প্রশ্নঃ বৃক্কের তন্তুময় আবরণকে বলে-
[ Chit-19 ]
ক. কর্টেক্স
খ. পেলভিস
গ. মেডুলা
ঘ. ক্যাপসুল
উত্তরঃ ক্যাপসুল
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. ৬ - ৭
খ. ৮ - ১২
ক. ৬ - ৭
খ. ১৮ - ২২
গ. ৮ - ১২
ক. ৬ - ৭
খ. ৮ - ১২
গ. ১২ - ১৬
ঘ. ১৮ - ২২
উত্তরঃ ৮ - ১২
প্রশ্নঃ মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?
[ Bari-16 | Chit-20 | Comi-15 | Dha-16, 17 | Syl-16 ]
ক. ইউরোক্রোম
খ. ইউরিক এসিড
ক. ইউরোক্রোম
খ. ইউরিক এসিড
গ. ক্রিয়েটিনিন
ক. ইউরিয়া
খ. ইউরিক এসিড
গ. ক্রিয়েটিনিন
ঘ. ইউরোক্রোম
উত্তরঃ ইউরোক্রোম
ক. পেলভিসে
খ. ম্যালপিজিয়ান অঙ্গে
ক. ম্যালপিজিয়ান অঙ্গে
খ. সংগ্রাহী নালিকায়
গ. পেলভিসে
ক. ম্যালপিজিয়ান অঙ্গে
খ. সংগ্রাহী নালিকায়
গ. পেলভিসে
ঘ. মেডুলায়
উত্তরঃ ম্যালপিজিয়ান অঙ্গে
ক. ফাইব্রিনোজেন
খ. অ্যামোনিয়া
ক. অ্যামোনিয়া
খ. ফাইব্রিনোজেন
গ. এলবুমিন
ক. অ্যামোনিয়া
খ. এলবুমিন
গ. গ্লোবিউলিন
ঘ. ফাইব্রিনোজেন
উত্তরঃ অ্যামোনিয়া
ক. মেডুলা
খ. মূত্রথলি
ক. কর্টেক্স
খ. মেডুলা
গ. হাইলাস
ক. কর্টেক্স
খ. হাইলাস
গ. মূত্রথলি
ঘ. মেডুলা
উত্তরঃ মেডুলা
ক. ইউরেটার
খ. গ্লোমেরুলাস
ক. মূত্রথলি
খ. গ্লোমেরুলাস
গ. সংগ্রাহক নালিকা
ক. মূত্রথলি
খ. গ্লোমেরুলাস
গ. সংগ্রাহক নালিকা
ঘ. ইউরেটার
উত্তরঃ গ্লোমেরুলাস
প্রশ্নঃ কিডনিতে পাথর হওয়ার কারণগুলো হল-
(i) অতিরিক্ত শারীরিক ওজন
(ii) কম পানি পান করা
(iii) কিডনির সংক্রমণ
[ Jess-20 ]
ক. i, ii ও iii
খ. i ও iii
ক. i ও ii
খ. i, ii ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. অতিরিক্ত শারীরিক ওজন
খ. বেশি পানি পান করা
ক. অন্ত্রের সংক্রমণ
খ. অতিরিক্ত শারীরিক ওজন
গ. রক্তের ঘনত্ব কমে যাওয়া
ক. অতিরিক্ত শারীরিক ওজন
খ. অন্ত্রের সংক্রমণ
গ. বেশি পানি পান করা
ঘ. রক্তের ঘনত্ব কমে যাওয়া
উত্তরঃ অতিরিক্ত শারীরিক ওজন
ক. i ও iii
খ. i ও ii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. বোম্যান্স ক্যাপসুল
খ. গ্লোমেরুলাস
ক. গ্লোমেরুলাস
খ. বোম্যান্স ক্যাপসুল
গ. রেনাল করপাসল
ক. বোম্যান্স ক্যাপসুল
খ. গ্লোমেরুলাস
গ. রেনাল করপাসল
ঘ. রেনাল টিউব্যুল
উত্তরঃ গ্লোমেরুলাস
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
তুলি তার জীববিজ্ঞান বই পড়ে জানতে পারল মানবদেহে শিমের বিচি আকৃতির এবং লালচে রং এর এক বিশেষ ধরনের অঙ্গ রয়েছে।
ক. হরমোন নিঃসরণ
খ. মূত্র উৎপাদন
ক. CO₂ নিষ্কাশন
খ. মূত্র উৎপাদন
গ. গ্লুকোজ সঞ্চয়
ক. হরমোন নিঃসরণ
খ. মূত্র উৎপাদন
গ. CO₂ নিষ্কাশন
ঘ. গ্লুকোজ সঞ্চয়
উত্তরঃ মূত্র উৎপাদন
প্রশ্নঃ উক্ত অঙ্গটি হঠাৎ বিকল হওয়ার কারণ-
(i) ডায়রিয়া
(ii) ডায়াবেটিস
(iii) অতিরিক্ত রক্তক্ষরণ
[ Syl-19 ]
ক. i ও iii
খ. i, ii ও iii
ক. i ও iii
খ. i, ii ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. বেশি তরল হয়ে যায়
খ. নাইট্রোজেনের ঘাটতি হবে
ক. নাইট্রোজেনের ঘাটতি হবে
খ. বেশি তরল হয়ে যায়
গ. কনিকা নষ্ট হয়ে যায়
ক. বেশি তরল হয়ে যায়
খ. নাইট্রোজেনের ঘাটতি হবে
গ. কনিকা নষ্ট হয়ে যায়
ঘ. অক্সিজেনের আধিক্য ঘটবে
উত্তরঃ বেশি তরল হয়ে যায়
ক. ক্যাপসুল
খ. পিড়কা
ক. পিড়কা
খ. ইউরেটার
গ. ক্যাপসুল
ক. হাইলাস
খ. পিড়কা
গ. ইউরেটার
ঘ. ক্যাপসুল
উত্তরঃ পিড়কা
ক. সবজি
খ. মাছ
ক. সবজি
খ. মাছ
গ. চিনি
ক. জাম
খ. সবজি
গ. চিনি
ঘ. মাছ
উত্তরঃ মাছ