আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ


নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


জনাব ‘প’ একজন কাপড় ব্যবসায়ী। বাংলাদেশি কাপড়ের প্যাকেটে জাপানি সিল লাগিয়ে বিক্রয় করে। কোনো কাপড়ে ছিদ্র থাকলে এমনভাবে সেখানে স্টিকার লাগিয়ে দেয় যা ক্রেতারা ধরতে পারে না। এভাবেই সে তার ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রশ্নঃ জনাব "প" এর এ কর্মের দ্বারা কলুষিত হয়েছে তার-
(i) পোশাক
(ii) পেশা
(iii) আখলাক

[ Comi-20 ]


ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ ii ও iii