প্রশ্নঃ "আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে"- চরণটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?
[ Raj-18 ]
ক. অমরত্ব
খ. স্বদেশপ্রেম
গ. আধ্যাত্মিকতা
ঘ. মননশীলতা
উত্তরঃ স্বদেশপ্রেম
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. ডাঙায়
খ. ঘরে
ক. বাতাসে
খ. ডাঙায়
গ. ডালে
ক. ডাঙায়
খ. বাতাসে
গ. ডালে
ঘ. ঘরে
উত্তরঃ ডাঙায়
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।
ক. দেশপ্রেম
খ. পুনর্জন্ম
ক. দেশপ্রেম
খ. মানবপ্রেম
গ. পুনর্জন্ম
ক. দেশপ্রেম
খ. প্রকৃতিপ্রেম
গ. মানবপ্রেম
ঘ. পুনর্জন্ম
উত্তরঃ পুনর্জন্ম
ক. শিমুলের ডালে
খ. কাঁঠালের ডালে
ক. বটের ডালে
খ. শিমুলের ডালে
গ. হিজলের ডালে
ক. বটের ডালে
খ. হিজলের ডালে
গ. শিমুলের ডালে
ঘ. কাঁঠালের ডালে
উত্তরঃ শিমুলের ডালে
প্রশ্নঃ "রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে"— এখানে "রাঙা মেঘ" দ্বারা কী বোঝানো হয়েছে?
[ Mym-19 ]
ক. সন্ধ্যার আবহ
খ. মেঘের ভয়ানক রূপ
ক. সন্ধ্যার আবহ
খ. মেঘের ভয়ানক রূপ
গ. মেঘের গর্জন
ক. সন্ধ্যার আবহ
খ. মেঘের ভয়ানক রূপ
গ. মেঘের গর্জন
ঘ. পাখিদের নীড়ে ফেরার সংকেত
উত্তরঃ সন্ধ্যার আবহ
ক. কাঁঠাল ছায়ায়
খ. সন্ধ্যার বাতাসে
ক. সন্ধ্যার বাতাসে
খ. কাঁঠাল ছায়ায়
গ. উঠানের ঘাসে
ক. উঠানের ঘাসে
খ. শিমুলের ডালে
গ. সন্ধ্যার বাতাসে
ঘ. কাঁঠাল ছায়ায়
উত্তরঃ সন্ধ্যার বাতাসে
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“এবার মরে সোনা হব
স্বর্ণকারের দোকানে রব।”
ক. দুই বিঘা জমি
খ. আবার আসিব ফিরে
ক. দুই বিঘা জমি
খ. রুপাই
গ. আবার আসিব ফিরে
ক. বঙ্গভূমির প্রতি
খ. আবার আসিব ফিরে
গ. দুই বিঘা জমি
ঘ. রুপাই
উত্তরঃ আবার আসিব ফিরে
ক. আকাশ পেরিয়ে
খ. সাঁতরায়ে
ক. আকাশ পেরিয়ে
খ. সাঁতরায়ে
গ. আকাশ ঘুরে
ক. সাঁতরায়ে
খ. আকাশ পেরিয়ে
গ. দলবেঁধে
ঘ. আকাশ ঘুরে
উত্তরঃ সাঁতরায়ে
ক. কাঁঠাল ছায়ায়
খ. শিমুলের ডালে
ক. কাঁঠাল ছায়ায়
খ. শিমুলের ডালে
গ. সবুজ ডাঙায়
ক. নবান্নের দেশে
খ. শিমুলের ডালে
গ. সবুজ ডাঙায়
ঘ. কাঁঠাল ছায়ায়
উত্তরঃ কাঁঠাল ছায়ায়
ক. জীবনানন্দ দাস
খ. জসীমউদ্দীন
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাস
গ. সুফিয়া কামাল
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ জীবনানন্দ দাস
ক. ১৯৭৪
খ. ১৯৫৪
ক. ১৯৬৪
খ. ১৯৮৪
গ. ১৯৫৪
ক. ১৯৫৪
খ. ১৯৬৪
গ. ১৯৭৪
ঘ. ১৯৮৪
উত্তরঃ ১৯৫৪
ক. ধবল বক
খ. মাছরাঙা
ক. মাছরাঙা
খ. ধবল বক
গ. পাতিহাঁস
ক. মাছরাঙা
খ. এক ঝাঁক সারস
গ. পাতিহাঁস
ঘ. ধবল বক
উত্তরঃ ধবল বক
ক. বিশেষ ভালোলাগায়
খ. স্বদেশপ্রেমের জন্য
ক. স্বদেশপ্রেমের জন্য
খ. বিশেষ ভালোলাগায়
গ. নিরুপায় হয়ে
ক. পুনর্জন্মের বিশ্বাসে
খ. নিরুপায় হয়ে
গ. বিশেষ ভালোলাগায়
ঘ. স্বদেশপ্রেমের জন্য
উত্তরঃ স্বদেশপ্রেমের জন্য
ক. দেশপ্রেমের বিশ্বাস
খ. অন্ধবিশ্বাস
ক. দেশপ্রেমের বিশ্বাস
খ. পুনর্জন্মের বিশ্বাস
গ. অন্ধবিশ্বাস
ক. দেশপ্রেমের বিশ্বাস
খ. প্রকৃতিপ্রেমের বিশ্বাস
গ. পুনর্জন্মের বিশ্বাস
ঘ. অন্ধবিশ্বাস
উত্তরঃ দেশপ্রেমের বিশ্বাস
ক. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
খ. বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
ক. বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
খ. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
গ. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
ক. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
খ. বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
গ. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
ঘ. সুধার ধারা গড়িয়ে পরে গঞ্জ-নগর ছায়
উত্তরঃ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
ক. অগ্রহায়ণ
খ. কার্তিক
ক. পৌষ
খ. আশ্বিন
গ. কার্তিক
ক. অগ্রহায়ণ
খ. পৌষ
গ. কার্তিক
ঘ. আশ্বিন
উত্তরঃ কার্তিক