পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা রাজশাহী বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

১। "অতিথির স্মৃতি" গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতো যাকে দেখে সে হলো-

পা ফুলো অল্পবয়সী একদল মেয়ে

একটি দরিদ্র ঘরের মেয়ে

রাতব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি

একটি শক্তি-সামর্থ্যহীন কুকুর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিদ্যালয় কর্তৃপক্ষ রাতের বেলা এস, এম, এস এর মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেয় যে, আগামীকাল সকাল ১০.০০ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখল যে, কর্তৃপক্ষের পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ নেই।

২। বিদ্যালয় কর্তৃপক্ষ "ভাব ও কাজ" প্রবন্ধের কাদের প্রতিনিধিত্ব করে?

ভাবের বাঁশিবাদক

নিঃস্বার্থ ত্যাগী ঋষি

দস্তুরমত সাপুড়ে

ঘুমকাতর কুণ্ডকর্ণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বিদ্যালয় কর্তৃপক্ষ রাতের বেলা এস, এম, এস এর মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেয় যে, আগামীকাল সকাল ১০.০০ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখল যে, কর্তৃপক্ষের পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ নেই।

৩। উদ্দীপকের আলোকে বিদ্যালয় কর্তৃপক্ষের অভাব ছিল-
(i) ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তির
(ii) বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতনতার
(iii) মহৎ কাজে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানে

i

ii

i ও ii

ii ও iii

৪। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন কোথায়?

জাতীয় পরিষদে

গোল টেবিলের বৈঠকে

সোহরাওয়ার্দী উদ্যানে

সেনা ছাউনিতে

৫। "সুখী মানুষ" নাটিকায় বয়োজ্যেষ্ঠ চরিত্র কোনটি?

রহমত

হাসু

মোড়ল

কবিরাজ

৬। কোথা থেকে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে?

পশ্চিমবঙ্গ

আরাকান

চট্টগ্রাম

বার্মা

৭। বৈদিক সংস্কৃত ভাষার সময়কাল কোনটি?

খ্রিস্টপূর্ব ১৪০০ অব্দ থেকে ৮০০ অব্দ

খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দ থেকে ৮০০ অব্দ

খ্রিস্টপূর্ব ১০০০ অব্দ থেকে ৪০০ অব্দ

খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ থেকে ৪০০ অব্দ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারি সমান রাঙা।"

৮। উদ্দীপকের সাথে ভাবগত মিল রয়েছে যে কবিতার-

মানবধর্ম

নারী

পাছে লোকে কিছু বলে

আবার আসিব ফিরে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারি সমান রাঙা।"

৯। উক্ত সাদৃশ্যের ভিত্তি নিচের কোনটি?

নারী-পুরুষের সমতা

কাজে সংশয়হীনতা

গভীর দেশপ্রেম

মানব মূল্যবোধ

১০। "মানস" একটি কিসের নাম?

লাল পদ্ম

সরোবর

তামরস

অমরতা

১১। "প্রার্থনা" কবিতায় বিধাতার দুয়ারে কবি কী নিয়ে দাঁড়িয়েছেন?

শূন্য হাতে

সম্বল নিয়ে

শোকানলসহ

অবসাদ নিয়ে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


এক যুবক দানবীর হাতেমকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ঘটনাচক্রে হাতেমের মহানুভবতায় মুগ্ধ হয়ে যুবক তাঁকে হত্যা না করে ফিরে আসেন।

১২। উদ্দীপকের হাতেমের সাথে তোমার পঠিত কোন চরিত্রের মিল আছে?

রণবীর চৌহান

সংগ্রাম সিং

সম্রাট বাবুর

বাদশা লোদি

১৩। "পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই" চরণটির সাথে নিচের কোন প্রবাদটি সামঞ্জস্যপূর্ণ?

সবুরে মেওয়া ফলে

অধিক সন্ন্যাসীদের গাজল নষ্ট

ইটটি মারলে পাটকেলটি খেতে হয়

ধর্মের কল বাতাসে নড়ে

১৪। "নারী" কবিতায় নারীর কোন দিকটি ফুটে উঠেছে?
(i) শ্রদ্ধাশীলতা
(ii) অধিকারবোধ
(iii) অবদান

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৫। কবি জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার কোথায় ফিরে আসতে চেয়েছেন?

ডাঙায়

বাতাসে

ডালে

ঘরে

১৬। কী দিয়ে কবি কেতাব কোরান লেখেন?

কালো দাঁতের কালি

কালো চোখের তারা

জলি লাউয়ের ডগা

নবীন তৃণের ছায়া