পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা যশোর বোর্ড 2017

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2017
বাংলা ১ম পত্র - 101

১। "অতিথির স্মৃতি" গল্পে মালিনীর প্রতি কাদের দরদ বেশি ছিল?

চাকরদের

প্রতিবেশীদের

লেখকের

অতিথির

২। কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?

নিজের স্বার্থসিদ্ধির জন্য

মানুষের কল্যাণের জন্য

ভাববাদী হওয়ার জন্য

বস্তুবাদী হওয়ার জন্য

৩। বালকদের মন থেকে ভূতের ভয় চলে গিয়েছিল কেন?

মেঘের প্রচন্ড আওয়াজে

ডাবল টিনের বক্স পেয়ে

প্রাপ্ত বক্স ফেরত দেওয়ার আনন্দে

আম কুড়ানোর আনন্দে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


কয়েকদিন থেকে গভীর রাতে জাহিদের ঘুম ভেঙ্গে যায়। মনে হয় অন্ধকার ঘরে কে যেন হাঁটাহাঁটি করছে। বাতি জ্বালানেই হাঁটাহাটি থেমে যায়। ঘরে আবার ভূত এলো কি- এই ভয় তাকে পেয়ে বসে।

৪। উদ্দীপকের জাহিদের সাথে "তৈলচিত্রের ভূত" গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

পরেশ

পরাশর ডাক্তার

নগেন

নগেনের মামিমা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়
জ্বলে-পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

৫। উদ্ধৃত চরণগুলোতে "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" রচনার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

দৃঢ় অঙ্গীকার

স্বাধীনতার ডাক

অধিকার প্রতিষ্ঠা

আপোষহীন মনোভাব

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়
জ্বলে-পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

৬। প্রতিফলিত দিকটির সাথে সংগতিপূর্ণ উক্তি-

তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো

এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম

রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব

সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না

৭। নকশি কাঁথার প্রতিটি সুচের ফোঁড়ের মধ্যে ফুটে উঠেছে —
(i) এক একটি পরিবারের কাহিনি
(ii) শিল্প নৈপুণ্য
(iii) রং-বেরঙের নকশা

i

i ও ii

ii ও iii

i, ii ও iii

৮। "সুখী মানুষ" নাটিকায় কয়টি দৃশ্য বিদ্যমান?

একটি

দুটি

তিনটি

চারটি

৯। সকল শিল্পীর নৈতিক দায়িত্ব কোনটি?

সুন্দর করে ছবি আঁকা

মানসম্মত ভাস্কর্য তৈরি করা

দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা ভরা

নিজের শিল্পকর্মকে ভালোবাসা

১০। আলাওল কোন শতকের কবি?

চতুর্দশ

পঞ্চদশ

ষোড়শ

সপ্তদশ

১১। বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কী নিহিত রয়েছে?

আমাদের অর্থনৈতিক উন্নতি

আমাদের রাজনৈতিক মুক্তি

আমাদের স্বকীয়তা

আমাদের ব্যক্তি স্বাধীনতা

১২। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে?

গৌড়ী প্ৰাকৃত

মাগধী প্ৰাকৃত

সংস্কৃত

সৌরসেনী প্রাকৃত

১৩। "মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান"— পুঙক্তিতে "মানবধর্ম" কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(i) সাম্প্রদায়িক চেতনা
(ii) অসাম্প্রদায়িক চেতনা
(iii) মানুষের জয়গান

i ও ii

ii ও iii

iii

i, ii ও iii

১৪। "বঙ্গভূমির প্রতি" কবিতায় "জীব-তারা যদি খসে" চরণটিতে কী বোঝানো হয়েছে?

জীবনের সৌন্দর্য

জীবের প্রতি দয়া

জীবনের গতিময়তা

জীবনের অবসান

১৫। "দুই বিঘা জমি" কবিতায় উপেন চরিত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে-
(i) স্মৃতিকাতরতা
(ii) দেশপ্রেম
(iii) প্রতিবাদমুখরতা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৬। "প্ৰাৰ্থনা" কবিতায় "বিভো" শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

সৃষ্টিকর্তা

জীবনদাতা

শান্তিদাতা

মুক্তিদাতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নদীর তীরে হাঁটার সময় চেঁচামেচি শুনে চেয়ারম্যান সাহেব এগিয়ে গিয়ে দেখেন একটি ছোট মেয়ে পানিতে পড়ে গিয়েছে। কেউ তাকে উদ্ধারের চেষ্টা করছে না। চেয়ারম্যান সাহেব নদীতে ঝাঁপ দিয়ে মেয়েটিকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন।

১৭। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কোন দিক দিয়ে "বাবুরের মহত্ত্ব" কবিতার বাবুরের সাথে তুলনীয়?
(i) মহানুভবতা
(ii) মানবিক মূল্যবোধ
(iii) মানবপ্রেম

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নদীর তীরে হাঁটার সময় চেঁচামেচি শুনে চেয়ারম্যান সাহেব এগিয়ে গিয়ে দেখেন একটি ছোট মেয়ে পানিতে পড়ে গিয়েছে। কেউ তাকে উদ্ধারের চেষ্টা করছে না। চেয়ারম্যান সাহেব নদীতে ঝাঁপ দিয়ে মেয়েটিকে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন।

১৮। উক্ত দিকের সাথে সংগতিপূর্ণ চরণ কোনটি?

পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি ফিরিয়া আসিল বীর

শোণিতে তাহার ক্ষালিত করিবে চিতোরের অপমান

বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে

প্রাণ-রক্ষকই হইলে আমার, প্রাণের ঘাতক নও

১৯। ইটটি মারলে, পাটকেলটি খেতে হয়- এ প্রবাদটির সাথে নিচের কোন চরণটির ভাবের মিল রয়েছে?

কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি,

যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী

কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কা বাজি

পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই

২০। চাষার ছেলের বাহু দুটি দেখতে কেমন?

জালি লাউয়ের ডগার মতো

শাওন মাসের তমালতরুর মতো

কাঁচা ধানের পাতার মতো

শাল-সুন্দি-বেতের মতো

২১। "নদীর স্বপ্ন" কবিতায় কিশোর কানাই নিজেকে কিসের সাথে তুলনা করেছে?

আকাশের রানির সাথে

পদ্মার রাজার সাথে

নৌকার মাঝির সাথে

আকাশের পাখির সাথে

২২। "অগ্নিপিন্ড" শব্দটির অর্থ নিচের কোনটি?

আগুনের উত্তাপ

আগুনের গোলা

আগুনের শিখা

আগুনের ধোঁয়া