ক. কর্তৃপদ
খ. কর্মপদ
গ. নামপদ
ঘ. ক্রিয়াপদ
উত্তরঃ ক্রিয়াপদ
ক. সত্য বলবে
খ. তোমার নাম কী?
গ. মানুষ হও
ঘ. শিক্ষককে মান্য করবে
উত্তরঃ তোমার নাম কী?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ দুই
ক. যৌগিক ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. নামধাতুর ক্রিয়া
ঘ. মিশ্র ক্রিয়া
উত্তরঃ যৌগিক ক্রিয়া
ক. মন দিয়ে লেখাপড়া কর
খ. আমি বাড়ি যাই
গ. পরিশ্রম করলে সফল হবে
ঘ. তার বাবা বেঁচে থাকলে তার এত কষ্ট হতো না
উত্তরঃ মন দিয়ে লেখাপড়া কর
ক. পুরুষ ও বচনভেদে
খ. পুরুষ ও কালভেদে
গ. বচন ও কালভেদে
ঘ. বচন ও লিঙ্গভেদে
উত্তরঃ পুরুষ ও কালভেদে
প্রশ্নঃ "শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে"- বাক্যে কী অর্থে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে?
[ Comi-15 ]
ক. নিরন্তরতা
খ. আকস্মিকতা
গ. অভ্যস্ততা
ঘ. অনুমোদন
উত্তরঃ অভ্যস্ততা
ক. নামধাতুর ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. মিশ্র ক্রিয়া
ঘ. প্রযোজক ক্রিয়া
উত্তরঃ নামধাতুর ক্রিয়া
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া
ঘ. যোজক
উত্তরঃ ক্রিয়া
ক. প্রত্যয়
খ. অনুসর্গ
গ. বিভক্তি
ঘ. উপসর্গ
উত্তরঃ বিভক্তি
ক. পুরুষ ভেদে
খ. কাল ভেদে
গ. বচন ভেদে
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ক ও খ উভয়ই
ক. সে গান করে আনন্দ পায়
খ. রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
গ. ভালো করে পড়াশোনা করবে
ঘ. পড়াশোনা করলে ভালো ফল হবে
উত্তরঃ রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
ক. সে বই পড়ছে
খ. তিনি আমাকে বই দিলেন
গ. লতা ঘুমায়
ঘ. সে গল্প লিখছে
উত্তরঃ লতা ঘুমায়
ক. সরল ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. নাম ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ প্রযোজক ক্রিয়া
ক. সংযোগ ক্রিয়া
খ. নাম ক্রিয়া
গ. সরল ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ যৌগিক ক্রিয়া
ক. এগিয়ে চলা
খ. উদয় হওয়া
গ. ডিগবাজি খাওয়া
ঘ. বৃদ্ধি পাওয়া
উত্তরঃ এগিয়ে চলা
ক. চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে।
খ. পাখিটা ছটফটাচ্ছে।
গ. ঘণ্টা বেজে উঠলো।
ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
উত্তরঃ পাখিটা ছটফটাচ্ছে।