নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
পৌষ মাসের কনকনে শীত। রাবেয়া তার রুগ্ণ সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া কিছুই নেই। রাবেয়া চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে চোখ খুলে দেখল একটি গাড়ি এসে হাজির হলো। মনের আনন্দে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে হাসপাতালে গেল।
প্রশ্নঃ উদ্দীপকের রাবেয়ার কৃতজ্ঞতা ‘প্রার্থনা" কবিতার কোন দিকের প্রতিচ্ছবি?
[ Dha-17 ]
ক. স্রষ্টা অনন্ত
খ. স্রষ্টা মালিক
গ. স্রষ্টা বিশ্বভুবন
ঘ. স্রষ্টা অসীম দয়াময়
উত্তরঃ স্রষ্টা অসীম দয়াময়
একই অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন
ক. মনে শক্তি দাও
খ. দেহ, হৃদয় ও বল
ক. মনে শক্তি দাও
খ. দেহ হৃদয়ের কথা বলে
গ. দেহ ও মনে বল
ক. দেহ ও মনে বল
খ. দেহ, হৃদয় ও বল
গ. মনে শক্তি দাও
ঘ. দেহ হৃদয়ের কথা বলে
উত্তরঃ মনে শক্তি দাও
ক. শূন্য হাতে
খ. শোকানলসহ
ক. শোকানলসহ
খ. অবসাদ নিয়ে
গ. শূন্য হাতে
ক. শূন্য হাতে
খ. সম্বল নিয়ে
গ. শোকানলসহ
ঘ. অবসাদ নিয়ে
উত্তরঃ শূন্য হাতে
ক. পাষাণ
খ. অত্যাচার
ক. পাষাণ
খ. শোষণ
গ. অত্যাচার
ক. পাষাণ
খ. অত্যাচার
গ. শোষণ
ঘ. বিষন্নতা
উত্তরঃ অত্যাচার
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"এই সুন্দর ফুল, সুন্দর ফল
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি।"
ক. তরুলতা শিরে, তোমারি প্রসাদ
খ. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
ক. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
খ. তরুলতা শিরে, তোমারি প্রসাদ
গ. তোমারি নিঃশ্বাস বসন্তের বায়ু
ক. সদা আত্মহারা তব গুণগানে
খ. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
গ. তরুলতা শিরে, তোমারি প্রসাদ
ঘ. তোমারি নিঃশ্বাস বসন্তের বায়ু
উত্তরঃ তরুলতা শিরে, তোমারি প্রসাদ
ক. স্তুতি
খ. অশ্রু
ক. স্তুতি
খ. অশ্রু
গ. ভক্তি
ক. স্তুতি
খ. ভক্তি
গ. অশ্রু
ঘ. আরতি
উত্তরঃ অশ্রু
ক. তরুলতা
খ. স্নেহকণা
ক. তরুলতা
খ. মঙ্গল
গ. স্নেহকণা
ক. তরুলতা
খ. স্নেহকণা
গ. প্রসাদ
ঘ. মঙ্গল
উত্তরঃ স্নেহকণা
ক. প্রসাদ
খ. আয়ু
ক. আয়ু
খ. প্রসাদ
গ. বায়ু
ক. আয়ু
খ. বায়ু
গ. প্রসাদ
ঘ. সুখ
উত্তরঃ আয়ু
ক. তোমারি নিঃশ্বাসে বসন্তের বায়ু
খ. তোমারি দুয়ারে আজি রিক্ত করে
ক. তোমারি দুয়ারে আজি রিক্ত করে
খ. তুমি মোর পথের সম্বল
গ. তোমারি নিঃশ্বাসে বসন্তের বায়ু
ক. তুমি মোর পথের সম্বল
খ. তোমারি দুয়ারে আজি রিক্ত করে
গ. তোমারি নিঃশ্বাসে বসন্তের বায়ু
ঘ. তব স্নেহ কণা জগতের আয়ু
উত্তরঃ তোমারি দুয়ারে আজি রিক্ত করে
ক. তব স্নেহ কণা জগতের আয়ু
খ. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
ক. তব স্নেহ কণা জগতের আয়ু
খ. বিভো, দেহ হৃদে বল
গ. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
ক. বিভো, দেহ হৃদে বল
খ. তব স্নেহ কণা জগতের আয়ু
গ. ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
ঘ. তুমি মোর পথের সম্বল
উত্তরঃ তব স্নেহ কণা জগতের আয়ু
ক. শক্তি
খ. শান্তি
ক. শক্তি
খ. সাহস
গ. শান্তি
ক. শক্তি
খ. সাহস
গ. শান্তি
ঘ. করুণা
উত্তরঃ শক্তি
ক. প্রতিদিন
খ. প্রতি মুহূর্তে
ক. প্রতি মুহূর্তে
খ. প্রতিদিন
গ. নিশ্বাসে-প্রশ্বাসে
ক. প্রতি মুহূর্তে
খ. প্রতিদিন
গ. প্রতিদিন
ঘ. নিশ্বাসে-প্রশ্বাসে
উত্তরঃ প্রতি মুহূর্তে
ক. পথের সম্বল
খ. দেহ হৃদে বল
ক. অশেষ মঙ্গল
খ. দেহ হৃদে বল
গ. পথের সম্বল
ক. অশেষ মঙ্গল
খ. পথের সম্বল
গ. চারু ফুল ফল
ঘ. দেহ হৃদে বল
উত্তরঃ পথের সম্বল
ক. প্রার্থনায়
খ. একনিষ্ঠভাবে
ক. আড়ালে
খ. প্রার্থনায়
গ. একনিষ্ঠভাবে
ক. নীরবে
খ. একনিষ্ঠভাবে
গ. আড়ালে
ঘ. প্রার্থনায়
উত্তরঃ একনিষ্ঠভাবে
ক. স্নেহকণা
খ. চারু-ফুল-ফল
ক. স্নেহকণা
খ. বসন্তবায়ু
গ. হৃদয়ের শক্তি
ক. স্নেহকণা
খ. বসন্তবায়ু
গ. চারু-ফুল-ফল
ঘ. হৃদয়ের শক্তি
উত্তরঃ স্নেহকণা
ক. চারু
খ. প্রশংসা
ক. প্রশংসা
খ. প্রার্থনা
গ. অনুগ্রহ
ক. প্রার্থনা
খ. প্রশংসা
গ. অনুগ্রহ
ঘ. চারু
উত্তরঃ প্রশংসা