আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


পিয়াস এতদিন রমনার বটমূলে বর্ণাঢ্য বর্ষবরণের গল্পই শুনেছে মাত্র। দু"একবার টিভিতেও দেখেছে। কিন্তু এবার সে মিলনমেলায় এসে বুঝতে পারল, এর বিশালতা তার কল্পনাকেও হার মানিয়েছে। এটি এখন বাঙালি প্রাণের উৎসব। ধর্ম, বর্ণ, গোত্র- সবই যেন একাকার হয়ে গিয়েছে এখানে।

প্রশ্নঃ উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাক্যগুলো হলো—
(i) আবহমান বাঙালিত্বের পরিচয়
(ii) স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় বাধাহীন পরিবেশে উৎসব পালন
(iii) জনগণের বিপুল আগ্রহ-উদ্দীপনায় জাতীয় অনুষ্ঠান পালিত

[ Dha-16 ]


ক. i ও iii

খ. i ও iii

গ. i ও ii

ঘ. i, ii ও iii

উত্তরঃ i, ii ও iii