নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয়।
প্রশ্নঃ উদ্দীপকে ‘বঙ্গবাণী" কবিতার কোন ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে?
[ Dha-23 ]
ক. আরবি
খ. ফারসি
গ. বাংলা
ঘ. হিন্দি
উত্তরঃ বাংলা
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
চিড়া বলো, মুড়ি বলো ভাতের সমান নয় মাসি বলো, পিসি বলো মায়ের সমান নয়।
ক. আরবি ফারসি হিন্দে নাই দুই মত
খ. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি
ক. দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
খ. আরবি ফারসি শাস্ত্রে নাই দুই মত
গ. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি
ক. দেশি ভাষা উপদেশ মনে হিত অতি
খ. আরবি ফারসি হিন্দে নাই দুই মত
গ. দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
ঘ. আরবি ফারসি শাস্ত্রে নাই দুই মত
উত্তরঃ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি
ক. যাদের বই পড়ার অভ্যাস নেই
খ. বাংলা ভাষাকে যারা হিংসা করে
ক. যাদের বই পড়ার অভ্যাস নেই
খ. ভিনদেশি ভাষাপ্রেমী যারা
গ. বাংলা ভাষাকে যারা হিংসা করে
ক. বাংলা ভাষাকে যারা হিংসা করে
খ. মারফত জ্ঞান যার নেই
গ. যাদের বই পড়ার অভ্যাস নেই
ঘ. ভিনদেশি ভাষাপ্রেমী যারা
উত্তরঃ বাংলা ভাষাকে যারা হিংসা করে
ক. মাতৃভাষা বিদ্বেষী
খ. বাংলাভাষা হিংসাকারী
ক. বাংলাভাষা হিংসাকারী
খ. মারফত জ্ঞানহীন
গ. মাতৃভাষা বিদ্বেষী
ক. মারফত জ্ঞানহীন
খ. মাতৃভাষা বিদ্বেষী
গ. বাংলাভাষা হিংসাকারী
ঘ. বিদেশী ভাষা প্রেমী
উত্তরঃ বাংলাভাষা হিংসাকারী
ক. বাংলা
খ. ফারসি
ক. আরবি
খ. বাংলা
গ. ফারসি
ক. বাংলা
খ. আরবি
গ. ফারসি
ঘ. হিন্দি
উত্তরঃ বাংলা
ক. মাতৃভাষা প্রীতি
খ. তীব্র ঘৃণা
ক. তীব্র ঘৃণা
খ. অবজ্ঞা
গ. শত্রুতা
ক. অবজ্ঞা
খ. তীব্র ঘৃণা
গ. শত্রুতা
ঘ. মাতৃভাষা প্রীতি
উত্তরঃ তীব্র ঘৃণা
ক. দেশ ত্যাগ করতে
খ. মাতৃভাষাকে ভালবাসতে
ক. দেশ ত্যাগ করতে
খ. মাতৃভাষার চর্চা করতে
গ. মাতৃভাষাকে ভালবাসতে
ক. মাতৃভাষাকে ভালবাসতে
খ. মাতৃভাষার চর্চা করতে
গ. কিতাব পড়তে
ঘ. দেশ ত্যাগ করতে
উত্তরঃ দেশ ত্যাগ করতে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মিঃ তারেক লন্ডন থেকে পড়াশোনা করে এসে সবসময় ইংরেজিতে কথা বলেন। সবাই তাঁকে বাংলায় কথা বলতে বললে তিনি বলেন বাংলায় কথা বলতে আমার ভালো লাগে না।
ক. ইংরেজি ভাষার প্রতি ঘৃণা
খ. মাতৃভাষার প্রতি মমতা
ক. মাতৃভাষার প্রতি মমতা
খ. মাতৃভাষার প্রতি ঘৃণা
গ. ইংরেজি ভাষার প্রতি ঘৃণা
ক. মাতৃভূমির প্রতি মমতা
খ. মাতৃভাষার প্রতি মমতা
গ. মাতৃভাষার প্রতি ঘৃণা
ঘ. ইংরেজি ভাষার প্রতি ঘৃণা
উত্তরঃ মাতৃভাষার প্রতি মমতা
ক. যেই দেশে যেই বাক্য কহে নরগণ। সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন।
খ. দেশী ভাষে বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।
ক. দেশী ভাষে বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।
খ. মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।
গ. আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ। দেশী ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।
ক. যেই দেশে যেই বাক্য কহে নরগণ। সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন।
খ. মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।
গ. আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ। দেশী ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।
ঘ. দেশী ভাষে বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।
উত্তরঃ দেশী ভাষে বিদ্যা যার মনে ন জুয়ায়। নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে। তাই সে মাম্মি, ড্যাডি, আংকেল শব্দগুলো সন্তানকে শেখায়। মা, বাবা, চাচা- এই শব্দগুলো শোনা, বলা ও চর্চা করা থেকে সে সন্তানকে দূরে রাখে। কিন্তু মা বলেন, বিদেশি শব্দে কোনো প্রাণ নেই। বরং আমাদের দেশি শব্দেই আবেগের প্রকাশ ঘটে বেশি।
ক. i ও ii
খ. i
ক. ii
খ. ii ও iii
গ. i ও ii
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
উত্তরঃ i ও ii
ক. মাতৃভাষা প্রীতি
খ. মারফত জ্ঞান সম্পন্ন
ক. উদারতা
খ. সর্বভাষায় শ্রদ্ধাশীল
গ. মাতৃভাষা প্রীতি
ক. উদারতা
খ. মাতৃভাষা প্রীতি
গ. মারফত জ্ঞান সম্পন্ন
ঘ. সর্বভাষায় শ্রদ্ধাশীল
উত্তরঃ মাতৃভাষা প্রীতি