পরীক্ষা বাংলা ২য় পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা কমিল্লা বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ২য় পত্র - 102

১। কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য?

চটুল

কৃত্রিম

জীবন্ত

পরিবর্তনশীল

২। ব্যঞ্জনবর্ণের ফলা-চিহ্ন কয়টি?

পাঁচটি

ছয়টি

সাতটি

আটটি

৩। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?

মিথ্যুক

কাঁচকলা

দিগন্ত

উচ্ছেদ

৪। "নীরব" শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কী?

নিঃ + অব

নিঃ + রব

নীঃ + অব

নীঃ + রব

৫। কোনটির স্ত্রীবাচক শব্দ "ইনী" প্রত্যয়যোগে গঠিত হয়?

চাকর

বাঘ

কামার

জেলে

৬। নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

সাপুড়ে সাপ নাচায়

রাখাল গরু চরায়

সে গেয়ে উঠল

মিরাজ মাঠে খেলছে

৭। মৌলিক ধাতুর অপর নাম কী?

সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু

ণিজন্ত ধাতু

নাম ধাতু

প্রযোজক ধাতু

৮। "ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে"- কোন কালের উদাহরণ?

সাধারণ অতীত

নিত্যবৃত্ত অতীত

সাধারণ বর্তমান

পুরাঘটিত বর্তমান

৯। ভবিষ্যৎকালের অনুজ্ঞা কোনটি?

কাজটি করো

মিথ্যা বলো না

আদেশ করুন

সত্যি বলবে

১০। অনুভূতির কাল্পনিক অনুকৃতি কোনটি?

ঝমঝম করে বৃষ্টি নামল

ভয়ে গা ছমছম করছে

কুহু কুহু রবে কোকিল ডাকে

মেয়েটি গুনগুন করে গাইছে

১১। গঠন অনুসারে বাক্য কত প্রকার?

দুই প্রকার

তিন প্রকার

চার প্রকার

পাঁচ প্রকার

১২। কোন বিরামচিহ্নটি বাক্যের শেষে ব্যবহৃত হয়?

কমা

সেমিকোলন

হাইফেন

বিস্ময় চিহ্ন

১৩। কোন বানানটি শুদ্ধ?

বিষম

আশীষ

অগ্রহায়ন

কস্তুরী

১৪। "সহজলভ্য" অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?

উজানের কই

ইদুর কপালে

ব্যাঙের আধুলি

তামার বিষ