প্রশ্নঃ কিডনি আক্রান্ত রোগীদের কোন খাদ্যগুলো নিয়ন্ত্রণ করতে হবে?
[ সকল বোর্ড-14 ]
ক. ভাত, রুটি, আলু
খ. মাছ, মাংস, ডিম
গ. ফল, সবজি, পানি
ঘ. ঘি, মাখন, তেল
উত্তরঃ মাছ, মাংস, ডিম
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. জীবাণুমুক্ত করতে
খ. ঘর ঠান্ডা করতে
ক. জীবাণুমুক্ত করতে
খ. মেঝে শুষ্ক রাখতে
গ. ঘর ঠান্ডা করতে
ক. জীবাণুমুক্ত করতে
খ. মেঝে শুষ্ক রাখতে
গ. ঘর ঠান্ডা করতে
ঘ. ঘর উজ্জ্বল রাখতে
উত্তরঃ জীবাণুমুক্ত করতে
ক. প্রোটিন
খ. স্নেহপদার্থ
ক. কার্বোহাইড্রেট
খ. স্নেহপদার্থ
গ. প্রোটিন
ক. প্রোটিন
খ. কার্বোহাইড্রেট
গ. ভিটামিন
ঘ. স্নেহপদার্থ
উত্তরঃ প্রোটিন
ক. জ্বর
খ. ডায়রিয়া
ক. জ্বর
খ. সর্দি
গ. ডায়রিয়া
ক. জ্বর
খ. সর্দি
গ. জন্ডিস
ঘ. ডায়রিয়া
উত্তরঃ জ্বর
ক. বেশি জ্বরে
খ. অল্প জ্বরে
ক. বেশি জ্বরে
খ. হৃদরোগে
গ. মাথা ব্যথায়
ক. অল্প জ্বরে
খ. হৃদরোগে
গ. বেশি জ্বরে
ঘ. মাথা ব্যথায়
উত্তরঃ বেশি জ্বরে
ক. নীরবতা
খ. পরিছন্নতা
ক. নীরবতা
খ. পরিছন্নতা
গ. বায়ু চলাচল
ক. নীরবতা
খ. পরিছন্নতা
গ. বায়ু চলাচল
ঘ. আলোর ব্যবহার
উত্তরঃ পরিছন্নতা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দশ বছর বয়সি ছোট ভাই রুদ্রর জ্বর হওয়ায় তার পরিচর্যার দায়িত্ব পড়ে বড় বোন আনিকার ওপর। ডাক্তার আনিকাকে রুদ্রের শরীরের তাপমাত্রা, নাড়ির ও শ্বাস-প্রশ্বাসের গতি রেকর্ড করতে বলেন।
ক. i ও ii
খ. ii ও iii
ক. ii ও iii
খ. i ও iii
গ. i, ii ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
ক. ১১০ - ১২০ বার
খ. ৮০ - ৯০ বার
ক. ৮০ - ৯০ বার
খ. ১৩০ - ১৪০ বার
গ. ১১০ - ১২০ বার
ক. ৬৫ - ৮০ বার
খ. ৮০ - ৯০ বার
গ. ১১০ - ১২০ বার
ঘ. ১৩০ - ১৪০ বার
উত্তরঃ ৮০ - ৯০ বার
ক. ৯০ - ১০০ বার
খ. ৮০ - ৯০ বার
ক. ৮০ - ৯০ বার
খ. ৬০ - ৭৫ বার
গ. ৯০ - ১০০ বার
ক. ৬০ - ৭৫ বার
খ. ৬৫ - ৮০ বার
গ. ৮০ - ৯০ বার
ঘ. ৯০ - ১০০ বার
উত্তরঃ ৮০ - ৯০ বার
ক. i, ii ও iii
খ. ii ও iii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
তনু স্কুল থেকে ফেরার পথে বৈশাখী ঝড়-বৃষ্টিতে ভিজে বাড়ি আসে। বাড়ি এসে ঠাণ্ডা পানি পান করে। কিছুক্ষণ পর তনু কাশতে শুরু করে এবং তার সর্দি ও জ্বর দেখা দেয়। মা তনুর ছোট ভাই ধ্রুবকে তনুর ব্যবহৃত রুমাল ধরতে নিষেধ করেন।
ক. i, ii ও iii
খ. i ও iii
ক. i ও ii
খ. i, ii ও iii
গ. i ও iii
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও iii
ক. ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা
খ. দরজা-জানালায় পর্দার ব্যবহার না করা
ক. ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা
খ. নিত্য ব্যবহার্য জিনিস সপ্তাহে একবার ধোয়া
গ. দরজা-জানালায় পর্দার ব্যবহার না করা
ক. নিত্য ব্যবহার্য জিনিস সপ্তাহে একবার ধোয়া
খ. ব্যবহৃত পোশাক অল্প রোদে শুকানো
গ. দরজা-জানালায় পর্দার ব্যবহার না করা
ঘ. ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা
উত্তরঃ ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা