ক. সে বাড়ি এসেছে
খ. আমি নিয়মিত স্কুলে যেতাম
গ. তিনি গতকাল এসেছেন
ঘ. আমি ঢাকা গিয়েছিলাম
উত্তরঃ আমি নিয়মিত স্কুলে যেতাম
ক. পুরাঘটিত অতীত
খ. ঘটমান অতীত
গ. সাধারণ অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
ক. আমি তাকে ভাত খেতে দেখেছিলাম
খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম
গ. তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে
ঘ. বাবা প্রতিদিন বাজার করতেন
উত্তরঃ বাবা প্রতিদিন বাজার করতেন
ক. নিত্যবৃত্ত অতীতের
খ. নিত্যবৃত্ত বর্তমানের
গ. সাধারণ বর্তমানের
ঘ. সাধারণ অতীতের
উত্তরঃ নিত্যবৃত্ত অতীতের
ক. নিত্যবৃত্ত অতীত
খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. ঘটমান অতীত
উত্তরঃ নিত্যবৃত্ত অতীত
ক. বইটি পড়ব
খ. বিকালে খেলব
গ. রীতা নাচবে
ঘ. সব কটি সঠিক
উত্তরঃ সব কটি সঠিক
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
গ. সাধারণ ভবিষ্যৎ
ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
উত্তরঃ সাধারণ ভবিষ্যৎ
ক. আমি হব সকাল বেলার পাখি
খ. মনীষা দৌড়াতে থাকবে
গ. আমিনা কথা বলতে থাকবে
ঘ. কাঞ্চন বোধহয় কঠিন অঙ্কটা বুঝে থাকবে
উত্তরঃ আমি হব সকাল বেলার পাখি
ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ
গ. পুরাঘটিত ভবিষ্যৎ
ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
উত্তরঃ ঘটমান ভবিষ্যৎ
ক. ঘটমান ভবিষ্যৎ
খ. সাধারণ ভবিষ্যৎ
গ. পুরাঘটিত ভবিষ্যৎ
ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
উত্তরঃ সাধারণ ভবিষ্যৎ
ক. ঘুম থেকে ওঠ
খ. তুমি খেলতে থাকবে
গ. সদা সত্য কথা বলবে
ঘ. সূর্য পূর্ব দিকে উঠবে
উত্তরঃ তুমি খেলতে থাকবে
ক. পুরাঘটিত ভবিষ্যৎ
খ. পুরুষটিত বর্তমান
গ. পুরাঘটিত অতীত
ঘ. কোনটি নয়
উত্তরঃ পুরাঘটিত ভবিষ্যৎ
ক. বাবা আজ আসবেন
খ. সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে
গ. মনীষা দৌড়াতে থাকবে
ঘ. রিতা ঘুমাচ্ছিল
উত্তরঃ সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে
ক. অ
খ. ও
গ. বেন
ঘ. এন
উত্তরঃ এন
ক. সাধারণ
খ. ঘটমান
গ. অনুজ্ঞা
ঘ. নিত্যবৃত্ত
উত্তরঃ অনুজ্ঞা
ক. অসুস্থ হলে ওষুধ খাবে
খ. বড় হও, বুঝতে পারবে
গ. অঙ্কটা বুঝিয়ে দেবেন?
ঘ. সকালে সূর্য ওঠে
উত্তরঃ অঙ্কটা বুঝিয়ে দেবেন?
ক. অঙ্কটা বুঝিয়ে দেবেন?
খ. অসুখ হলে ওষুধ খাবে।
গ. সুমন বই পড়ছে।
ঘ. বাবা আজ আসবেন।
উত্তরঃ অঙ্কটা বুঝিয়ে দেবেন?
ক. বর্তমান
খ. অতীত
গ. ভবিষ্যৎ
ঘ. বর্তমান ও ভবিষ্যৎ
উত্তরঃ বর্তমান ও ভবিষ্যৎ
ক. নিত্যবৃত্ত বর্তমান
খ. পুরাঘটিত বর্তমান
গ. ঘটমান বর্তমান
ঘ. বর্তমান অনুজ্ঞা
উত্তরঃ বর্তমান অনুজ্ঞা
ক. সব সময় সত্যি বলবে
খ. বড় হও, বুঝতে পারবে
গ. মিথ্যা কথা বলো না
ঘ. অসুস্থ হলে ওষুধ খাবে
উত্তরঃ মিথ্যা কথা বলো না