পরীক্ষা বাংলা ১ম পত্র প্রশ্নপত্র JSC পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2019

আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

বহুনির্বাচনি বোর্ড প্রশ্নের পরীক্ষা

JSC পরীক্ষা - 2019
বাংলা ১ম পত্র - 101

শিক্ষা বোর্ডঃ চট্টগ্রাম বোর্ড

১। "অতিথির স্মৃতি" গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে?

বুলবুলি

শ্যামা

শালিক

দোয়েল

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ নিয়ে সিএনজি ড্রাইভার সুজন মিয়া চিন্তিত হয়। পরে ব্যাগের ভেতরে ঐ যাত্রীর নাম ঠিকানা পাওয়ায় সে ঐ ঠিকানামতো ব্যাগ পৌঁছে দিলে যাত্রী তাকে কৃতজ্ঞতা জানায়।

২। উদ্দীপকে সুমন মিয়ার সাথে "পড়ে পাওয়া" গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

কাপালির

লেখকের বাবার

চৌকিদারের

বিধু-সিধুর

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ নিয়ে সিএনজি ড্রাইভার সুজন মিয়া চিন্তিত হয়। পরে ব্যাগের ভেতরে ঐ যাত্রীর নাম ঠিকানা পাওয়ায় সে ঐ ঠিকানামতো ব্যাগ পৌঁছে দিলে যাত্রী তাকে কৃতজ্ঞতা জানায়।

৩। উদ্দীপকের মিল থাকা ব্যক্তির মধ্যে প্রকাশিত হয়েছে-
(i) ভয়
(ii) সততা
(iii) কর্তব্যবোধ

i ও ii

ii ও iii

i ও iii

i, ii ও iii

৪। তুমি একটি আস্ত গর্দভ নগেন।"- এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

নিরাশা

হতাশা

তিরস্কার

ধিক্কার

৫। কত তারিখে হঠাৎ অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হলো?

১ তারিখে

২ তারিখে

৭ তারিখে

২৫ তারিখে

৬। লোকশিল্প সংরক্ষণে আমাদের করণীয়—
(i) সকলকে এ কাজে উৎসাহিত করব
(ii) লোকশিল্পের জিনিস কিনব
(iii) এ কাজে সম্পৃক্তদের সহায়তা করব

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

৭। "ব্যবসায়ী নিতাই সাহা ক্রেতাদের আপ্যায়িত করলেন এবং ক্রেতারা তাদের সাধ্যমতো বকেয়া পরিশোধ করে দিলেন।"- উদ্ধৃতাংশটি "বাংলা নববর্ষ" প্রবন্ধের কোন অনুষ্ঠানকে ইঙ্গিত করে?

আমানি

বৈসাবি

হালখাতা

পুণ্যাহ

৮। "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।"- এর সঙ্গে কোন পঙক্তির মিল রয়েছে?

জেতের চিহ্ন রয় কার রে

ভিন্ন জানায় পাত্র অনুসারে

জগৎ বেড়ে জেতের কথা

মূলে এক জল, সে যে ভিন্ন নয়

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

৯। উদ্দীপকের ভাব কোন চরণে লক্ষ করা যায়?

অমর কে কোথা কবে

ফুটি যেন স্মৃতি জলে

জীব-তারা যদি খসে

নাহি, মা, ডরি শমনে

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।

১০। উক্ত চরণে ফুটে উঠেছে—
(i) গভীর দেশপ্রেম
(ii) অমরতার আকাঙ্ক্ষা
(iii) স্থায়িত্বের বাসনা

i ও ii

i ও iii

ii ও iii

i, ii ও iii

১১। উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে?

দশ-পনেরো

চৌদ্দ-পনেরো

পনেরো-ষোলো

পনেরো-বিশ

১২। "ছিলে দেবী, হলে দাসী"— এ উক্তিতে কী প্রকাশিত হয়েছে?

ক্ষোভ

হতাশা

রাগ

দুঃখ

১৩। স্রষ্টা প্রদত্ত কোনটিকে কবি জগতের আয়ু বলেছেন?

তরুলতা

স্নেহকণা

প্রসাদ

মঙ্গল

১৪। "নারী" কবিতায় নারী রণে কী দিল?

সেবা

সিঁদুর

হৃদয়

ত্যাগ

১৫। রুপাই-এর দেহকে কবি কিসের মতো বলেছেন?

জালি লাউয়ের ডগার মতো

বিজলি মেঘের মতো

তমাল তরুর মতো

নবীন তৃষ্ণের মতো

১৬। "জাগো কালবোশেখিরা" বলতে "একুশের গান" কবিতায় কাদের বোঝানো হয়েছে?

পাক সেনাদের

পাক সেনাদের

ধ্বংসকারীদের

অত্যাচারীদের