আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

ক. রৌদ্র ও বাতাসের কারণে

খ. টিনের চালার তৈরি ঘর তাই

গ. শীতাতপ নিয়ন্ত্রিত

ঘ. জানালা খোলা থাকে তাই

উত্তরঃ রৌদ্র ও বাতাসের কারণে

ক. উপরে

খ. রাস্তায়

গ. গাছে

ঘ. বাড়িতে

উত্তরঃ গাছে

ক. দূরে একটা লোকের

খ. ভূতের

গ. বন্ধুদের

ঘ. খেঁকশিয়ালের

উত্তরঃ খেঁকশিয়ালের

ক. এর চেয়ে বেশি লখা গাইতে পারে না

খ. লখা জন্ম বোবা

গ. ইচ্ছা করে

ঘ. কষ্ট ভুলে যাওয়া

উত্তরঃ লখা জন্ম বোবা

ক. মন শক্ত করার জন্য

খ. মন বড় করার জন্য

গ. ফুল পাড়ার জন্য

ঘ. ভয় কমানোর জন্য

উত্তরঃ মন শক্ত করার জন্য

ক. ১৯৪৫

খ. ১৯৫০

গ. ১৯৫১

ঘ. ১৯৫২

উত্তরঃ ১৯৫২

ক. কষ্ট ভুলে যাওয়া

খ. মায়ের প্রতি ভালোবাসা

গ. মায়ের কথা

ঘ. কষ্ট

উত্তরঃ মায়ের প্রতি ভালোবাসা

ক. মাতৃভক্তি

খ. সংগীতপ্রীতি

গ. মাতৃভাষাপ্রীতি

ঘ. বন্ধুবাৎসল্য

উত্তরঃ মাতৃভাষাপ্রীতি

ক. বিদ্বান

খ. সাহসী

গ. প্রতিবন্ধী

ঘ. ভোলা

উত্তরঃ প্রতিবন্ধী

ক. টুক টুকে লাল ফুলকে

খ. তার মাকে

গ. কাঠবিড়ালি

ঘ. খেঁকশিয়াল

উত্তরঃ টুক টুকে লাল ফুলকে

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


প্রভাতফেরির মিছিল যাবে ছড়া ও ফুলের বন্যা বিষাদ্গগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা

ক. শোক মিছিলে অংশগ্রহণ

খ. মাতৃভাষার প্রতি শ্রদ্ধা

গ. একুশে চেতনা ধারণ

ঘ. রক্তাক্ত দেহে মাল্যদান

উত্তরঃ শোক মিছিলে অংশগ্রহণ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


আজ একুশে ফেব্রুয়ারি। গভীর রাতে ঘুম ভেঙে যায় মামুনের। যদিও তার শরীর খুবই খারাপ তথাপি সে ফুল সংগ্রহ করতে বের হয়। হাঁটতে | তার অনেক কষ্ট হলেও মনের জোরে চলে। তার মাথায় কেকা একটিই চিন্তা প্রভাতফেরিতে অংশগ্রহণ করতে হবে।

ক. অধ্যাপক কামাল

খ. বলাই

গ. লখা

ঘ. পারুল

উত্তরঃ লখা

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


নয়ন বাবার সাথে ফুল দিতে শহিদ মিনারে যেতে চায়। কিন্তু বাবা বললেন, 'সেখানে প্রচণ্ড ভিড়, তোমার গিয়ে কাজ নেই।' নয়ন এ কথা শুনে কান্না জুড়ে দিল। অগত্যা বাবা তাকে নিয়ে যেতে রাজি হলেন।

ক. অধ্যাপক কামাল

খ. লখা

গ. বলাই

ঘ. লালু

উত্তরঃ লখা