আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্ন দেখানোর সংখ্যাঃ
বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্যাখ্যাঃ
দেখান লুকান
ব্যাকগ্রাউন্ড কালারঃ লেফট মেনু কালারঃ রাইট মেনু কালারঃ মেনুবার কালারঃ ফন্ট কালারঃ প্রশ্নের ফন্ট কালারঃ ফন্ট আকারঃ

ক. বিশ্বস্ততা

খ. ক্ষমাশীলতা

গ. বিচক্ষণতা

ঘ. অনাড়ম্বরতা

উত্তরঃ ক্ষমাশীলতা

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে।

ক. দরিদ্রতা

খ. আড়ম্বরহীনতা

গ. মানবিকতা

ঘ. নৈতিকতা

উত্তরঃ আড়ম্বরহীনতা

ক. খয়বর

খ. ওহুদ

গ. বদর

ঘ. আহযাব

উত্তরঃ আহযাব

ক. শত্রুদের অভিসম্পাত করা

খ. শত্রুদের প্রতিরোধ করা

গ. শত্রুদের সাথে সন্ধি করা

ঘ. শত্রুদের সাথে বঞ্চনা করা

উত্তরঃ শত্রুদের অভিসম্পাত করা

ক. পলায়ন

খ. পরিত্যাগ

গ. পরিবর্তন

ঘ. শুভ সূচনা

উত্তরঃ পরিত্যাগ

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ
আমি দিই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর;

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ i ও ii

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


রফিক মায়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে উঠে। সে প্রলাপ করে বলে তার মা মরতেই পারে না। তার চাচা বলেন অস্থির হয়ো না। মৃত্যু মানুষের ভাগ্য এবং শেষ পরিণতি।

ক. হযরত মুহম্মদ (স.)

খ. হযরত আবু বকর (রা.)

গ. হযরত ওমর (রা.)

ঘ. হযরত আয়েশা (রা.)

উত্তরঃ হযরত আবু বকর (রা.)

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ
আমি দেই তারে বুক ভরা গান
কাঁটা পেয়ে তারে ফুল করি দান
সারাটি জনম ভর।

ক. হুদায়বিয়ার সন্ধি

খ. মক্কাবাসীদের ক্ষমা

গ. মদিনাবাসীদের ক্ষমা

ঘ. ইহুদিদের ক্ষমা

উত্তরঃ মক্কাবাসীদের ক্ষমা

ক. আমি রাজা নই, সম্রাট নই

খ. তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত

গ. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো

ঘ. তোমার পতাকা যদি দিয়েছ প্রভু

উত্তরঃ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:


‘শত প্রলোভ বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ।

ক. অনাড়ম্বরতা

খ. বিচক্ষণতা

গ. মানবিকতা

ঘ. নির্লোভ মানসিকতা

উত্তরঃ অনাড়ম্বরতা

ক. বক্তৃতায় বাধা পেয়ে

খ. শত্রুর প্রস্তরঘাতে

গ. কাফিররা গালি-গালাজ করায়

ঘ. শারীরিক অসুস্থতায়

উত্তরঃ বক্তৃতায় বাধা পেয়ে

ক. নগরী

খ. উর্বর প্রদেশ

গ. যুদ্ধক্ষেত্র

ঘ. সন্ধিপত্র

উত্তরঃ যুদ্ধক্ষেত্র

ক. হযরত ইসমাইল (আ.)

খ. হযরত ইবরাহিম (আ.)

গ. বিবি হাজেরা (রা.)

ঘ. আয়েশা (রা.)

উত্তরঃ বিবি হাজেরা (রা.)

ক. ১৮৮৬ খ্রিস্টাব্দে

খ. ১৮৯৪ খ্রিস্টাব্দের

গ. ১৯৯৯ খ্রিস্টাব্দের

ঘ. ১৮৯৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে

ক. হুদায়বিয়ার

খ. মদিনায়

গ. তায়েফে

ঘ. মক্কায়

উত্তরঃ তায়েফে

ক. বদর

খ. ওহোদ

গ. খন্দক

ঘ. খয়বর

উত্তরঃ খয়বর

ক. খোলা তরবারি

খ. খাপযুক্ত তরবারি

গ. বিরাট তরবারি

ঘ. মনিখচিত তরবারি

উত্তরঃ খোলা তরবারি