ক. ক্লোরিন গ্যাস
খ. পেট্রোলিয়াম
গ. জৈব পার অক্সাইড
ঘ. ওজোন
উত্তরঃ পেট্রোলিয়াম
ক. অস্থিত
খ. ক্ষয়কারক
গ. দাহ্য
ঘ. সুস্থিত
উত্তরঃ অস্থিত
ক. আলকেমি শব্দ দ্বারা মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো
খ. জৈব পার অক্সাইড নিজে নিজে বিক্রিয়া করতে পারে
গ. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি ব্যবহৃত হয় সর্বপ্রথম আমেরিকায় ১৯৩৬ সালে
ঘ. আন্তর্জাতিক রশ্মি চিহ্ন ট্রিফয়েল নামেও পরিচিত
উত্তরঃ আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি ব্যবহৃত হয় সর্বপ্রথম আমেরিকায় ১৯৩৬ সালে
প্রশ্নঃ কাঠ পোড়ালে যে পদার্থগুলো তৈরি হয় -
(i) কার্বন-ডাই অক্সাইড
(ii) জলীয় বাষ্প
(iii) মিথেন
[ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
প্রশ্নঃ Alchemy হলো—
(i) মিশরীয় শিল্পকলা
(ii) প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা
(iii) আল কিমিয়া থেকে উদ্ভূত
[ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii
প্রশ্নঃ মোম কী?
(i) একটি জৈব যৌগ
(ii) কার্বন ও হাইড্রোজেন যৌগ
(iii) এটি একটি হাইড্রোকার্বন
[ বগুড়া জিলা স্কুল, বগুড়া ]
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
প্রশ্নঃ শার্ট ও প্যান্ট হলো-
(i) জৈব যৌগ
(ii) অজৈব যৌগ
(iii) তন্তুর সমন্বয়ে গঠিত
[ কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ]
ক. i, ii ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ii ও iii