নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বিধানদের গ্রামের একটি পূজার দিন সায়াহ্নে প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে চারদিক আলোকিত করা হয়। কিন্তু বিকাশদের গ্রামের পূজায় ভিন্ন চিত্র লক্ষ করা যায়। পূজার একটি নির্দিষ্ট দিনে একটি কলাগাছের সাথে অন্য আটটি গাছের চারা বেঁধে দেওয়া হয়।
প্রশ্নঃ বিধানদের গ্রামে কোন পূজার আয়োজন করা হয়?
[ সকল বোর্ড-19 ]
ক. লক্ষ্মী
খ. সরস্বতী
গ. কালী
ঘ. দুর্গা
উত্তরঃ কালী
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. অষ্টমী
খ. নবমী
ক. সপ্তমী
খ. অষ্টমী
গ. দশমী
ক. সপ্তমী
খ. অষ্টমী
গ. নবমী
ঘ. দশমী
উত্তরঃ অষ্টমী
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বিধানদের গ্রামের একটি পূজার দিন সায়াহ্নে প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালিয়ে চারদিক আলোকিত করা হয়। কিন্তু বিকাশদের গ্রামের পূজায় ভিন্ন চিত্র লক্ষ করা যায়। পূজার একটি নির্দিষ্ট দিনে একটি কলাগাছের সাথে অন্য আটটি গাছের চারা বেঁধে দেওয়া হয়।
প্রশ্নঃ বিকাশদের গ্রামে অনুষ্ঠিত পূজার মাধ্যমে -
(i) ঈশ্বরের পূজা করা হয়
(ii) বৃক্ষসচেতন হওয়া যায়
(iii) পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়া যায়
[ সকল বোর্ড-19 ]
ক. ii ও iii
খ. i, ii ও iii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. পূজা-অৰ্চনা কার্যাদি সম্পাদনকারী
খ. শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক
ক. পূজা-অৰ্চনা কার্যাদি সম্পাদনকারী
খ. শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক
গ. আদর্শ ব্যক্তিত্বের অধিকারী
ক. যার নামে সংকল্প করে পূজা করা হয়
খ. পূজা-অৰ্চনা কার্যাদি সম্পাদনকারী
গ. শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক
ঘ. আদর্শ ব্যক্তিত্বের অধিকারী
উত্তরঃ পূজা-অৰ্চনা কার্যাদি সম্পাদনকারী
ক. সন্ধ্যাকালে
খ. ঊষাকালে
ক. সন্ধ্যাকালে
খ. গভীর রাতে
গ. ঊষাকালে
ক. সকালে
খ. সন্ধ্যাকালে
গ. গভীর রাতে
ঘ. ঊষাকালে
উত্তরঃ সন্ধ্যাকালে
ক. লাভদেবীর
খ. মায়াদেবীর
ক. লাভদেবীর
খ. মায়াদেবীর
গ. লক্ষ্মীদেবীর
ক. মায়াদেবীর
খ. লক্ষ্মীদেবীর
গ. রুপাদেবীর
ঘ. লাভদেবীর
উত্তরঃ লাভদেবীর
ক. গর্দভ
খ. হাঁস
ক. গর্দভ
খ. ময়ূর
গ. হাঁস
ক. ময়ূর
খ. সিংহ
গ. হাঁস
ঘ. গর্দভ
উত্তরঃ গর্দভ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রহনপুর গ্রামে একবার বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমতাবস্থায় ধর্মমতি রমণী অনুপ্রভা এলাকাবাসীকে সাথে নিয়ে এক বিশেষ দেবীর পূজার মাধ্যমে ঐ রোগ থেকে সবাইকে আরোগ্য করে তোলেন।
ক. লক্ষ্মী
খ. শীতলা
ক. দুর্গা
খ. শীতলা
গ. মনসা
ক. লক্ষ্মী
খ. দুর্গা
গ. শীতলা
ঘ. মনসা
উত্তরঃ শীতলা
ক. iii
খ. i ও ii
ক. iii
খ. i, ii ও iii
গ. i
ক. i
খ. i ও ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ iii
ক. তাঁর দেহাকৃতি অত্যন্ত সুন্দর
খ. তিনি অসীম শক্তির অধিকারী
ক. তাঁর দেহাকৃতি অত্যন্ত সুন্দর
খ. তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার
গ. তিনি দেবতাদের সেনাপতি ও রক্ষাকর্তা
ক. তিনি অসীম শক্তির অধিকারী
খ. তাঁর দেহাকৃতি অত্যন্ত সুন্দর
গ. তিনি দেবতাদের সেনাপতি ও রক্ষাকর্তা
ঘ. তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার
উত্তরঃ তাঁর দেহাকৃতি অত্যন্ত সুন্দর
ক. নয় ধরনের গাছ ও লতার সমাহার
খ. নয় ধরনের মূল ও পাতার সমাহার
ক. নয় ধরনের গাছ ও লতার সমাহার
খ. নয় ধরনের খবরের কাগজের সমাহার
গ. নয় ধরনের মূল ও পাতার সমাহার
ক. নয় ধরনের গাছ ও লতার সমাহার
খ. নয় ধরনের মূল ও পাতার সমাহার
গ. নয় ধরনের খবরের কাগজের সমাহার
ঘ. নতুন নতুন পোশাক-পরিচ্ছদের সমাহার
উত্তরঃ নয় ধরনের গাছ ও লতার সমাহার
ক. বিদ্যা ও জ্ঞান
খ. ঈশ্বরের অনুকম্পা
ক. ঈশ্বরের অনুকম্পা
খ. বিদ্যা ও জ্ঞান
গ. স্বর্গ
ক. ধন-সম্পদ
খ. বিদ্যা ও জ্ঞান
গ. ঈশ্বরের অনুকম্পা
ঘ. স্বর্গ
উত্তরঃ ঈশ্বরের অনুকম্পা