নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সদ্য বিবাহিত প্রণব তার শাশুড়ির নিমন্ত্রণে জ্যৈষ্ঠ মাসের এক বিশেষ তিথিতে শ্বশুরালয়ে বেড়াতে যায়। এ উপলক্ষে সেখানে বিশেষ অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।
প্রশ্নঃ প্রণবের শ্বশুরালয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়?
[ সকল বোর্ড-17 ]
ক. জামাই ষষ্ঠী
খ. রাখি বন্ধন
গ. গৃহ প্রবেশ
ঘ. নবান্ন
উত্তরঃ জামাই ষষ্ঠী
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. শিবের
খ. নারায়ণের
ক. ব্রহ্মার
খ. নারায়ণের
গ. ইন্দ্রের
ক. ব্রহ্মার
খ. নারায়ণের
গ. শিবের
ঘ. ইন্দ্রের
উত্তরঃ নারায়ণের
প্রশ্নঃ শেফালি দেবী এ বছর তার মেয়ের হাতে-খড়ি দেওয়ার জন্য ঈশ্বরের এক শক্তির পূজা করবেন। শেফালি দেবী কোন শক্তির পূজা করবেন?
[ সকল বোর্ড-19 ]
ক. সরস্বতী পূজা
খ. লক্ষ্মী পূজা
ক. সরস্বতী পূজা
খ. শীতলা পূজা
গ. লক্ষ্মী পূজা
ক. সরস্বতী পূজা
খ. লক্ষ্মী পূজা
গ. শীতলা পূজা
ঘ. দুর্গাপূজা
উত্তরঃ সরস্বতী পূজা
ক. ধর্মাচার
খ. বন্ধুত্ব
ক. ধর্মাচার
খ. বিনয়
গ. শিক্ষা
ক. শিক্ষা
খ. বন্ধুত্ব
গ. বিনয়
ঘ. ধর্মাচার
উত্তরঃ ধর্মাচার
ক. বর্ষবরণ
খ. রথযাত্রা
ক. বর্ষবরণ
খ. রথযাত্রা
গ. নামযজ্ঞ
ক. বর্ষবরণ
খ. দোলযাত্রা
গ. নামযজ্ঞ
ঘ. রথযাত্রা
উত্তরঃ বর্ষবরণ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সদ্য বিবাহিত প্রণব তার শাশুড়ির নিমন্ত্রণে জ্যৈষ্ঠ মাসের এক বিশেষ তিথিতে শ্বশুরালয়ে বেড়াতে যায়। এ উপলক্ষে সেখানে বিশেষ অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।
ক. নতুন ধরনের চাল দিয়ে পিঠা তৈরি করা
খ. নতুন বস্ত্র প্রদান করা
ক. নতুন বস্ত্র প্রদান করা
খ. নতুন ধরনের চাল দিয়ে পিঠা তৈরি করা
গ. নারায়ণ দেবতার পূজা করা
ক. হাতে পবিত্র সুতো বেঁধে দেওয়া
খ. নারায়ণ দেবতার পূজা করা
গ. নতুন বস্ত্র প্রদান করা
ঘ. নতুন ধরনের চাল দিয়ে পিঠা তৈরি করা
উত্তরঃ নতুন বস্ত্র প্রদান করা
ক. সর্বমঙ্গলা
খ. দেওয়ালি
ক. দেওয়ালি
খ. ঠাকুরানি জাগরণী
গ. নীল পূজা
ক. নীল পূজা
খ. দেওয়ালি
গ. সর্বমঙ্গলা
ঘ. ঠাকুরানি জাগরণী
উত্তরঃ দেওয়ালি
প্রশ্নঃ জবা নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করল, এতে তার-
(i) পুণ্যলাভ হবে
(ii) জীবন প্রতিষ্ঠিত হবে
(iii) মন উদার হবে
[ সকল বোর্ড-17 ]
ক. ii ও iii
খ. i, ii ও iii
ক. i ও ii
খ. i, ii ও iii
গ. i ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
অশোক তাঁর বন্ধুদের ধর্মসভা মন্দিরে আসতে বলেছে। কারণ সে আজ বন্ধুদের সাথে দোলযাত্রা উৎসবে অংশগ্রহণ করবে।
ক. আবির মাখিয়ে
খ. নাচগান করে
ক. আবির মাখিয়ে
খ. নাচগান করে
গ. খেলাধুলা করে
ক. খেলাধুলা করে
খ. নাচগান করে
গ. মিছিল করে
ঘ. আবির মাখিয়ে
উত্তরঃ আবির মাখিয়ে
প্রশ্নঃ উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়-
(i) ভ্রাতৃত্ববোধ
(ii) সাম্প্রদায়িক সম্প্রীতি
(iii) ব্যক্তিগত ধর্মানুভূতি
[ সকল বোর্ড-16 ]
ক. ii ও iii
খ. i ও ii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
অথৈ কার্তিক মাসের এক বিশেষ তিথিতে উপবাস থেকে তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করল।
ক. চতুর্দশী
খ. দ্বিতীয়া
ক. একাদশী
খ. দ্বিতীয়া
গ. পূর্ণিমা
ক. দ্বিতীয়া
খ. একাদশী
গ. চতুর্দশী
ঘ. পূর্ণিমা
উত্তরঃ দ্বিতীয়া
প্রশ্নঃ অথৈ তার ভাইকে ফোঁটা দেয়ার মূল উদ্দেশ্য হলো তার ভাই যেন-
(i) দীর্ঘজীবন লাভ করে
(ii) বিপদ-আপদ থেকে রক্ষা পায়।
(iii) উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়
[ সকল বোর্ড-15 ]
ক. i ও ii
খ. ii
ক. i ও ii
খ. ii
গ. i
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. শক্তি
খ. ভক্তি
ক. ভক্তি
খ. সাহস
গ. শিষ্টাচার
ক. শিষ্টাচার
খ. শক্তি
গ. সাহস
ঘ. ভক্তি
উত্তরঃ ভক্তি
ক. লক্ষ্মী
খ. মনসা
ক. লক্ষ্মী
খ. শীতলা
গ. মনসা
ক. সরস্বতী
খ. লক্ষ্মী
গ. শীতলা
ঘ. মনসা
উত্তরঃ লক্ষ্মী