প্রশ্নঃ মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার ইচ্ছাশক্তির সাথে পরিপূরক হিসেবে কোনটির প্রয়োজন?
[ সকল বোর্ড-14 ]
ক. বিজ্ঞানসম্মত চিকিৎসা
খ. সৎসঙ্গ পরিহার
গ. অবসর জীবনযাপন
ঘ. অতিরিক্ত কড়া শাসন
উত্তরঃ বিজ্ঞানসম্মত চিকিৎসা
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. অনিদ্রা
খ. কাজ করার আগ্রহ কমে যাওয়া
ক. কাজ করার আগ্রহ কমে যাওয়া
খ. অনিদ্রা
গ. উদ্যমের অভাব
ক. অনিদ্রা
খ. উদ্যমের অভাব
গ. কাজ করার আগ্রহ কমে যাওয়া
ঘ. পরিবারকে আর্থিক সংকটে ফেলা
উত্তরঃ কাজ করার আগ্রহ কমে যাওয়া
ক. বিষণ্ণতা
খ. মিথ্যা বলা
ক. মিথ্যা বলা
খ. অবসাদ
গ. উগ্র আচরণ
ক. অবসাদ
খ. বিষণ্ণতা
গ. মিথ্যা বলা
ঘ. উগ্র আচরণ
উত্তরঃ মিথ্যা বলা
ক. ২০ বছর
খ. ১৮ বছর
ক. ১৮ বছর
খ. ১৯ বছর
গ. ১৬ বছর
ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ১৯ বছর
ঘ. ২০ বছর
উত্তরঃ ১৮ বছর
ক. মায়া-মমতার অভাব
খ. উদ্যমের অভাব
ক. মায়া-মমতার অভাব
খ. উদ্যমের অভাব
গ. অবসাদ ও বিষণ্ণতা
ক. মিথ্যা বলা
খ. উদ্যমের অভাব
গ. অবসাদ ও বিষণ্ণতা
ঘ. মায়া-মমতার অভাব
উত্তরঃ মায়া-মমতার অভাব
ক. ১৯৯০
খ. ১৯৮৪
ক. ১৯৮৪
খ. ১৯৯১
গ. ১৯৯০
ক. ১৯৮৪
খ. ১৯৮৮
গ. ১৯৯০
ঘ. ১৯৯১
উত্তরঃ ১৯৯০
ক. আনন্দ-ফুর্তিতে মেতে থাকা
খ. মাদককে না বলা
ক. মাদককে না বলা
খ. আনন্দ-ফুর্তিতে মেতে থাকা
গ. অসৎ সঙ্গ ত্যাগ করা
ক. অসৎ সঙ্গ ত্যাগ করা
খ. মাদককে না বলা
গ. খেলাধুলায় মনোযোগী হওয়া
ঘ. আনন্দ-ফুর্তিতে মেতে থাকা
উত্তরঃ মাদককে না বলা
ক. ১৮
খ. ২১
ক. ১৯
খ. ২১
গ. ১৮
ক. ১৮
খ. ১৯
গ. ২০
ঘ. ২১
উত্তরঃ ১৮
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
সপ্তম শ্রেণিতে পড়ুয়া লায়লার বাবা-মা তার বিবাহ দেওয়ার ব্যবস্থা করে। লায়লা বাবা-মাকে বোঝাতে চেষ্টা করে সে আরও লেখাপড়া করবে এবং বড় হবে।
ক. ২১ বছরের নিচে
খ. ১৮ বছরের নিচে
ক. ১৮ বছরের উপরে
খ. ২১ বছরের উপরে
গ. ১৮ বছরের নিচে
ক. ১৮ বছরের নিচে
খ. ১৮ বছরের উপরে
গ. ২১ বছরের নিচে
ঘ. ২১ বছরের উপরে
উত্তরঃ ১৮ বছরের নিচে
প্রশ্নঃ লায়লার পদক্ষেপে প্রকাশ পায়-
(i) প্রস্তাব প্রত্যাখ্যানের
(ii) বিয়ে প্রতিরোধের
(iii) সামাজিক প্রতিবন্ধকতা দূরকরণ
[ সকল বোর্ড-16 ]
ক. i, ii ও iii
খ. i ও iii
ক. i, ii ও iii
খ. i ও ii
গ. i ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. বৃদ্ধ কাল
খ. কৈশোর কাল
ক. কৈশোর কাল
খ. একবছর বয়স
গ. যৌবন কাল
ক. একবছর বয়স
খ. কৈশোর কাল
গ. যৌবন কাল
ঘ. বৃদ্ধ কাল
উত্তরঃ কৈশোর কাল
ক. সহজে অপরাধ জগতে প্রবেশ করে
খ. শেখার ক্ষমতা হ্রাস পায়
ক. কাজ করার ক্ষমতা হ্রাস পায়
খ. শেখার ক্ষমতা হ্রাস পায়
গ. পারিবারিক আর্থিক সংকট হয়
ক. কাজ করার ক্ষমতা হ্রাস পায়
খ. শেখার ক্ষমতা হ্রাস পায়
গ. পারিবারিক আর্থিক সংকট হয়
ঘ. সহজে অপরাধ জগতে প্রবেশ করে
উত্তরঃ শেখার ক্ষমতা হ্রাস পায়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জাভেদ বড় হওয়ার সঙ্গে সঙ্গে দল গঠন, বন্ধুপ্রীতি এগুলোর প্রতি ঝুঁকে পড়েছিল এবং ঘরে দেরি করে ফিরত। ঘরে দেরি করে ফেরার কারণ জিজ্ঞেস করলে সে মেজাজ করত। কিন্তু শ্রেণিকক্ষে ধর্মের শিক্ষকের কাছে মাদকাসক্তির মন্দ দিক, ভালো বন্ধু, মন্দ বন্ধু, পিতা- মাতার প্রতি কর্তব্য সম্পর্কে জেনেছে। সে আরও জেনেছে, এ বয়সে প্রয়োজনের অতিরিক্ত মেলামেশার ফলে নিজের ক্ষতি হতে পারে। এখন সে খুব সতর্কতার সাথে চলাফেরা করে।
ক. পাড়া, মহল্লা ও বন্ধুবান্ধবদের মাঝে
খ. নিজ শ্রেণি ও সকল শ্রেণিতে
ক. পাড়া, মহল্লা ও বন্ধুবান্ধবদের মাঝে
খ. নিজ শ্রেণি ও সকল শ্রেণিতে
গ. ঘরে ঘরে ও আত্মীয়স্বজনদের মাঝে
ক. নিজ শ্রেণি ও সকল শ্রেণিতে
খ. ঘরে ঘরে ও আত্মীয়স্বজনদের মাঝে
গ. পাড়ায় ও ভাইবোনদের মাঝে
ঘ. পাড়া, মহল্লা ও বন্ধুবান্ধবদের মাঝে
উত্তরঃ পাড়া, মহল্লা ও বন্ধুবান্ধবদের মাঝে
ক. i, ii ও iii
খ. ii ও iii
ক. i, ii ও iii
খ. i ও iii
গ. i ও ii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii