পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা সিলেট বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

১। "অতিথির স্মৃতি" গল্পের লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?

নিম্নবিত্ত

মধ্যবিত্ত

উচ্চবিত্ত

উচ্চমধ্যবিত্ত

২। "পড়ে পাওয়া" গল্পে পড়ে পাওয়া বাক্সটি কোন রঙের ছিল?

কালো

সবুজ

লাল

সাদা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শিপন শ্মশান ঘাট থেকে রাতে বাড়ি ফেরার পথে সাদা কাপড় পরা কী একটা দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে জ্ঞান ফেরানোর পর সাথে নিয়ে সেখানে গিয়ে দেখে একটা কলা গাছে শুকনো পাতা ঝুলছে যা রাতের বেলা আলো পড়ে সাদা মনে হয়েছিল।

৩। উদ্দীপকের শিপন "তৈলচিত্রের ভূত" গল্পের কোন চরিত্রকে নির্দেশ করে?

পরাশর ডাক্তার

পরেশ

নগেন

নগেনের মামা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শিপন শ্মশান ঘাট থেকে রাতে বাড়ি ফেরার পথে সাদা কাপড় পরা কী একটা দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে জ্ঞান ফেরানোর পর সাথে নিয়ে সেখানে গিয়ে দেখে একটা কলা গাছে শুকনো পাতা ঝুলছে যা রাতের বেলা আলো পড়ে সাদা মনে হয়েছিল।

৪। উক্ত সাদৃশ্যের কারণ-
(i) কুসংস্কারাচ্ছন্নতা
(ii) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব
(iii) শিক্ষার অভাব

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে "ইন্টারন্যশনাল মেমোরি অব্ দ্য ওয়ার্ল্ড" রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় কত সালে?

২০১৬

২০১৭

২০১৮

২০১৯

৬। মসলিন কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন"- এখানে "শিল্পী মন" বলতে বোঝায়—

সৌন্দর্যবোধ

আন্তরিকতা

অভিজ্ঞতা

সময়নিষ্ঠা

৭। চট্টগ্রামের বান্ডেল রোড কাদের স্মৃতি বহন করে?

পর্তুগিজদের

বড়ুয়াদের

ইংরেজদের

ফুঙ্গিদের

৮। "মোরগের লড়াই" সাধারণত কোন এলাকার খেলা?

মানিকগঞ্জ

মুন্সিগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়া

নেত্রকোনা

৯। "অপভ্রংশ" বলতে কী বোঝায়?

পরিমার্জিত

পরিশীলিত

দুর্বোধ্য

বিকৃত

১০। "কেউ মালা, কেউ তসবি গলায়"— এই চরণে কী প্রকাশ পেয়েছে?

জাতের ভিন্নতা

বর্ণের বৈষম্য

মানুষের বৈষম্য

কর্মের ভিন্নতা

১১। "বঙ্গভূমির প্রতি" কবিতায় "লোকে যারে নাহি ভুলে"- এ চরণে প্রাধান্য পেয়েছে-

ধর্ম

কর্ম

বংশ

জাত

১২। উপেন কখন তার নিজ গ্রামে পৌঁছেছিল?

সকালে

সন্ধ্যায়

প্রথম প্রহরে

দ্বিতীয় প্রহরে

১৩। "পাছে লোকে কিছু বলে" কবিতা অনুসারে মানুষ কিসের সমালোচনা করে?

কাজের

বয়সের

জাতের

ধর্মের

১৪। "প্রার্থনা" কবিতায় "তব স্নেহ কণা জগতের"-

আয়ু

বায়ু

প্রসাদ

সুখ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।"

১৫। উদ্দীপকে ফুটে ওঠা ভাব নিচের কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?

বাবুরের মহত্ত্ব

দুই বিঘা জমি

রুপাই

প্রার্থনা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।"

১৬। ফুটে ওঠা ডাবটির ভিত্তি হচ্ছে-
(i) মহানুভবতা
(ii) মানবপ্রেম
(iii) মানবিক মূল্যবোধ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৭। রূপাইয়ের শরীরকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

জালি লাউয়ের ডগা

তমাল তরু

রঙিন ফুল

কাঁচা ধানের পাতা