পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2016
বাংলা ২য় পত্র - 102

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। ভাষাকে কিসের বাহন বলা হয়?

ভাবের

অন্তরের

ধ্বনির

কাজের

২। কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়?

মুখের সাহায্যে

বাকযন্ত্রের

প্রযুক্তির সাহায্যে

ফুসফুসের

৩। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?

প্রথম

দ্বিতীয়

চতুর্থ

পঞ্চম

৪। "সন্ধি" শব্দের অর্থ কী?

চুক্তি

আত্মীয়তা

মিলন

সন্দেহ

৫। বাংলা শব্দের স্বরসন্ধি নিচের কোনটি?

নবান্ন

অতীত

মিথ্যুক

যথোচিত

৬। যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে কী বলে?

ব্যঞ্জনসন্ধি

স্বরসন্ধি

বিসর্গ সন্ধি

নিপাতনে সিদ্ধ সন্ধি

৭। "হিম" শব্দের বিপরীত লিঙ্গ কোনটি?

হিমু

হিমাদ্রি

হিমানী

হিমসী

৮। কোন শব্দের লিঙ্গান্তর হয় না?

মানী

নেতা

পতি

কৃতদার

৯। ধাতুর শেষে কী যুক্ত হচ্ছে তা ক্রিয়াপদ হয়?

উপসর্গ

অনুসর্গ

প্রত্যয়

বিভক্তি

১০। নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?

মা খেতে ডেকেছেন

আমি ইংরেজি পড়া শেষ করেছি

ছেলেরা ফুটবল খেলছে

আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই

১১। অনুকার শব্দ ধ্বন্যাত্মক শব্দেরই-

প্রতিরূপ

অনুরূপ

রকমভেদ মাত্র

রকমফের মাত্র

১২। হাতিগুলো আকাশে উড়ছে- বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

আসত্তির

আকাঙ্ক্ষার

যোগ্যতার

গঠনের

১৩। একটি উদ্দেশ্য ও একটি বিধেয় যদি অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

খণ্ডবাক্য

খণ্ডিত বাক্য

অংশবাক্য

অংগবাক্য

১৪। নিচের কোন বানানটি সঠিক?

ইরাকি

তুর্কী

জানুয়ারী

লাইব্রেরী