পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা ঢাকা বোর্ড 2016

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2016
বাংলা ১ম পত্র - 101

১। "পড়ে পাওয়া" গল্পের শুরু কোন মাসে?

আষাঢ় মাসে

বৈশাখ মাসে

শ্রাবণ মাসে

ভাদ্র মাসে

২। চাপাতলীর আমের ক্ষেত্রে এত আগ্রহের কারণ-
(i) নির্বিঘ্নে কুড়ানো যায়
(ii) প্রচুর পাওয়া যায়
(iii) খেতে অত্যন্ত সুস্বাদু

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৩। "তৈলচিত্রের ভূত" গল্পের মুখ্য উদ্দেশ্য-

পাঠকদের নিছক আনন্দ দান

ভৌতিক পরিবেশ তৈরি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা

অলৌকিক ঘটনা অবতরণা করা

৪। বঙ্গবন্ধু কী ধরনের হরতালের ডাক দিয়েছিলেন?

শান্তিপূর্ণ

লাপাতার

ধ্বংসাত্মক

সহিংস

৫। কত সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচিত হয়?

১৯৭১ সালে

১৯৭২ সালে

১৯৭৩ সালে

১৯৭৪ সালে

৬। "পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা" - স্লোগানটি বাংলার কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?

ছয় দফা আন্দোলন

অসহযোগ আন্দোলন

গণঅভ্যুত্থান

রাষ্ট্রভাষা আন্দোলন

৭। "হাসিয়া" হচ্ছে-

পোড়ামাটির কাজ

বাঁশ-বেতের কাজ

নৌকায় আঁকা কাজ

খাট-পালঙ্কের কারুকাজ

৮। "সুখী মানুষ" নাটিকার মোট দৃশ্য ও চরিত্রসংখ্যা কত?

২ ও 8

২ ও ৩

৩ ও 8

২ ও ৫

৯। "সুখী মানুষ" নাটিকায় মোড়লের অশান্তির কারণ-

ঢের সম্পদের কারণে

আরো সম্পদের চিন্তায়

অসুস্থ হওয়ায়

মানুষকে ঠকিয়ে ও কষ্ট দিয়ে ধনী হওয়ায়

১০। "সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে" - কারণ-
(i) প্রয়োজনের মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় না
(ii) অপ্রয়োজনীয় অংশই মানবমনকে তৃপ্ত করে
(iii) প্রয়োজন আর অপ্রয়োজন মিলে সৌন্দর্যের প্রকাশ ঘটে

i

ii ও iii

iii

i, ii ও iii

১১। কত সালে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে?

১২০০ সালে

১৪০০ সালে

১৬০০ সালে

১৮০০ সালে

১২। মিয়ানমারের জীবন-সংস্কৃতির ধারণা পাওয়া যায় যে রচনায়-

আমাদের লোকশিল্প

বাংলা ভাষার জন্মকথা

মংডুর পথে

অতিথির স্মৃতি

১৩। "পদাউক" ফুলের রং কেমন?

সোনালী

বেগুনি

নীলচে

রক্তিম

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পিয়াস এতদিন রমনার বটমূলে বর্ণাঢ্য বর্ষবরণের গল্পই শুনেছে মাত্র। দু"একবার টিভিতেও দেখেছে। কিন্তু এবার সে মিলনমেলায় এসে বুঝতে পারল, এর বিশালতা তার কল্পনাকেও হার মানিয়েছে। এটি এখন বাঙালি প্রাণের উৎসব। ধর্ম, বর্ণ, গোত্র- সবই যেন একাকার হয়ে গিয়েছে এখানে।

১৪। "বাংলা নববর্ষ" প্রবন্ধের কোন সুর উদ্দীপকটিতে ধ্বনিত হয়েছে?

রমনা পাকুড়মূলে গণজোয়ার

নববর্ষের ব্যানার-ফেস্টুন

হালখাতা, পুণ্যাহ ও মেলার উৎসব

জৌলুসহীন, বিবর্ণ মেলা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পিয়াস এতদিন রমনার বটমূলে বর্ণাঢ্য বর্ষবরণের গল্পই শুনেছে মাত্র। দু"একবার টিভিতেও দেখেছে। কিন্তু এবার সে মিলনমেলায় এসে বুঝতে পারল, এর বিশালতা তার কল্পনাকেও হার মানিয়েছে। এটি এখন বাঙালি প্রাণের উৎসব। ধর্ম, বর্ণ, গোত্র- সবই যেন একাকার হয়ে গিয়েছে এখানে।

১৫। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাক্যগুলো হলো—
(i) আবহমান বাঙালিত্বের পরিচয়
(ii) স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় বাধাহীন পরিবেশে উৎসব পালন
(iii) জনগণের বিপুল আগ্রহ-উদ্দীপনায় জাতীয় অনুষ্ঠান পালিত

i ও iii

i ও iii

i ও ii

i, ii ও iii

১৬। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে?

গৌড়ী প্ৰাকৃত

মাগধী প্ৰাকৃত

সংস্কৃত

সৌরসেনী প্রাকৃত

১৭। "কেউ মালা কেউ তসবি গলায়" বলতে কী বুঝানো হয়েছে?

আপাত দৃষ্টিতে ধর্মভেদ

জাত-ধর্ম বড় নয়

হিন্দু-মুসলমান

জাতি-ধৰ্ম

১৮। "মানবধর্ম" কবিতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
(i) অসাম্প্রদায়িকতা
(ii) লালন শাহের জীবনকাহিনি
(iii) মানবতাবোধ

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

১৯। "বঙ্গভূমির প্রতি" কবিতাটি—
(i) সনেট জাতীয়
(ii) গীতিকবিতা
(iii) স্মৃতিচারণমূলক

i

ii

iii

i, ii ও iii

২০। "দুই বিঘা জমি" কবিতাটি কোন ধরনের কবিতা?

স্বদেশপ্রেমের কবিতা

কাহিনি কবিতা

গীতিকবিতা

চতুর্দশপদী কবিতা

২১। হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই মিশে যায় কেন?

বাধা পাওয়ায়

বিষাদগ্রস্ততার জন্য

সংশয়ের কারণে

অপেক্ষা করায়

২২। "নারী" কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

সাম্যবাদী

বিষের বাঁশি

অগ্নিবীণা

সর্বহারা

২৩। "নবান্ন" অনুষ্ঠান কোন মাসে হয়?

অগ্রহায়ণ

পৌষ

কার্তিক

আশ্বিন

২৪। বুদ্ধদেব বসু ও অজিত দত্ত সম্পাদিত "প্রগতি"- একটি—

দেয়াল পত্রিকা

কাব্যগ্রন্থ

মাসিক পত্রিকা

সাপ্তাহিক পত্রিকা

২৫। "নদীর স্বপ্ন" কবিতায় চিত্রিত হয়েছে-
(i) এক কিশোরের নৌকা ভ্রমণের কল্পনা
(ii) বোনের প্রতি ভাইয়ের মমতা
(iii) প্রকৃতির বিচিত্র রূপ

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

২৬। "প্রার্থী" কবিতায় কবি সূর্যের অবদান থেকে কী নিতে চান?

প্রেরণা

শক্তি

আলো

তেজ

২৭। সুকান্ত ভট্টাচার্য কোন রোগে মারা যান?

যক্ষা

ক্যান্সার

আলসার

হৃদরোগ

২৮। "শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা"- এই "শিশু" কারা?

ভাষাশহিদরা

মুক্তিযোদ্ধারা

পাকিস্তানিরা

নাগিনীরা

২৯। অলকনন্দা কী?

স্বর্গীয় নদীর ধারা

অশ্রুধারা

কালবোশেখি ঝড়

ক্রোধের আগুন