নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।”
প্রশ্নঃ উদ্দীপকের চরণদ্বয়ে "মানুষ মুহম্মদ (স.)" প্রবন্ধে বর্ণিত মহানবির কোন গুণটি প্রকাশ পেয়েছে?
[ Raj-23 ]
ক. নির্লোভ মানসিকতা
খ. নিরহঙ্কারী মনোভাব
গ. চারিত্রিক মহানুভবতা
ঘ. অনাড়ম্বর জীবনযাপন
উত্তরঃ অনাড়ম্বর জীবনযাপন
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. জেদ্দায়
খ. তায়েফে
ক. তায়েফে
খ. জেদ্দায়
গ. মদিনায়
ক. মক্কায়
খ. তায়েফে
গ. মদিনায়
ঘ. জেদ্দায়
উত্তরঃ তায়েফে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।”
ক. i ও iii
খ. i, ii ও iii
ক. ii ও iii
খ. i ও iii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. i ও ii
খ. i ও iii
ক. ii ও iii
খ. i ও ii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
প্রশ্নঃ “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর”- এ উক্তিতে মুহম্মদ (স.) এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?
[ Dha-20 ]
ক. উদারতা
খ. ক্ষমাশীলতা
ক. ক্ষমাশীলতা
খ. উদারতা
গ. মহানুভবতা
ক. ক্ষমাশীলতা
খ. সহনশীলতা
গ. মহানুভবতা
ঘ. উদারতা
উত্তরঃ ক্ষমাশীলতা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-
তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।"
ক. মমতাদি
খ. মানুষ মুহাম্মদ (স.)
ক. মানুষ মুহাম্মদ (স.)
খ. নিম গাছ
গ. মমতাদি
ক. নিম গাছ
খ. মানুষ মুহাম্মদ (স.)
গ. মমতাদি
ঘ. নিয়তি
উত্তরঃ মানুষ মুহাম্মদ (স.)
প্রশ্নঃ উক্ত রচনার বিষয়বস্তু প্রকাশ পেয়েছে?
(i) মহানুভবতা
(ii) পরোপকারিতা
(iii) ক্ষমাশীলতা
[ Raj-20 ]
ক. i, ii ও iii
খ. ii ও iii
ক. i, ii ও iii
খ. i ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. iii
খ. ii
ক. i
খ. ii
গ. i, ii ও iii
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii
ক. সাধারণ যাপিত জীবন
খ. সত্য প্রচারে নির্ভীকতা
ক. সত্য প্রচারে নির্ভীকতা
খ. সাধারণ যাপিত জীবন
গ. শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন
ক. সত্য প্রচারে নির্ভীকতা
খ. মানুষের প্রতি ভালোবাসা
গ. সাধারণ যাপিত জীবন
ঘ. শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন
উত্তরঃ সাধারণ যাপিত জীবন
ক. সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ
খ. মুসলিম বিশ্বের একটি সম্মানিত নগরী
ক. মুসলিম বিশ্বের একটি সম্মানিত নগরী
খ. সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ
গ. কাবার নিকটে অবস্থিত ছোট শহর
ক. সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ
খ. মুসলিম বিশ্বের একটি সম্মানিত নগরী
গ. কাবার নিকটে অবস্থিত ছোট শহর
ঘ. সৌদি আরবের অন্যতম প্রধান নগরী
উত্তরঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ
ক. অরাতি
খ. পৌত্তলিক
ক. অরাতি
খ. রাহী
গ. বীরবাহু
ক. পৌত্তলিক
খ. অরাতি
গ. বীরবাহু
ঘ. রাহী
উত্তরঃ অরাতি
প্রশ্নঃ কার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচারশক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত?
[ Mym-20 ]
ক. ওমর (রা.) এর
খ. মুহম্মদ (স.) এর
ক. আবু বকর (রা.) এর
খ. মুহম্মদ (স.) এর
গ. ওমর (রা.) এর
ক. মুহম্মদ (স.) এর
খ. আবু বকর (রা.) এর
গ. ওমর (রা.) এর
ঘ. ওসমান (রা.) এর
উত্তরঃ মুহম্মদ (স.) এর
ক. শোক বিহ্বল হয়ে পড়া
খ. বিপদ ঘনিয়ে আস
ক. শোক বিহ্বল হয়ে পড়া
খ. বিপদ ঘনিয়ে আস
গ. রাত্রি হয়ে যাওয়া
ক. রাত্রি হয়ে যাওয়া
খ. বিপদ ঘনিয়ে আস
গ. শোক বিহ্বল হয়ে পড়া
ঘ. দুর্যোগ নেমে আসা
উত্তরঃ শোক বিহ্বল হয়ে পড়া
ক. মহত্ত্ব
খ. অনুগ্রহ
ক. মহত্ত্ব
খ. সাধুতা
গ. অনুগ্রহ
ক. অনুগ্রহ
খ. সাধুতা
গ. মহত্ত্ব
ঘ. ত্যাগ
উত্তরঃ মহত্ত্ব
ব্যাখ্যাঃ মক্কা বিজয়ের পর মহানবি (স.) কর্তৃক সকলকে ক্ষমা করা প্রসঙ্গে কথাটি বলা হয়েছে।
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মতিন মিয়া অফিসের সব কাজ যথাসময়ে সুন্দরভাবে করেন। বড় অফিসার তার প্রশংসা করলেও তার সহকর্মীরা প্রায়ই তাকে ঠাট্টা-বিদ্রুপ করে। তিনি সবই নীরবে সহ্য করেন, কাউকে কিছু বলেন না।
প্রশ্নঃ উদ্দীপকের মতিন চরিত্রে প্রকাশিত গুণটি "মানুষ মুহম্মদ (স.)" রচনায় যে বাক্যে ফুটে উঠেছে-
[ Bari-19 ]
ক. আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত
খ. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
ক. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
খ. আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত
গ. তাঁহাদের পঙক্তিতে আমার স্থান দাও
ক. তাঁহাদের পঙক্তিতে আমার স্থান দাও
খ. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
গ. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই
ঘ. আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত
উত্তরঃ এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো
ক. মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে
খ. তায়েফবাসীকে ক্ষমা করাকে
ক. মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে
খ. অপমানের শর্ত মেনে নেয়াকে
গ. ভীত ব্যাক্তিটিকে অভয় দেয়াকে
ক. ভীত ব্যাক্তিটিকে অভয় দেয়াকে
খ. তায়েফবাসীকে ক্ষমা করাকে
গ. মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে
ঘ. অপমানের শর্ত মেনে নেয়াকে
উত্তরঃ মক্কাবাসীকে মুক্ত করে দেয়াকে