প্রশ্নঃ "বরং এটি সম্মানিত কুরআন যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে"—আয়াতটি কোন সূরার অন্তর্গত?
[ সকল বোর্ড-16 ]
ক. বাকারা
খ. আল ইমরান
গ. আল বুরূজ
ঘ. আন-নিসা
উত্তরঃ আল বুরূজ
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
ক. আমি উচ্চ করেছি
খ. আমি প্রশস্ত করেছি
গ. অতঃপর পরিশ্রম করুন
ঘ. অনন্তর মনোনিবেশ করুন
উত্তরঃ অনন্তর মনোনিবেশ করুন
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
কুরবানির গোশত যথারীতি ধোয়ার পরও মিসেস "খ" দেখতে পান যে কিছু রক্ত পানির সাথে বেরিয়ে আসছে। এমতাবস্থায় তিনি উহা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।
ক. হারাম
খ. হালাল
গ. মাকরূহ
ঘ. মুবাহ
উত্তরঃ হালাল
ক. হালাল-হারাম বিষয়ক জ্ঞানের যথার্থতা
খ. হালাল-হারাম বিষয়ক জ্ঞানের অজ্ঞতা
গ. হালাল-হারাম বিষয়ে উদাসীনতা
ঘ. গোশত খাওয়া চরম আকাঙ্ক্ষা
উত্তরঃ হালাল-হারাম বিষয়ক জ্ঞানের যথার্থতা
প্রশ্নঃ যারা আল-কুরআনকে চিন্তা গবেষণা করে পড়ে না তাদের অন্তরকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
[ সকল বোর্ড-16 ]
ক. শূন্য ঘর
খ. তালাবদ্ধ অন্তর
গ. বিরান বাড়ী
ঘ. পুরাতন দেয়াল
উত্তরঃ তালাবদ্ধ অন্তর
প্রশ্নঃ "আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। আয়াতটি দ্বারা ইসলামি শরিয়তের কোন - উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ সকল বোর্ড-16 ]
ক. কুরআন
খ. হাদিস
গ. ইজমা
ঘ. কিয়াস
উত্তরঃ ইজমা
প্রশ্নঃ ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করতে হবে। এটি কোন সুরার শিক্ষা?
[ সকল বোর্ড-16 ]
ক. আস-শামস
খ. আল-ইনশিরাহ
গ. আদ-দুহা
ঘ. আত-তীন
উত্তরঃ আদ-দুহা
ক. তাওহিদ ও রিসালাত
খ. আখিরাত ও কিয়ামত
গ. শিরক ও কুফর
ঘ. হালাল ও হারাম
উত্তরঃ হালাল ও হারাম
ক. কুরআন
খ. সুন্নাহ
গ. ইজমা
ঘ. কিয়াস
উত্তরঃ ইজমা
ক. সূর্য
খ. চন্দ্র
গ. জ্যোতি
ঘ. নক্ষত্র
উত্তরঃ চন্দ্র
প্রশ্নঃ যে হাদিসের ভাষা রাসুলুল্লাহ (স.) এর এবং ভাব আল্লাহ তায়ালার সেটি কোন ধরনের হাদিস?
[ সকল বোর্ড-15 ]
ক. মারফু
খ. কুদসি
গ. মাওকুফ
ঘ. মাকতু
উত্তরঃ কুদসি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
ফাহিম সালাত আদায় করতে গিয়ে রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়।
ক. সুন্নাত
খ. মোস্তাহাব
গ. ওয়াজিব
ঘ. ফরয
উত্তরঃ ওয়াজিব
প্রশ্নঃ ফাহিম যে বিধান লঙ্ঘন করেছে তার অনুরূপ বিধান-
(i) দুই ঈদের সালাত আদায় করা
(ii) বিতরের সালাত আদায় করা
(iii) আযান ও ইকামত
[ সকল বোর্ড-15 ]
ক. i
খ. i ও ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ i ও ii
প্রশ্নঃ "মকবুল মিয়া রাগের মাথায় তার ছাগলটিকে গলা টিপে হত্যা করে এবং পরে জবাই করে উহার গোশত খায়।” মকবুল মিয়ার কাজটি-
[ সকল বোর্ড-15 ]
ক. হালাল
খ. হারাম
গ. মুবাহ
ঘ. মাকরূহ
উত্তরঃ হারাম
ক. শহিদ
খ. হাফিজ
গ. আলিম
ঘ. মুমিন
উত্তরঃ শহিদ