প্রশ্নঃ "তিনি বললেন যে বইটা তাঁর দরকার।" -বাক্যটি কীসের উদাহরণ?
[ Raj-20 ]
ক. প্রত্যক্ষ উক্তির
খ. কর্মবাচ্যের
গ. কর্তৃবাচ্যের
ঘ. পরোক্ষ উক্তির
উত্তরঃ পরোক্ষ উক্তির
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
খ. আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জানতে চাইলেন।
ক. আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
খ. আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
গ. আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জানতে চাইলেন।
ক. আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
খ. আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জানতে চাইলেন।
গ. আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
ঘ. আমাদের ছুটির দরকার কি না, শিক্ষক জানতে চাইলেন!
উত্তরঃ আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
ক. রহমান বলল যে, সে তখনই যাচ্ছে।
খ. রহমান বলল যে, সে তখনই আসছে।
ক. রহমান বলল যে, সে তখনই আসছে।
খ. রহমান বলল যে, আমি এখনই যাচ্ছি।
গ. রহমান বলল যে, সে তখনই যাচ্ছে।
ক. রহমান বলল যে, আমি তখনই যাচ্ছি।
খ. রহমান বলল যে, সে তখনই আসছে।
গ. রহমান বলল যে, সে তখনই যাচ্ছে।
ঘ. রহমান বলল যে, আমি এখনই যাচ্ছি।
উত্তরঃ রহমান বলল যে, সে তখনই যাচ্ছে।
ক. উক্তি
খ. বচন
ক. উক্তি
খ. বাক্য
গ. বাচ্য
ক. বাক্য
খ. উক্তি
গ. বচন
ঘ. বাচ্য
উত্তরঃ উক্তি
ক. পূর্ণচ্ছেদ
খ. উদ্ধরণ চিহ্ন
ক. উদ্ধরণ চিহ্ন
খ. কমা
গ. পূর্ণচ্ছেদ
ক. পূর্ণচ্ছেদ
খ. কমা
গ. উদ্ধরণ চিহ্ন
ঘ. কোলন
উত্তরঃ উদ্ধরণ চিহ্ন
ক. আগের দিন
খ. সেদিন
ক. আগের দিন
খ. পূর্বদিন
গ. সেদিন
ক. আগের দিন
খ. পূর্বদিন
গ. সেদিন
ঘ. পরদিন
উত্তরঃ আগের দিন
প্রশ্নঃ উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?
[ Dha-22 ]
ক. অব্যয়
খ. সর্বনাম
ক. সর্বনাম
খ. অব্যয়
গ. বিশেষণ
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তরঃ সর্বনাম
ক. সর্বনামের
খ. বিশেষ্যের
ক. ক্রিয়া পদের
খ. সর্বনামের
গ. বিশেষ্যের
ক. কালের
খ. সর্বনামের
গ. ক্রিয়া পদের
ঘ. বিশেষ্যের
উত্তরঃ সর্বনামের
ক. সর্বনাম
খ. অব্যয়
ক. সর্বনাম
খ. বিশেষ্য
গ. অব্যয়
ক. সর্বনাম
খ. অব্যয়
গ. বিশেষ্য
ঘ. বিশেষণ
উত্তরঃ সর্বনাম
ক. কালের
খ. সর্বনামের
ক. পুরুষের
খ. সর্বনামের
গ. কালের
ক. ভাবের
খ. পুরুষের
গ. কালের
ঘ. সর্বনামের
উত্তরঃ সর্বনামের
ক. হামিদ তাদের পরদিন আসতে বলল
খ. হামিদ বলল যে, তোমরা পরদিন এসো
ক. হামিদ তাদের পরদিন আসতে বলল
খ. হামিদ তাদের বলল যে, তারা যেন আগামীকাল আসে
গ. হামিদ বলল যে, তোমরা পরদিন এসো
ক. হামিদ তাদের পরদিন আসতে বলল
খ. হামিদ তাদের বলল যে, তারা যেন আগামীকাল আসে
গ. হামিদ বলল যে, তোমরা পরদিন এসো
ঘ. হামিদ তাদের বলল যে, তারা যেন পরদিন আসে
উত্তরঃ হামিদ তাদের পরদিন আসতে বলল
ক. পরদিন
খ. পূর্বদিন
ক. পরদিন
খ. পূর্বদিন
গ. সেদিন
ক. আগের দিন
খ. পূর্বদিন
গ. পরদিন
ঘ. সেদিন
উত্তরঃ পরদিন
ক. বচন
খ. অর্থ
ক. বচন
খ. অর্থ
গ. ক্রিয়া
ক. পুরুষ
খ. বচন
গ. অর্থ
ঘ. ক্রিয়া
উত্তরঃ অর্থ
ক. আগামীকাল
খ. পূর্বদিন
ক. আগের দিন
খ. পূর্বদিন
গ. আগামীকাল
ক. পরদিন
খ. আগের দিন
গ. পূর্বদিন
ঘ. আগামীকাল
উত্তরঃ পূর্বদিন
ক. ক্রিয়া ও সর্বনাম পদের
খ. সর্বনাম ও বিশেষ্য পদের
ক. ক্রিয়া ও সর্বনাম পদের
খ. কালের
গ. সর্বনাম ও বিশেষ্য পদের
ক. সর্বনাম ও বিশেষ্য পদের
খ. ক্রিয়া ও সর্বনাম পদের
গ. কালের
ঘ. অর্থের
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদের
প্রশ্নঃ প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কীসের কোনো পরিবর্তন হয় না?
[ সকল বোর্ড-17 | Syl-19 ]
ক. ক্রিয়ার
খ. কালের
ক. কালের
খ. ক্রিয়ার
গ. পুরুষের
ক. পুরুষের
খ. ক্রিয়ার
গ. কালের
ঘ. সর্বনামের
উত্তরঃ কালের