প্রশ্নঃ দীর্ঘদিন খাদ্য তালিকায় আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
[ Din-17 | Raj-17 | Bari-17 | Syl-17 ]
ক. রিকেট
খ. ক্ষুধামন্দা
গ. অস্টিওম্যালেসিয়া
ঘ. ক্রেটিনিজম
উত্তরঃ ক্রেটিনিজম
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. ২
খ. ৫
ক. ২
খ. 8
গ. ৫
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫
উত্তরঃ ২
প্রশ্নঃ শিশুর কোয়াশিয়রকর রোগের কোন খাদ্য উপাদানটি বেশি খাওয়াতে হয়?
[ Chit-17 | Comi-17 | Dha-17 | Jess-17 ]
ক. কার্বোহাইড্রেট
খ. প্রোটিন
ক. কার্বোহাইড্রেট
খ. তেল ও চর্বি
গ. প্রোটিন
ক. প্রোটিন
খ. কার্বোহাইড্রেট
গ. তেল ও চর্বি
ঘ. খনিজ লবণ
উত্তরঃ প্রোটিন
ক. রক্তস্বল্পতা
খ. হাবাগোবা
ক. হাবাগোবা
খ. ডায়রিয়া
গ. রক্তস্বল্পতা
ক. ডায়রিয়া
খ. রাতকানা
গ. হাবাগোবা
ঘ. রক্তস্বল্পতা
উত্তরঃ হাবাগোবা
ক. ভিটামিন "এ"
খ. ভিটামিন "বি"
ক. ভিটামিন "সি"
খ. ভিটামিন "বি"
গ. ভিটামিন "ডি"
ক. ভিটামিন "এ"
খ. ভিটামিন "বি"
গ. ভিটামিন "সি"
ঘ. ভিটামিন "ডি"
উত্তরঃ ভিটামিন "বি"
ক. রিকেট
খ. কোয়াশিয়রকর
ক. রিকেট
খ. জন্ডিস
গ. কোয়াশিয়রকর
ক. রিকেট
খ. জন্ডিস
গ. হাড্ডিসার
ঘ. কোয়াশিয়রকর
উত্তরঃ কোয়াশিয়রকর
ক. রিকেট
খ. স্কার্ভি
ক. ডেঙ্গু
খ. হাম
গ. রিকেট
ক. ডেঙ্গু
খ. স্কার্ভি
গ. রিকেট
ঘ. হাম
উত্তরঃ রিকেট
ক. পয়টার
খ. রক্তস্বল্পতা
ক. পয়টার
খ. রক্তস্বল্পতা
গ. রাতকানা
ক. পেলেগ্রা
খ. পয়টার
গ. রাতকানা
ঘ. রক্তস্বল্পতা
উত্তরঃ পয়টার
ক. ১০
খ. ৫
ক. ৫
খ. ৩০
গ. ১০
ক. ৫
খ. ১০
গ. ২৫
ঘ. ৩০
উত্তরঃ ১০
ক. কোয়াশিয়রকর
খ. রিকেট
ক. রিকেট
খ. ম্যারাসমাস
গ. কোয়াশিয়রকর
ক. রিকেট
খ. গলগন্ড
গ. ম্যারাসমাস
ঘ. কোয়াশিয়রকর
উত্তরঃ কোয়াশিয়রকর
ক. পাকা পেঁপে, পাকা আম
খ. আমড়া, পেয়ারা
ক. আমলকী, জলপাই
খ. আমড়া, পেয়ারা
গ. পাকা পেঁপে, পাকা আম
ক. আমলকী, জলপাই
খ. আমড়া, পেয়ারা
গ. লেবু, জামরুল
ঘ. পাকা পেঁপে, পাকা আম
উত্তরঃ পাকা পেঁপে, পাকা আম
ক. লৌহ
খ. আয়োডিন
ক. সোডিয়াম
খ. আয়োডিন
গ. ক্যালসিয়াম
ক. লৌহ
খ. সোডিয়াম
গ. আয়োডিন
ঘ. ক্যালসিয়াম
উত্তরঃ আয়োডিন
প্রশ্নঃ আয়োডিনের অভাবে যে রোগ হয়-
(i) গয়টার
(ii) বামনত্ব
(iii) পেলেগ্রা
[ Chit-17 | Comi-17 | Dha-17 | Jess-17 ]
ক. i, ii ও iii
খ. i ও ii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সাত বছর বয়সি চঞ্চল প্রকৃতির রায়না প্রতিদিন স্কুলে চিপস, ঝালমুড়ি ও ফুসকা খায়। বাড়ি ফিরে খাবার খেতে চায় না। মাছ, মাংস, ডিম ও দুধ খেতে অনীহা প্রকাশ করে। ফলে তার ওজন দিন দিন কমে যাচ্ছে।
ক. মেধাশক্তির হ্রাস
খ. পৃত্তথলির পাথর
ক. মেধাশক্তির হ্রাস
খ. পৃত্তথলির পাথর
গ. হৃদরোগ
ক. হৃদরোগ
খ. পৃত্তথলির পাথর
গ. রক্তচাপ বেড়ে যাওয়া
ঘ. মেধাশক্তির হ্রাস
উত্তরঃ মেধাশক্তির হ্রাস
প্রশ্নঃ রায়নার সুস্থতায় প্রয়োজন—
(i) পর্যাপ্ত ঘুম
(ii) খেলাধুলা করা
(iii) ক্যালরিবহুল খাদ্য
[ সকল বোর্ড-16 ]
ক. ii ও iii
খ. i ও iii
ক. ii ও iii
খ. i ও iii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. হাড্ডিসার
খ. গা ফোলা
ক. গা ফোলা
খ. চিলোসিস
গ. পেলেগ্রা
ক. চিলোসিস
খ. পেলেগ্রা
গ. গা ফোলা
ঘ. হাড্ডিসার
উত্তরঃ গা ফোলা