নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“জীবনের গল্প আছে বাকী অল্প,
যা কিছু বলার যাও বলে যাও,
যা কিছু করার যাও করে যাও
পাবে না সময় আর হয়তো।”
প্রশ্নঃ উদ্দীপকের মূলভাব যেদিক থেকে "জীবন-সঙ্গীত" কবিতার মূলভাবের সাথে সংগতিপূর্ণ-
(i) জীবন ক্ষণস্থায়ী
(ii) সময়ের কাজ সময়ে করা
(iii) জ্ঞানীদের পথ অনুসরণ করা
[ Chit-19 ]
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
উত্তরঃ i ও ii
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. জীবনযুদ্ধকে
খ. যুদ্ধক্ষেত্রকে
ক. জীবনযুদ্ধকে
খ. যুদ্ধক্ষেত্রকে
গ. অস্তিত্ব রক্ষাকে
ক. যুদ্ধক্ষেত্রকে
খ. জীবনযুদ্ধকে
গ. প্রতিরোধ যুদ্ধকে
ঘ. অস্তিত্ব রক্ষাকে
উত্তরঃ যুদ্ধক্ষেত্রকে
ক. সুখের আশা করা
খ. সময় অপচয় করা
ক. সুখের আশা করা
খ. অতীতকে ডেকে আনা
গ. জীবনকে বৃথা ভাবা
ক. সুখের আশা করা
খ. জীবনকে বৃথা ভাবা
গ. সময় অপচয় করা
ঘ. অতীতকে ডেকে আনা
উত্তরঃ সুখের আশা করা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতেই আমাদেরকে জীবনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় জীবনে দুঃখ আসার সম্ভাবনাই বেশি।
ক. জীবন সঙ্গীত
খ. আশা
ক. জীবন সঙ্গীত
খ. আশা
গ. মানুষ
ক. আশা
খ. রানার
গ. জীবন সঙ্গীত
ঘ. মানুষ
উত্তরঃ জীবন সঙ্গীত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময় থাকতেই আমাদেরকে জীবনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় জীবনে দুঃখ আসার সম্ভাবনাই বেশ।
ক. i, ii ও iii
খ. i ও ii
ক. i ও ii
খ. i, ii ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. মানবতার কল্যাণ
খ. সুখী সমৃদ্ধ জীবন
ক. মানবতার কল্যাণ
খ. যশ-খ্যাতি লাভ
গ. সুখী সমৃদ্ধ জীবন
ক. মানবতার কল্যাণ
খ. যশ-খ্যাতি লাভ
গ. বৈরাগ্য থেকে মুক্তি
ঘ. সুখী সমৃদ্ধ জীবন
উত্তরঃ মানবতার কল্যাণ
ক. ভবের
খ. মানুষের
ক. মানুষের
খ. দেশের
গ. ভবের
ক. মানুষের
খ. জাতির
গ. ভবের
ঘ. দেশের
উত্তরঃ ভবের
ক. আয়ু
খ. বল
ক. আয়ু
খ. সহায়
গ. বল
ক. সহায়
খ. সম্পদ
গ. বল
ঘ. আয়ু
উত্তরঃ আয়ু
ক. জগতের উন্নতি জন্য
খ. সমাজের উন্নতির জন্য
ক. সমাজের উন্নতির জন্য
খ. পরিবারের উন্নতির জন্য
গ. জগতের উন্নতি জন্য
ক. নিজের উন্নতির জন্য
খ. সমাজের উন্নতির জন্য
গ. পরিবারের উন্নতির জন্য
ঘ. জগতের উন্নতি জন্য
উত্তরঃ জগতের উন্নতি জন্য
ক. ii ও iii
খ. i ও iii
ক. i ও iii
খ. i, ii ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“জীবনের গল্প আছে বাকী অল্প,
যা কিছু বলার যাও বলে যাও,
যা কিছু করার যাও করে যাও
পাবে না সময় আর হয়তো।”
ক. আয়ু যেন শৈবালের নীর
খ. বৃথা ক্ষয় এ জীবন
ক. আয়ু যেন শৈবালের নীর
খ. এ জীবন নিশার স্বপন
গ. ওহে জীব করো আকিঞ্চন
ক. এ জীবন নিশার স্বপন
খ. বৃথা ক্ষয় এ জীবন
গ. আয়ু যেন শৈবালের নীর
ঘ. ওহে জীব করো আকিঞ্চন
উত্তরঃ আয়ু যেন শৈবালের নীর
ক. ক্ষণস্থায়ী
খ. শিশিরের মত
ক. পানির মত
খ. শিশিরের মত
গ. ক্ষণস্থায়ী
ক. পানির মত
খ. শিশিরের মত
গ. ক্ষণস্থায়ী
ঘ. দীর্ঘস্থায়ী
উত্তরঃ ক্ষণস্থায়ী
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। কখনো ছেলের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে যান এবং গ্রামে টাকা পাঠান। সাজ্জাদও বাবার স্বপ্নকে বুকে ধারন করে দৃঢ়চিত্তে পড়াশোনা করে এবার মেডিক্যাল-এ ভর্তি হয়।
প্রশ্নঃ উদ্দীপকের ফজলু 'জীবন-সঙ্গীত' কবিতার কোন পঙ্ক্তির ভাবটি নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন?
[ Jess-19 ]
ক. করো নিত্য নিজ কাজ
খ. করো না সুখের আশ
ক. বাহ্যদৃশ্যে ভুলো না রে মন
খ. করো নিত্য নিজ কাজ
গ. হয়ে ভীত হইও না মানব
ক. করো না সুখের আশ
খ. বাহ্যদৃশ্যে ভুলো না রে মন
গ. হয়ে ভীত হইও না মানব
ঘ. করো নিত্য নিজ কাজ
উত্তরঃ করো নিত্য নিজ কাজ
ক. i
খ. i ও ii
ক. i
খ. ii
গ. i ও ii
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
উত্তরঃ i ও ii
ক. মানবজন্ম অত্যন্ত মূল্যবান
খ. আত্মার অবিনশ্বরতা
ক. আত্মার অবিনশ্বরতা
খ. সাধনার দ্বারা অমরত্ব লাভ
গ. জীবনের ক্ষণস্থায়িত্ব
ক. আত্মার অবিনশ্বরতা
খ. সাধনার দ্বারা অমরত্ব লাভ
গ. মানবজন্ম অত্যন্ত মূল্যবান
ঘ. জীবনের ক্ষণস্থায়িত্ব
উত্তরঃ আত্মার অবিনশ্বরতা
প্রশ্নঃ জীবন সংগীত কবিতায় কবি মানবগনকে বারণ করেছেন-
(i) ভয়ে ভীত হতে
(ii) সুখের আশা করতে
(iii) বৃথা জীবন ক্ষয় করতে
[ সকল বোর্ড-18 ]
ক. i ও ii
খ. i, ii ও iii
ক. i, ii ও iii
খ. i ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii