ক. এক প্রকার
খ. দশ প্রকার
গ. তিন প্রকার
ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ তিন প্রকার
ক. অতীত কাল
খ. ভবিষ্যৎ কাল
গ. বর্তমান কাল
ঘ. অশুভ কাল
উত্তরঃ বর্তমান কাল
ক. শুভ কাল
খ. বৰ্তমান কালে
গ. ভবিষ্যৎ কাল
ঘ. অতীত কাল
উত্তরঃ অতীত কাল
ক. ভবিষ্যৎ কাল
খ. অতীত কাল
গ. শুভ কাল
ঘ. বর্তমান কাল
উত্তরঃ ভবিষ্যৎ কাল
ক. ঘটমান বর্তমান
খ. পুরাঘটিত বর্তমান
গ. বর্তমান অনুজ্ঞা
ঘ. সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান
উত্তরঃ সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান
ক. ঘটমান ভবিষ্যৎ
খ. ঘটমান বর্তমান
গ. কোনোটিই নয়
ঘ. ঘটমান অতীত
উত্তরঃ ঘটমান বর্তমান
ক. সন্ধায় সূর্য অস্ত যায়
খ. বাবা অফিস থেকে বাড়ি ফিরেছেন
গ. আমি প্রতিদিন স্কুলে যেতাম
ঘ. সুমন বই পড়ছে
উত্তরঃ সুমন বই পড়ছে
ক. মা খেতে ডেকেছেন
খ. আমি ইংরেজি পড়া শেষ করেছি
গ. ছেলেরা ফুটবল খেলছে
ঘ. আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই
উত্তরঃ আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই
ক. ঘটমান
খ. পুরাঘটিত
গ. সাধারণ বা নিত্যবৃত্ত
ঘ. বর্তমান অনুজ্ঞা
উত্তরঃ সাধারণ বা নিত্যবৃত্ত
ক. এবার মা খেতে ডেকেছেন
খ. সকালে সূর্য ওঠে
গ. আমার ছোট ভাই লিখছে
ঘ. রিতা ঘুমাচ্ছিল
উত্তরঃ সকালে সূর্য ওঠে
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান
ঘ. পুরাঘটিত বর্তমান
উত্তরঃ ঘটমান বর্তমান
ক. সবুজ লিখছে
খ. খুকি খেলা করছে
গ. বসন্তের হাওয়া বইছে
ঘ. সব কটি সঠিক
উত্তরঃ সব কটি সঠিক
ক. ঘুম থেকে ওঠ
খ. সদা সত্য কথা বলবে
গ. সূর্য পূর্ব দিকে ওঠে
ঘ. সুমি খেলছে
উত্তরঃ সুমি খেলছে
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. বর্তমান অনুজ্ঞা
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
ক. সাধারণ অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. সাধারণ বর্তমান
ঘ. পুরাঘটিত বর্তমান
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
ক. ঘটমান বর্তমান
খ. সাধারণ বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. পুরাঘটিত অতীত
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
ক. এখন বাবা অফিস থেকে ফিরেছেন
খ. সকালে সূর্য ওঠে
গ. দুইয়ে দুইয়ে চার হয়
ঘ. বাবা আজ আসবেন
উত্তরঃ এখন বাবা অফিস থেকে ফিরেছেন
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. পুরাঘটিত অতীত
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
ক. পুরাঘটিত অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. ঘটমান বর্তমান
উত্তরঃ পুরাঘটিত বর্তমান
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
উত্তরঃ সাধারণ অতীত