প্রশ্নঃ “আর কি হে হবে দেখা? যত দিন যাবে”- এ চরণে ফুটে উঠেছে কবির-
[ Dha-20 ]
ক. বিষন্নতা
খ. আক্ষেপ
গ. উদ্বিগ্নতা
ঘ. অস্থিরতা
উত্তরঃ উদ্বিগ্নতা
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
ক. সেই দিন এই মাঠ
খ. কপোতাক্ষ নদ
ক. সেই দিন এই মাঠ
খ. পল্লিজননী
গ. কপোতাক্ষ নদ
ক. সেই দিন এই মাঠ
খ. কপোতাক্ষ নদ
গ. পল্লিজননী
ঘ. আমার পরিচয়
উত্তরঃ কপোতাক্ষ নদ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।”
ক. স্মৃতিকাতরতা
খ. মিনতি
ক. স্মৃতিকাতরতা
খ. মিনতি
গ. সংশয়
ক. দেশপ্রেম
খ. স্মৃতিকাতরতা
গ. মিনতি
ঘ. সংশয়
উত্তরঃ স্মৃতিকাতরতা
ক. গাবে বঙ্গজ জনের কানে
খ. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
ক. আর কি হে হবে দেখা?
খ. সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
গ. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
ক. আর কি হে হবে দেখা?
খ. গাবে বঙ্গজ জনের কানে
গ. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
ঘ. সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
উত্তরঃ দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
ক. মায়ের
খ. জন্মভূমির
ক. মায়ের
খ. জন্মভূমির
গ. বঙ্গজ জনের
ক. হৃদয় কাতরতার
খ. বঙ্গজ জনের
গ. জন্মভূমির
ঘ. মায়ের
উত্তরঃ মায়ের
ক. আর কি হে হবে দেখা? যত দিন যাবে
খ. বহুদেশে দেখিয়াছি বহু নদ-দলে
ক. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
খ. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
গ. আর কি হে হবে দেখা? যত দিন যাবে
ক. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
খ. বহুদেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ. আর কি হে হবে দেখা? যত দিন যাবে
ঘ. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
উত্তরঃ আর কি হে হবে দেখা? যত দিন যাবে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়?”
ক. কাজী নজরুল ইসলাম
খ. মাইকেল মধুসূদন দত্ত
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. লালন শাহ
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. লালন শাহ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জানিনে তোর ধন রতন
আছে কিনা রাণীর মতন
শুধু জানি আমার অঙ্গ
জুড়ায় তোমার ছায়ায় এসে
ক. দেশপ্রেম
খ. সৌন্দর্য বন্দনা
ক. দেশপ্রেম
খ. আবেগ
গ. সৌন্দর্য বন্দনা
ক. প্রকৃতিপ্রেম
খ. সৌন্দর্য বন্দনা
গ. দেশপ্রেম
ঘ. আবেগ
উত্তরঃ দেশপ্রেম
ক. আমার পরিচয়
খ. কপোতাক্ষ নদ
ক. আম-আঁটির ভেঁপু
খ. কপোতাক্ষ নদ
গ. সেদিন এই মাঠ
ক. আম-আঁটির ভেঁপু
খ. সেদিন এই মাঠ
গ. আমার পরিচয়
ঘ. কপোতাক্ষ নদ
উত্তরঃ কপোতাক্ষ নদ
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম,
অতিভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
ক. সেই দিন এই মাঠ
খ. কপোতাক্ষ নদ
ক. সেই দিন এই মাঠ
খ. কপোতাক্ষ নদ
গ. আমি কোনো আগন্তুক নই
ক. সেই দিন এই মাঠ
খ. আমি কোনো আগন্তুক নই
গ. কপোতাক্ষ নদ
ঘ. পল্লীজননী
উত্তরঃ কপোতাক্ষ নদ
ক. ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ
খ. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
ক. পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল
খ. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
গ. আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি
ক. ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ
খ. পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল
গ. আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি
ঘ. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
উত্তরঃ কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
ক. কবির গ্রামকে
খ. সাগরকে
ক. সাগরকে
খ. কপোতাক্ষ নদকে
গ. কবির গ্রামকে
ক. কপোতাক্ষ নদকে
খ. সাগরকে
গ. নদীকে
ঘ. কবির গ্রামকে
উত্তরঃ সাগরকে
ক. i, ii ও iii
খ. i ও iii
ক. i ও ii
খ. i, ii ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,
আজ আর নেই,
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই
আজ আর নেই। —
ক. স্নেহ কাতরতা
খ. স্মৃতি কাতরতা
ক. স্মৃতি কাতরতা
খ. স্নেহ কাতরতা
গ. দেশপ্রেম
ক. দেশপ্রেম
খ. স্মৃতি কাতরতা
গ. স্নেহ কাতরতা
ঘ. অমরত্বের আকাঙ্ক্ষা
উত্তরঃ স্মৃতি কাতরতা
ক. ক খ খ গ ক খ খ গ
খ. ক খ ক খ ক খ খ ক
ক. ক খ খ ক ক খ খ ক
খ. ক খ ক খ ক খ ক খ
গ. ক খ ক খ ক খ খ ক
ক. ক খ খ ক ক খ খ ক
খ. ক খ ক খ ক খ খ ক
গ. ক খ খ গ ক খ খ গ
ঘ. ক খ ক খ ক খ ক খ
উত্তরঃ ক খ ক খ ক খ খ ক
ব্যাখ্যাঃ কপোতাক্ষ নদ কবিতার মিলনবিন্যাস: কখকখ কখখক গঘগ ঘগঘ।
ক. বারিকে
খ. কপোতাক্ষ নদকে
ক. বারিকে
খ. দেশকে
গ. কপোতাক্ষ নদকে
ক. কপোতাক্ষ নদকে
খ. বারিকে
গ. সাগরকে
ঘ. দেশকে
উত্তরঃ কপোতাক্ষ নদকে