পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা দিনাজপুর বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। "অপ্রতিভ" শব্দের অর্থ কী?

লজ্জিত

সন্দেহাতীত

অবহেলিত

দ্বিধাবিভক্তি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শায়লা ষষ্ঠ শ্রেণিতে পড়ে, একদিন সে রাতে টেবিলে বসে বই পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে সে চিৎকার দিলে সবাই ভয় পেয়ে যায়। বিদ্যুৎ এলে সবাই লক্ষ করে উপর থেকে একটা মাকড়সা ঝুলে তার গায়ে পড়েছে।

২। উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?

অতিথির স্মৃতি

তৈলচিত্রের ভূত

ভাব ও কাজ

সুখী মানুষ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শায়লা ষষ্ঠ শ্রেণিতে পড়ে, একদিন সে রাতে টেবিলে বসে বই পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে সে চিৎকার দিলে সবাই ভয় পেয়ে যায়। বিদ্যুৎ এলে সবাই লক্ষ করে উপর থেকে একটা মাকড়সা ঝুলে তার গায়ে পড়েছে।

৩। শায়লার ভয় পাওয়ার কারণ হলো-
(i) বাস্তবের সাথে সামঞ্জস্যের অভাব
(ii) কুসংস্কারে বিশ্বাস করা
(iii) বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধির অভাব

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


শায়লা ষষ্ঠ শ্রেণিতে পড়ে, একদিন সে রাতে টেবিলে বসে বই পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে সে চিৎকার দিলে সবাই ভয় পেয়ে যায়। বিদ্যুৎ এলে সবাই লক্ষ করে উপর থেকে একটা মাকড়সা ঝুলে তার গায়ে পড়েছে।

৪। নগেনের বর্ণিত কাহিনিকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনি বলেছিলেন কেন?

বাস্তবতা বিবর্জিত

কুসংস্কার

ভৌতিক

কল্পকাহিনি

৫। ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল-ল জারি করে কত বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল?

৯ বছর

১০ বছর

১১ বছর

১২ বছর

৬। "আমি মস্ত বড় বাদশা"- "সুখী মানুষ" নাটিকায় লোকটির একথা বলার কারণ কী?

দুনিয়াতে সেই সবচাইতে সম্পদশালী

তার চাইতে সুখী আর কেউ নাই

তার মতো শক্তিশালী দুনিয়াতে নেই

তার বুদ্ধি সবচাইতে বেশি

৭। "মংডুর পথে" ভ্রমণকাহিনিতে লেখক অভিবাসন ও শুল্ক দফতর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মত উড়াল দিলেন কারণ-
(i) রূপকথার গল্পের বাস্তব রূপ দেখতে পাচ্ছিলেন
(ii) আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী দেখতে পাবেন
(iii) ঐতিহাসিক বিভিন্ন ঘটনার বাস্তব সাক্ষী দেখছিলেন

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৮। বাংলা নববর্ষকে প্রধান জাতীয় উৎসব বলা হয়েছে কেন?
(i) মানুষের অংশগ্রহণ দিনকে দিন বাড়ছে
(ii) ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে
(iii) প্রাণের আবেগ ও গভীর ভালোবাসায় পালিত হয়।

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৯। বৈদিক ও সংস্কৃতকে বলা হয়- ভাষা।

বৈদিক ও সংস্কৃতকে বলা হয়

নব্য ভারতীয় আর্য ভাষা

প্রাচীন ভারতীয় আর্য ভাষা

ভারতী-ইউরোপীয় ভাষা

১০। "যমদূত প্রায়"— এই বিশেষণটি "দুই বিঘা জমি" কবিতার কার পরিচয় বহন করে?

পেয়াদা

মালি

রাজা

ভূস্বামী

১১। "হৃদয়ে বুদবুদ মতো"— কী উঠে?

শুভ্র চিন্তা

সংকল্প

স্নেহের কথা

মহৎ উদ্দেশ্য

১২। গভীর বিষাদের শোকানল নেভানো সম্ভব হয়—
(i) একাগ্র হৃদয়ে বিধাতাকে স্মরণ করলে
(ii) একাগ্র হৃদয়ে সুখস্মৃতি স্মরণ করলে
(iii) বিধাতার কাছে শক্তি কামনা করলে

i

i ও ii

iii

i ও iii

১৩। পুরুষকে যুদ্ধ জয়ে নারী প্রেরণা ছাড়া আর কী দিয়েছে?

ভয়

শক্তি

পীড়া

শান্তি

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি বারবার দেখি,
দেখি বাংলা মুখ।

১৪। উক্ত চরণের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?

বঙ্গভূমির প্রতি

আবার আসিব ফিরে

দুই বিঘা জমি

একুশের গান

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি বারবার দেখি,
দেখি বাংলা মুখ।

১৫। সাদৃশ্যপূর্ণ কবিতার মতো উদ্দীপকের কবিতাংশে প্রকাশিত হয়েছে-
(i) প্রাকৃতিক চেতনা
(ii) দেশপ্রেমের চেতনা
(iii) ধর্মচেতনা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১৬। "ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে"- এখানে "ওদের" বলতে কাদেরকে বোঝানো হয়েছে?

পাকিস্তানি শোষকদের

এদেশের কিছু দুর্বৃত্তদের

রাজাকারদের

বিদেশি শত্রুদের