পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা দিনাজপুর বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2016
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ দিনাজপুর বোর্ড

১। "অতিথির স্মৃতি" গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত কেন?

সংস্কারের কারণে

বিকৃতি আড়াল করতে

ঠান্ডা থেকে রক্ষা পেতে

সৌন্দর্য বৃদ্ধি করতে

২। বাড়ুয্যেদের মাঠের বাগানে ভিড় জমার কারণ-

চাপাতলীর আম

বিধুদের মিটিং

ঝড়-জলের প্রকোপ

পড়ে পাওয়া বাক্সের সন্ধান

৩। শায়লা সন্ধ্যায় ছাদে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে শাশুড়ি বলেন, বউমাকে ভূতে ধরেছে। শায়লার শাশুড়ির মানসিকতায় তৈলচিত্রের ভূত" গল্পের কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে?

অজ্ঞতা

ব্যাকুলতা

কুসংস্কারাচ্ছন্নতা

বাস্তব জ্ঞানের অভাব

৪। নগেনের মামার প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবার কারণ—
(i) লোভ
(ii) অনুতাপ
(iii) আত্মগ্লানি

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মসাল কোনটি?

১৯২০

১৯২১

১৯২২

১৯২৩

৬। কোন পণ্যে ফরমাশকারীর নাম খোদাই করা থাকে?

খাদি কাপড়ে

নকশিকাঁথায়

কাঠের আসবাবে

কাঁসা ও পিতলের বাসনের

৭। বিশাল সম্পত্তি, তিনটি চালকল, দুটি হোটেলের মালিক হবার পরও টুনু মিঞার মনে শান্তি নেই। তার আরও চাই। - উদ্দীপকের টুলু মিঞার সাথে "সুখী মানুষ" নাটিকার সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

হাসু

মোড়ল

রহমত

কবিরাজ

৮। সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে, তার নাম কী?

স্বার্থপরতা

আত্মসচেতনতা

স্বাধীনতা

শিল্পকলা

৯। "মহাথেরো" শব্দের দ্বারা কী বুঝায়?

চাকমাদের প্রধান দেবতা

হিন্দু ধর্মের প্রধান ঋষি

খ্রিস্টান ধর্মীয় প্রধান গুরু

বৌদ্ধধর্মীয় প্রধান গুৰু

১০। মিয়ানমারের নারী পুরুষ উভয়েই কোন পোশাকটি পরে?

ধুতি

লুঙ্গি

শার্ট

পাযজামা

১১। নেকমরদের মেলা হয় কোন জেলায়?

রাজশাহী

দিনাজপুর

ঠাকুরগাঁ

পঞ্চগড়

১২। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?

বৈদিক

সংস্কৃত

প্রাকৃত

অপভ্রংশ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


"চারি পাশে তার জমিল লোকের ভিড় বলিয়া উঠিল একজন আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বে-আকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে?"

১৩। উদ্দীপকের ভাবার্থের বৈপরীত্য দেখা যায় নিচের কোন কবিতায়?

নদীর স্বপ্ন

মানব ধর্ম

দুই বিঘা জমি

পাছে লোকে কিছু বলে

১৪। লালন শাহের দর্শন প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?

সাধনার

অভিজ্ঞতার

গানের

জ্ঞানের

১৫। "তব মনঃকোকনদে" এ বাক্যে "কোকনদ" বলতে কবি বুঝিয়েছেন—

মাকে

বঙ্গভূমিকে

নিজেকে

প্রবাস জীবনকে

১৬। কবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুর দেবতাকে ভয় পাবেন না, যদি দেশমাতৃকা তাঁকে—

মনে রাখে

শ্রদ্ধা করে

দাস ভাবে

ক্ষমা করে

১৭। "দুই বিঘা জমি" কবিতায় উল্লিখিত নদীটির নাম কী?

গঙ্গা

পদ্মা

মেঘনা

যমুন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মকবুল বুড়ো তিনটি বিয়ে করেছে। সে অগোচরে রাতের আঁধারে তার বউদের দিয়ে জমিতে লাঙল টানার কথা ভাবে।

১৮। উদ্দীপকের মকবুল বুড়োর মানসিকতা থেকে উত্তরণের আহ্বান রয়েছে নিচের কোন কবিতায়?

নারী

মানবধর্ম

দুই বিঘা জমি

জাগো তবে অরণ্য কন্যারা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মকবুল বুড়ো তিনটি বিয়ে করেছে। সে অগোচরে রাতের আঁধারে তার বউদের দিয়ে জমিতে লাঙল টানার কথা ভাবে।

১৯। উক্ত কবিতায় প্রকাশ পেয়েছে—
(i) নারী অধিকারের কথা
(ii) সাম্যবাদী দৃষ্টিভঙ্গি
(iii) প্রকৃতির প্রতি দরদ

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

২০। "আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে" পক্তিটিতে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

সৌন্দর্য চেতনা

স্মৃতিকাতরতা

স্বদেশের প্রতি মমত্ববোধ

দেশে ফেরার আকুতি

২১। নবান্ন উৎসব হয় কোন মাসের পরের মাসে?

পৌষ

কার্তিক

আশ্বিন

অগ্রহায়ণ

২২। রাফি স্বপ্ন দেখে, সে একটি নভোযানে করে একদিন মঙ্গলগ্রহে যাবে- রাফির সাথে "নদীর স্বপ্ন" কবিতার কানাইয়ের সাদৃশ্য হয়েছে-

দুরন্তপনায়

কর্তব্যনিষ্ঠায়

ভ্রমণ পিপাসায়

কল্পনাবিলাসিতায়

২৩। কবি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন?

মানুষের অস্তিত্ব রক্ষার জন্য

পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য

ভালোভাবে বেঁচে থাকার জন্য

মৌসুমি ফুল দেখার জন্য

২৪। কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?

স্বাধীনতা

কবিতা

বিজলী

প্রগতি

২৫। "একুশের গান" কবিতাটি প্রথম ছাপা হয় কত সালে?

১৯৫২

১৯৫৩

১৯৫৪

১৯৫৫

২৬। অলকনন্দা কী?

স্বর্গীয় নদীর ধারা

অশ্রুধারা

কালবোশেখি ঝড়

ক্রোধের আগুন