৬। কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ?

আমি তাকে ভাত খেতে দেখেছিলাম

আমি ছেলেবেলার কথা ভাবছিলাম

তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে

বাবা প্রতিদিন বাজার করতেন

৭। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

আকাঙ্ক্ষা

আসত্তি

আসক্তি

যোগ্যতা

৮। মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ কোনটি?

যখন বিপদ আসে, তখন দুঃখও আসে

তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না

ছেলেটি গরিব কিন্তু মেধাবী

এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না

৯। বাক্যে সম্বোধনের পরে কোন যতি চিহ্ন বসে?

কমা

সেমিকোলন

কোলন

বিস্ময়চিহ্ন

১০। কোন বানানটি শুদ্ধ হবে?

অটবী

কিংবদন্তী

বিদূষী

কারিগরি

১১। "খিচুড়ি পাকানো"- বাগধারাটির অর্থ কোনটি?

তোষামুদে

মন্দ ভাগ্য

গভীর মহত্ববোধ

জটিল করা