প্রশ্নঃ দুনিয়ার কোথাও কোনো মুসলমান কষ্ট পেলে নিম্নের কোনটির কারণে আমরা তাদের সাহায্য করব?
[ Comi-20 ]
ক. মানবিক মূল্যবোধ
খ. ইসলামি ভ্রাতৃত্ব
গ. সাম্প্রদায়িক সম্প্রীতি
ঘ. বিশ্ব ভ্রাতৃত্ব
উত্তরঃ ইসলামি ভ্রাতৃত্ব
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মিঃ আব্দুল খালেক একজন চাষী। তার প্রতিবেশী রিফাতও চাষ করে। মিঃ খালেকের ফসল ভাল হওয়া দেখে রিফাত ভীষণ মন খারাপ করে। সুযোগ বুঝে মিঃ খালেকের ফসলের ক্ষতি সাধন করে।
ক. হিংসা
খ. ক্রোধ
ক. হিংসা
খ. ক্রোধ
গ. ফিতনা
ক. ফিতনা
খ. হিংসা
গ. লোভ
ঘ. ক্রোধ
উত্তরঃ হিংসা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই।
ক. ওয়াদা পালন
খ. আমানত
ক. আত্মশুদ্ধি
খ. ভাতৃত্ববোধ
গ. আমানত
ক. ওয়াদা পালন
খ. আত্মশুদ্ধি
গ. ভাতৃত্ববোধ
ঘ. আমানত
উত্তরঃ আমানত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জামাল সাহেব গবেষণা করে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যাদি তৈরির কৌশল আবিষ্কার করেন। সরকার তাকে পুরস্কৃতও করেন। আর তাঁর পুত্র কামাল তার বন্ধুদের নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজের নারী শিক্ষার্থীদের জন্য একটি কমনরুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন।
ক. স্বদেশপ্রেম
খ. তাকওয়া
ক. আমানত
খ. স্বদেশপ্রেম
গ. তাকওয়া
ক. কর্তব্যপরায়ণতা
খ. স্বদেশপ্রেম
গ. আমানত
ঘ. তাকওয়া
উত্তরঃ স্বদেশপ্রেম
প্রশ্নঃ কামালের কর্মকাণ্ডে অর্জিত হবে
(i) রাসুলের আদর্শ
(ii) ইমানের পূর্ণতা
(iii) আল্লাহর সন্তুষ্টি
[ Dha-20 | Mym-20 ]
ক. i ও iii
খ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. শালীনতা
খ. তাকওয়া
ক. শালীনতা
খ. আমানত
গ. তাকওয়া
ক. তাকওয়া
খ. শালীনতা
গ. আমানত
ঘ. সত্যবাদিতা
উত্তরঃ শালীনতা
প্রশ্নঃ "তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"-এ আয়াতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ Dha-20 | Mym-20 ]
ক. সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
খ. নারী-পুরুষের সমমর্যাদা
ক. স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
খ. সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
গ. নারী-পুরুষের সমমর্যাদা
ক. নারীদের প্রতি শালীন আচরণ
খ. স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
গ. সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
ঘ. নারী-পুরুষের সমমর্যাদা
উত্তরঃ নারী-পুরুষের সমমর্যাদা
প্রশ্নঃ "সকল মানুষই আদম (আ.) এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্ট” -এ হাদিসটির মূল প্রতিপাদ্য-
[ Dha-20 | Mym-20 ]
ক. বিশ্ব ভ্রাতৃত্ব
খ. সাম্প্রদায়িক সম্প্রীতি
ক. ইসলামী ভাতৃত্ব
খ. বিশ্ব ভ্রাতৃত্ব
গ. সাম্প্রদায়িক সম্প্রীতি
ক. বিশ্ব ভ্রাতৃত্ব
খ. ইসলামী ভাতৃত্ব
গ. সাম্প্রদায়িক সম্প্রীতি
ঘ. মানব সৃষ্টির উপাদান
উত্তরঃ বিশ্ব ভ্রাতৃত্ব
প্রশ্নঃ রাসুল (স.) এর বাণী অনুসারে যে কোনো জিনিসকে (আচরণকে) সৌন্দর্যমণ্ডিত করে কোন গুণটি?
[ Raj-20 ]
ক. সত্যবাদিতা
খ. লজ্জাশীলতা
ক. লজ্জাশীলতা
খ. সত্যবাদিতা
গ. প্রতিশ্রুতি পালন
ক. আমানতদারিতা
খ. প্রতিশ্রুতি পালন
গ. লজ্জাশীলতা
ঘ. সত্যবাদিতা
উত্তরঃ লজ্জাশীলতা
ক. ii ও iii
খ. i, ii ও iii
ক. i ও ii
খ. i, ii ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
রাবেয়া নিজ দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করে। তার উপর অর্পিত দায়িত্ব পালনে কখনো উদাসীনতা বা অবহেলা দেখায় না।
ক. স্বদেশ প্রেম
খ. কর্তব্যপরায়ণতা
ক. মানবসেবা
খ. ওয়াদা পালন
গ. কর্তব্যপরায়ণতা
ক. স্বদেশ প্রেম
খ. কর্তব্যপরায়ণতা
গ. মানবসেবা
ঘ. ওয়াদা পালন
উত্তরঃ কর্তব্যপরায়ণতা
ক. i, ii ও iii
খ. i ও iii
ক. i, ii ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. প্রস্রাবের পর উত্তমরূপে পরিচ্ছন্ন না হওয়া
খ. নখ, চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা
ক. প্রস্রাবের পর উত্তমরূপে পরিচ্ছন্ন না হওয়া
খ. শরীরের ময়লা ও দুর্গন্ধ
গ. নখ, চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা
ক. শরীরের ময়লা ও দুর্গন্ধ
খ. প্রস্রাবের পর উত্তমরূপে পরিচ্ছন্ন না হওয়া
গ. সালাতের আগে ঠিকমতো মিসওয়াক না করা
ঘ. নখ, চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা
উত্তরঃ প্রস্রাবের পর উত্তমরূপে পরিচ্ছন্ন না হওয়া
ক. কামার
খ. ব্যবসা
ক. কৃষি
খ. কামার
গ. ব্যবসা
ক. কামার
খ. কৃষি
গ. ব্যবসা
ঘ. পশু চরানো
উত্তরঃ কামার
ক. গরিব
খ. কৃপণ
ক. ধনী
খ. গরিব
গ. কৃপণ
ক. কৃপণ
খ. ধনী
গ. গরিব
ঘ. অভাবী
উত্তরঃ কৃপণ
ক. ইভটিজিং
খ. ফিতনা
ক. ফিতনা
খ. ইভটিজিং
গ. হিংসা
ক. হিংসা
খ. ফিতনা
গ. পরনিন্দা
ঘ. ইভটিজিং
উত্তরঃ ফিতনা