পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা বরিশাল বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

১। "ভজন" শব্দের অর্থ কী?

প্রার্থনা

প্রার্থনামূলক গান

আরাধনা

মুনাজাত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আকাশ সাহের কবুতর পোষেন। খাবার নিয়ে বাক-বাকুম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। আকাশ সাহেবের দুঃখ-কষ্ট মনোভাব বুঝতে চেষ্টা করে।

২। উদ্দীপকে "অতিথির স্মৃতি" গল্পের কেন দিকটিকে ইঙ্গিত করে?

মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ

মানুষের প্রতি মমত্ববোধ

মালির প্রতি মমত্ববোধ

মালির বউয়ের প্রতি মমত্ববোধ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আকাশ সাহের কবুতর পোষেন। খাবার নিয়ে বাক-বাকুম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। আকাশ সাহেবের দুঃখ-কষ্ট মনোভাব বুঝতে চেষ্টা করে।

৩। উদ্দীপকের মূলভাব "অতিথির স্মৃতি" গল্পে যেভাবে প্রতিফলিত হয়েছে—
(i) স্মৃতিকাতরতা
(ii) স্বাস্থ্য সচেতনতা
(iii) মনুষ্যত্ববোধ

i

i ও ii

i ও iii

i, ii ও iii

৪। "পড়ে পাওয়া" পদ্মটি লেখকের কোন ধরনের রচনা?

ছোট গল্প

কিশোর গল্প

উপন্যাস

নাটক

৫। নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

মাসির

পিসির

মামার

দাদার

৬। "সুখী মানুষ" নাটিকায় রহমতের বয়স কত বছর?

২০

২৫

৩০

৩৫

৭। কোন হোটেলে লেখকের জায়গা হলো না?

ইউনাইটেড

কাউখান

মিরাডং

আয়খাইন

৮। কত হিজরিতে বাংলা সন চালু হয়?

৯৯০ হিজরিতে

৯৯১ হিজরিতে

৯৯২ হিজরিতে

৯৯৩ হিজরিতে

৯। কোন ভাষা বাংলার জননী?

প্রাকৃত ভাষা

সংস্কৃত ভাষা

গৌড়ী প্রাকৃত ভাষা

গৌড়ী অপভ্রংশ ভাষা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ওরে আমার মা-জননী জন্মভূমি বাঙলারে
তোর মত আর পুণ্যবর্তী ভাগ্যবর্তী বল মা কে?

১০। উদ্দীপকে এবং "বঙ্গভূমির প্রতি" কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে?

প্রকৃতপ্রেম

ভাষাপ্রেম

মাতৃভক্তি

দেশপ্রেম

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


ওরে আমার মা-জননী জন্মভূমি বাঙলারে
তোর মত আর পুণ্যবর্তী ভাগ্যবর্তী বল মা কে?

১১। উদ্দীপকে বিবৃত "মা" এবং "বঙ্গভূমির প্রতি" কবিতার "না" দ্বারা বোঝানো হয়েছে-
(i) কবির মাকে
(ii) সবার মাঝে
(iii) জন্মভূমিকে

i

ii

iii

i, ii ও iii

১২। কবি কামিনী রায়ের পেশা কী ছিল?

চিকিৎসা

ব্যবসায়

অধ্যাপনা

ওকালতি

১৩। "প্রার্থনা" কবিতায় "আমি নিঃসম্বল"-এর পরের চরণ কোনটি?

তুমি মোর পথের সম্বল

তোমারি দুয়ারে আজি রিক্ত করে

তোমারি নিঃশ্বাসে বসন্তের বায়ু

তব স্নেহ কণা জগতের আয়ু

১৪। শিশুটির রাজপথে পড়ে থাকার কারণ—

চাষির ছেলে বলে

অসহায় বলে

কুলির ছেলে বলে

মেথরের ছেলে বলে

১৫। লক্ষ্মীপেঁচা কোথায় ডাকছে?

বটের ডালে

হিজলের ডালে

শিমুলের ডালে

কাঁঠালের ডালে