পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ২য় পত্র - 102

১। ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপেই হল-

সাধু রীতি

প্রমিত ভাষারীতি

চলিত রীতি

কথ্যরীতি

২। উচ্চারণস্থান অনুসারে কন্ঠ বর্ণ কোনটি?

৩। নিচের কোনটিতে শব্দের সঠিক উচ্চারণ নির্দেশিত হয়েছে?

মৃগ (মিরিগো)

বিখ্যাত (বিক্-খাতো)

যেন (য্যানো )

শাসন (শাসোন)

৪। "ষড়ানন" এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ষড় + অন

ষড় + আনন

ষট্ + অনন

ষট্ + আনন

৫। "ইনী" স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

জেলেনী

চাকরানী

কাঙালিনী

ডাক্তারনী

৬। "ঈনী" প্রত্যয়যোগে গঠিত লিঙ্গান্তর কোনটি?

কামারনী

অরণ্যানী

ইন্দ্ৰানী

কাঙালিনী

৭। নিচের যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

সাপুড়ে সাপ খেলায়

সাইরেন বেজে উঠল

মিতালি বই পড়ছে

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

৮। প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি ?

আমাকে নিয়ে টানাটানি কোরো না, আমি যাব না

"ওরে ভোঁদর ফিরে চা, খুকুর নাচন দেখে যা।"

তোমার যাওয়া হলে আমাকে বোলো

অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়

৯। কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ?

আমি তাকে ভাত খেতে দেখেছিলাম

আমি ছেলেবেলার কথা ভাবছিলাম

তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে

বাবা প্রতিদিন বাজার করতেন

১০। "ঝমঝম" কিসের ধ্বনির অনুকৃতি?

মানুষের

জীবজন্তুর

বস্তুর

অনুভূতির

১১। ক্রিয়া-বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্যের উদাহরণ কোনটি?

যদি তোর ডাকে শুনে কেউ না আসে, তবে একলা চলো রে"

আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া হয়ে গেছে

যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে

যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে

১২। একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে কী বসে?

বিকল্পচিহ্ন

হাইফেন

ড্যাস

উদ্ধরণ চিহ্ন

১৩। "পুলিশের চোখ আসামির দিকে"- বাক্যে "চোখ" শব্দটি কী অর্থে প্রয়োগ করা হয়েছে?

আঁখি

লজ্জা

ভয়

দৃষ্টি

১৪। "উজানের কই" বাগধারাটির অর্থ কী?

দলভুক্ত

সহজলভ্য

দলপতি

শক্তপ্রাণ