নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“আমার বাড়ি যাইও ভোমর
বসতে দেব পিঁড়ে
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।”
প্রশ্নঃ ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমান চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে -
(i) সৌজন্যবোধ
(ii) কর্মনিষ্ঠা
(iii) স্বদেশপ্রীতি
[ Comi-19 ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. মাংস
খ. আলু
ক. বাদাম
খ. কিসমিস
গ. মাংস
ক. বাদাম
খ. কিসমিস
গ. মাংস
ঘ. আলু
উত্তরঃ মাংস
প্রশ্নঃ "প্রবাস বন্ধু" রচনায় আব্দুর রহমানের মধ্যে ফুটে উঠেছে-
(i) সরলতা
(ii) দেশপ্রেম
(iii) আতিথেয়তা
[ Raj-23 ]
ক. ii ও iii
খ. i, ii ও iii
ক. i, ii ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মামার বাসায় থাকে মাতৃহীন অনিক। নিঃসন্তান মামির অকারণে ঘর গোছানো, লেখাপড়ার খোঁজ-খবর নেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচারের মতো মনে হয়। বিশেষ করে খাওয়া-দাওয়ার ব্যাপারে সে কিছুতেই মামিকে খুশি করতে পারে না।
ক. তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি।
খ. তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল-রান্নাঘরে আরো আছে।
ক. আমার ভৃত্য আগা আবদুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন।
খ. তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল-রান্নাঘরে আরো আছে।
গ. তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি।
ক. আমার ভৃত্য আগা আবদুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন।
খ. তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি।
গ. তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল-রান্নাঘরে আরো আছে।
ঘ. মাথা নিচু করে বললো, ‘আমার রান্না হুজুরের পছন্দ হয়নি'।
উত্তরঃ তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি।
ক. i, ii ও iii
খ. i ও ii
ক. i, ii ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. আট
খ. দশ
ক. পাঁচ
খ. আট
গ. দশ
ক. পাঁচ
খ. আট
গ. দশ
ঘ. বারো
উত্তরঃ দশ
ক. কাবুল
খ. পানশির
ক. পানশির
খ. কাবুল
গ. পাগমান
ক. খাজামোল্লা
খ. পানশির
গ. কাবুল
ঘ. পাগমান
উত্তরঃ পানশির
ক. অতিথি সেবা
খ. গুরুভক্তি
ক. আপ্যায়ন
খ. অতিথি সেবা
গ. গুরুভক্তি
ক. আপ্যায়ন
খ. বিনয়
গ. গুরুভক্তি
ঘ. অতিথি সেবা
উত্তরঃ গুরুভক্তি
ব্যাখ্যাঃ গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানে এ ধরনের একটা সংস্কার আছে।
ক. আড়াই মাইল
খ. দুই মাইল
ক. দুই মাইল
খ. তিন মাইল
গ. আড়াই মাইল
ক. দেড় মাইল
খ. দুই মাইল
গ. আড়াই মাইল
ঘ. তিন মাইল
উত্তরঃ আড়াই মাইল
ক. ভ্রমণের জন্য
খ. প্রাণ বাঁচানোর জন্য
ক. ভ্রমণের জন্য
খ. প্রাণ বাঁচানোর জন্য
গ. ঝরনা দেখার জন্য
ক. পাহাড় দেখার জন্য
খ. ভ্রমণের জন্য
গ. প্রাণ বাঁচানোর জন্য
ঘ. ঝরনা দেখার জন্য
উত্তরঃ প্রাণ বাঁচানোর জন্য
ক. অধ্যক্ষ জিরারের
খ. আব্দুর রহমানের
ক. আব্দুর রহমানের
খ. টাঙাওয়ালার
গ. লেখকের
ক. অধ্যক্ষ জিরারের
খ. লেখকের
গ. টাঙাওয়ালার
ঘ. আব্দুর রহমানের
উত্তরঃ আব্দুর রহমানের
প্রশ্নঃ “আবদুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।”— এ বাক্যে আবদুর রহমান কীসের অভয় বাণী দিল?
[ Chit-19 ]
ক. খাবারের
খ. বরফের
ক. খাবারের
খ. নিরাপত্তার
গ. বরফের
ক. বরফের
খ. খাবারের
গ. শীতের
ঘ. নিরাপত্তার
উত্তরঃ খাবারের
ক. দেশপ্রেম
খ. সরলতা
ক. কর্মদক্ষতা
খ. দেশপ্রেম
গ. অভিজ্ঞতা
ক. সরলতা
খ. কর্মদক্ষতা
গ. দেশপ্রেম
ঘ. অভিজ্ঞতা
উত্তরঃ দেশপ্রেম
ক. কালো
খ. নীল
ক. সাদা
খ. নীল
গ. ধূসর
ক. সাদা
খ. নীল
গ. কালো
ঘ. ধূসর
উত্তরঃ নীল